পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য *כה হইয়াছে এবং তত্তদুপযুক্ত সংস্কৃত ও বাঙ্গাল ও পারসী ও ইংরাজী প্রভৃতি নানাভাষাতে নানাবিধ পুস্তক নানাবিধ রসঘটিত নানাবিধ রসিকগণের ছাপাইতেছেন ইহাতে তাবল্লোকের আহলাদ জন্মিতেছে । সম্প্রতি প্রাচীন জ্যোতিষ যামল ও কেরলী ও স্বরোদয় ও সৰ্ব্বার্কচিন্তামণিপ্রভৃতি গ্রন্থের সারোদ্ধার পূর্বক জ্যোভিষের ফল ঐক্যের নিমিত্তে শ্ৰীযুত বাবু নীলরত্ব হালদার মহাশয় এক গ্রন্থ প্রস্তুত করিয়াছেন ঐ গ্রন্থ অতি আশ্চৰ্য্য ও অনেক লোকোপকারি হইয়াছে যেহেতুক এই সকল প্রাচীন গ্রন্থ ও তাহার সন্দর্ভ এদেশে প্রায় লুপ্ত হইয়াছিল অতএব এই সংগ্রহগ্রন্থ হওয়াতে এ সকল গ্রন্থ ও তাহার সন্দর্ভ পুনঃপ্রকাশিত হইল তন্দ্বারা লোকেরা অনায়াসে শুভাশুভ জানিতে পরিবেক এবং পরম্পর সম্বন্ধে চিরকাল থাকিবেক । ( ৬ আগষ্ট ১৮২৫ । ২৩ শ্রাবণ ১২৩২ ) নূতন পুস্তক ॥—শ্ৰীযুত ডাক্তর ব্রিটন সাহেব শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুরের চিকিৎসালয়ের নিমিত্ত ইংরাজী ও হিন্দি ও ফারসি ও আরবিব ও সংস্কৃত এই পাচ ভাষাতে শরীরের তাবৎ অঙ্গপ্রত্যঙ্গের নাম তর্জমা করিয়া এক পুস্তক প্রস্তুত করিয়াছেন এবং ঐ পুস্তক এক্ষণে কলিকাতার পাথরীয় ছাপাখানায় ছাপা হইতেছে । আরো শুন গেল যে ঐ ছাপাখানাতে এতদ্দেশের তাবৎ রাজপথ এক শত পেলেটে খোদিত হইয়। ছাপা হইতেছে কিন্তু ঐ সকল ছাপা আগামি বৎসরের পূৰ্ব্বে প্রস্তুত হইবেক না। প্রস্তুত হইলে তাহার প্রত্যেক পুস্তকের মূল্য ৩৬ ছত্রিশ টাকা করিয়া হইবেক। এমন উপকারক পুস্তক এতদেশে আর হয় নাই যেহেতুক ইহা দেখিয়া এতদেশের সকল নগরে ও প্রদেশে অনায়াসে গমনাগমন করা যাইবেক । ( ২০ আগষ্ট ১৮২৫ । ৬ ভাদ্র ১২৩২ ) নূতন পুস্তক --শ্ৰীযুত বাবু নীলরত্ব হালদার মহাশয় বহুদৰ্শন নামে এক নূতন পুস্তক করিয়া শ্রীরামপুরের ছাপাখানাতে ছাপাইতে আরম্ভ করিয়াছেন সে পুস্তকদ্বারা মূৰ্খ লোকও সভাসং হইতে পারিবেক । যেহেতুক ইঙ্গরাজী ও বাঙ্গাল ও সংস্কৃত এবং পারসি ও লাটিনপ্রভৃতি নানা ভাষাতে নানা দৃষ্টান্ত এক স্থানে সংগ্ৰহ করিয়াছেন। ( ১০ সেপ্টেম্বর ১৮২৫ । ২৭ ভাদ্র ১২৩২ ) নূতন পুস্তক —শ্ৰীযুত মহারাজ কালীশঙ্কর ঘোষাল বাহাদুরের আদেশে ব্রহ্মবৈবৰ্ত্ত পুরাণের ব্রহ্মখণ্ড শ্ৰীযুত শিবচন্দ্র চট্টোপাধ্যায়কতৃক গৌড়ীয় ভাষায় রচিত হইয়া সমাচার চন্দ্রিকাযন্ত্রে মুদ্রিত হইয়া পুস্তক প্রস্তুত হইয়াছে। পুস্তকের পরিমাণ আকটেবো পেজের ৪৩ পৃষ্ঠা। এই পুস্তক উত্তম বাঙ্গালা অক্ষরে ও পাটনাই কাগজে ছাপা হইয়াছে এবং তাহার মূল্য আট আনা স্থির হইয়াছে যদ্যপি কাহার ঐ পুস্তক গ্রহণেচ্ছা হয় তবে কলিকাতায় চন্দ্রিকাষন্ত্রে তত্ত্ব করিলে পাইতে পরিবেন। •••••