সাহিত্য ty-♔ ( ১৫ জুলাই ১৮২৬ । ১ শ্রাবণ ১২৩৩ ) মুগ্ধবোধ ব্যাকরণ –শহর শ্রীরামপুরের কালেজের ছাত্রেরদের পাঠার্থে বোপদেবকৃত মুগ্ধবোধ ব্যাকরণ ঐ কলেজের পণ্ডিতকতৃক গৌড়ীয় ভাষায় তর্জমা হইয়া শ্রীরামপুরের ছাপাখানায় মুদ্রাঙ্কিত হইয়াছে। এই পুস্তকদ্বারা বিষয়ি লোকেরদের অনেক উপকার দর্শিবেক যেহেতুক ইহার প্রথম সংস্কৃত স্বত্র পরে তদীয়ার্থ গৌড়ীয় ভাষায় অতি স্পষ্ট হইয়াছে ইহাতে সকলেই অনায়াসে অর্থবোধ করিতে পারিবেন। ( ১২ আগষ্ট ১৮২৬ । ২৯ শ্রাবণ ১২৩৩) প্রাচীন পদ্যাবলি –চাতকাষ্টক ও ভ্রমরাষ্টক পঞ্চরত্ন ও নবরত্ব ও বানরাষ্টক ও বানর্য্যষ্টক এই ছয় প্রকার প্রাচীন সংগ্রহ অর্থাৎ প্রথমে অশেষ শ্লেষ ঘটিত চাতকের উক্তি মেঘের প্রতি এবং দ্বিতীয়ে ভ্রমর ও পদ্মিনী ও কেতুকীপ্রভৃতির উক্তি প্রত্যুক্তি এবং তৃতীয়ে রাজা বিক্রমাদিত্যের সভাসদ বিশারদ পঞ্চরত্বের সারোদ্ধার নীতি শিক্ষা ও চতুর্থে ঐ মহাতেজ রাজার হিতোপদেশ এবং পঞ্চমে ও যষ্ঠে ঐ রাজসমীপস্থিত দেবরাজ প্রেরিত বানরী ও বানরাকৃত দেবতা বিশেষের প্রশ্নোত্তরচ্ছলে ও বিবিধ কৌশলে রাজনীতিইত্যাদির মূল শ্লোক ও তদীয়ার্থ পয়ার ছন্দে সাধু ভাষায় প্রকাশ পূর্বক শ্রীরামপুরে রত্নাকর যন্ত্রালয়ে শ্ৰীযুত ন্ত্রীরামতক্কবাগীশ ভট্টাচার্যকর্তৃক রচিত ও মুদ্রিত হইয়াছে।. ( ১২ আগষ্ট ১৮২৬ । ২৯ শ্রাবণ ১২৩৩ ) শাস্ত্ৰ সৰ্ব্বস্বনামক গ্রন্থ। প্রকাশার্থে অনুষ্ঠান –ভারতবর্ষের মধ্যে যখন হিন্দুরদিগের রাজ্যাধিকারিত্ব ছিল তখন তাবৎ শাস্ত্র দেদীপ্যমান ও তদধ্যয়নাধ্যাপনাকারিদিগের তদ্বিষয়ে মনোযোগের এবং ঔৎস্থক্যের আধিক্য ছিল তদনন্তর তদ্রাজ্য উচ্ছিন্ন হইলে পর যবনেরদের আধিপত্য হওয়াতে বিদ্যার প্রায় লোপ হইয়াছিল এক্ষণে ইংল্পগুীয়েরদিগের তত্তদ্বিষয় সংস্থাপনার মনোযোগ রূপ প্রভাত প্রকাশ হইবাতে এবং রাজার আনুকূল্যেতে অনেকের বিদ্যাভ্যাস হইতেছে এবং বিদ্য বিষয়ে অনেকের সাধারণ যত্ন ও উৎসাহবৃদ্ধি হইতেছে এবং মুদ্রণযন্ত্রালয়ের বাহুল্য হওয়াতে অনেক২ পুস্তক সংগ্ৰহ হইতেছে কিন্তু এ পর্য্যন্ত যে সকল গ্রন্থ ছাপা হইয়াছে প্রায় যাবনিক ও অন্ত ভাষাহইতে উদাসীনকথা ও বিষয় মাত্র সংগৃহীত সে কেবল বালকেরদিগের শিক্ষার্থে। স্বদেশীয় শাস্ত্রের স্বজাতীয় ভাষায় প্রাচীন কাশীদাসী পাচলি আর তত্ত্ব ল্য কয়েকখানি পুস্তক দেখিতেছি সংপ্ৰতি যেরূপ সময় ও তত্তং আকর গ্রন্থের সমাধান হইয়াছে তদুপযুক্ত কোন গ্রন্থ সংগ্রহ দেখা যায় না ও সংস্কৃত ভাষায় অজ্ঞাত বিষয়ি লোকেরদিগের পাঠার্থে সমাচারের কাগজ আর উদাসীন ভাষায় তদেশীয় বিবরণ ব্যতীত কোন সংগ্রহ নাই এমত ব্যক্তিরদিগের অল্পায়াসে তদুপকার হয় এ বিষয় বহুকাল ও ব্যয়সাধ্য এক ব্যক্তিহইতেও সম্পন্ন হওয়া স্থদুষ্কর
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।