t;~చిలి মংবাদ পত্রে সেনকালেনৰ কথা অতএব বিবেচনা করা গেল যে হিন্দুর তাবৎ শাস্ত্রের মূলবেদ তাহার ফলিতাৰ্থ মহর্ষি বেদব্যাস সংগ্ৰহ করিয়া পুরাণ প্রকাশ করিয়াছেন তাহার স্থল২ বিবরণ সকল সাধু গৌড়ীয় ভাষায় সংগ্ৰহ করিয়া এক গ্রন্থ প্রকাশ হইলে ভাল হয় অর্থাৎ আপনারদিগের যাহা আবশুক জানা উচিত হয় এমত যত বৃত্তান্ত তাহার কিঞ্চিৎ স্থলরূপে লেখা যাইতেছে ব্ৰহ্মাণ্ডোৎপত্তি ব্রহ্মস্থষ্টি দক্ষপ্রজাপতি স্বষ্টি অবান্তর যুগাদি ধৰ্ম্ম কৰ্ম্ম মন বংশাবলী গ্ৰহ নক্ষত্র লোকপালাদি সূৰ্য্য চন্দ্র বংশাবলী ও তত্তৎকীৰ্ত্তি ব্রাহ্মণাদি চাতুর্বর্ণ এবং তাহারদিগের ধৰ্ম্মকৰ্ম্ম ও ব্যবহার আচার কত প্রকার বা সংস্কার বর্ণসঙ্কর জাতির উৎপত্তি ও তাহার পূর্ব বৃত্তান্ত দেশ নির্ণয় তীর্থস্থান পীঠস্থান ভগবান পরমেশ্বরের অবতার ও তৎপূৰ্ব্ব কারণ উপাস্ত দেবতা উপাসনা ভেদ কখন রাজষি ব্রহ্মষি ও মহাপুরুষাদির বিবরণ রাজারদিগের বিবরণ অষ্টাদশ বিদ্যা বর্ণন স্মৃত্যাদি শাস্ত্রের প্রতিপাদ্য পরিমাণ ও নাম আর কোন২ শাস্ত্র কোন২দেশে প্রচলিত তদ্বিবরণ বৈদ্যক শাস্ত্রের স্কুলবিবরণ দ্রব্যগুণ ইত্যাদি স্থলই এই এক২ প্রকরণের মধ্যে অনেকই প্রকরণ অবস্থান করিবেন তাহাতে তাবৎ গ্রন্থের যে পরিমাণ এক্ষণে নিশ্চিত করিতে পারা গেল না কিন্তু ছোট পত্রের এক শত ১০০ পৃষ্ঠাতে ঐ গ্রন্থের এক২ সংখ্যা ৪ চারি সংখ্যা হইলে এক পুস্তক হইবেক অতএব শুদ্ধছাপার ব্যয়ের আহুকুল্যার্থে প্রতি সংখ্যার ২ দুই টাকা আর ঐ এক ভাগ অর্থাৎ চারি সংখ্যার মূল্য আট টাকা স্থির করা গেল । " o: এতদেশীয় স্বধৰ্ম্ম সংস্থাপক প্রতিপালন এতদ্বিষয় সম্পাদক মহাজন সমাজে বিজ্ঞাপন করা যাইতেছে র্যাহার গ্রন্থ গ্রহণে বাসনা হয় তিনি চন্দ্রিক যন্ত্রালয়ে অথবা এই গ্রন্থ সংগ্ৰহকৰ্ত্তা শ্ৰীলক্ষ্মীনারায়ণ ন্যায়ালঙ্কারের নিকট সংস্কৃত কলেজে বা কোম্পানির কালেজ বারিকে আপন নাম ও গ্রন্থের সংখ্যা প্রেরণ করিলে পুস্তক সংপূর্ণ হইলে পাইবেন ইতি । ১২ শ্রাবণ ১২৩৩ শাল । ( ৩০ ডিসেম্বর ১৮২৬ । ১৬ পৌষ ১২৩৩ ) নূতন পুস্তক ॥—শ্ৰীযুত বাবু নীলরত্ব হালদার বহুপরিশ্রমপূর্বক সংস্কৃত বাঙ্গলা পারসি আরবি ও ইংরাজি লাটিনপ্রভৃতি মান ভাষার প্রচলিত প্রসিদ্ধ দৃষ্টান্ত সংগ্ৰহ করিয়া শ্রীরামপুরের ছাপাখানায় মুদ্রাঙ্কিত করিয়াছেন তাহার পত্রসংখ্যা ১৫০ । ও মূল্য ৩ টাকা। যাহার আৰশুক হয় তিনি শ্রীরামপুরে সম্বাদ দিলে পাইতে পারিবেন। { ১৭ ফেব্রুয়ারি ১৮২৭ ৭ ফাল্গুন ১২৩৩ ) শ্ৰীযুত বাবু প্ৰাণকৃষ্ণ বিশ্বাস মহাশয় বহু বিজ্ঞ পণ্ডিত নিকটে রাখিয়া প্রাণকৃষ্ণ ক্রিয়াম্বুধি ও শাম্বুধি ও প্রাণতোষণী ও ভস্মকৌমুদীনামক গ্রন্থচতুষ্টয় ক্রমে স্বব্যয়ে মুদ্রাঙ্কিত করিয়া পূৰ্ব্বে প্রকাশ করিয়াছিলেন সংপ্রতি বাবুজী মহাশয় যে এক প্রাণকৃষ্ণেীযধাবলীনামক বৈদ্যক গ্রন্থ গৌড়ীয় সাধু ভাষায় রচিত করিয়া প্রকাশ করিয়াছেন তাহাতে কিপর্য্যস্ত লোকোপকার হইয়াছে ও
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।