সাহিত্য مهسرا হইবেক তাহা সকলেই অনুভূত হইতেছেন ঐ গ্রন্থের পরিমাণ প্রায় ১৫০ এক শত পঞ্চাশ পৃষ্ঠা ঐ গ্রন্থে নানাবিধ মুষ্টিযোগ ও টোটুকাপ্রভৃতি অনেক বিষয় লিখিত হইয়াছে আর ঐ গ্রন্থ বিনামূল্যে বিতরণ করিতেছেন - বাবু বৈস্তেরদিগের জীবনোপায় করিয়া দিয়াছেন যেহেতুক তাহারা ঐ ভাষাগ্রন্থ দেখিয়া চিকিৎসা করিলেই অনায়াসে বিজ্ঞতমত্বরূপে খ্যাতিপ্রাপ্ত হইবেক --বাবুজীর বিবেচনা ও পরোপকারার্থ পরিশ্রম ও সদ্ব্যয়শীলতা ও দয়ালুত যেরূপ দেখিতেছি তাহ অন্তাধারে অদৃষ্ট কেবল তদাধারেই দৃষ্ট হইতেছে । কস্তচিৎ তদৌষধ পরীক্ষকস্ত –সং চং ( ১৭ মার্চ ১৮২৭ । ৫ চৈত্র ১২৩৩ ) বিজ্ঞাপন।—সকলকে জ্ঞাত করাইতেছি যে শ্রীচৈতন্যচরিতামৃতনামক প্রসিদ্ধ গ্রন্থ ছাপাইতে প্রবৃত্ত হইতেছি তাহার কারণ এই ষে তদগ্রন্থ পাঠে হরিভক্তি ও দেহগুদ্ধি ও বুদ্ধি নিৰ্ম্মলা হইয়া থাকে এতৎপ্রযুক্ত অনেকে তদগ্রন্থ গ্রহণে আকাঙ্ক্ষিত আছেন কিন্তু লেখনীদ্বারা লিখিত পুস্তকের অল্পতাহেতুক তদগ্রন্থ লওনে ইচ্ছুক হইলেও অপ্রাপ্তি নিমিত্তে মানস পূর্ণ হইতে পারে না মুদ্রাঙ্কিত হইলে অপ্রাপ্তি জন্য দুঃখ দূর হইতে পারিবেক অতএব তাহাতে উদ্যোগী হইয়াছি গ্রন্থের পরিমাণ ৮৬৮ পৃষ্ঠ হইবেক একারণ মুদ্রাঙ্কিত করণে ব্যয়াধিক্য ভয়ে স্বতঃ প্রবৃত্ত হইতে না পারিয়া পূতচিত্ত ব্যক্তিরদিগের নিকট সাহায্য প্রার্থনা করিতেছি যাহাতে মুদ্রাঙ্কিত হইতে পারে পুস্তকের মূল্য ১০ দশ টাকা স্থির করিয়াছি যাহারদিগের তৎপুস্তকে প্রয়োজন হইবেক তাহারা কৃপাপূৰ্ব্বক চন্দ্রিক যন্ত্রালয়ে কিম্ব কলুটোলায় আমার বাটতে সংবাদ পাঠাইবেন নাম ও ধাম জ্ঞাত হইলে অনুষ্ঠানপত্র নিকটে পাঠাইব তাহাতে ধাম সম্বলিত নামাঙ্কিত করিয়া দিবেন গ্রন্থ তুলাত কাগজে উত্তমাক্ষরে ছাপাইব প্রস্তুত হইলে গ্রন্থ প্রেরণ করিয়া ঐ নিরূপিত মূল্য লওয়া যাইবেক ইতি। তারিখ ৩ চৈত্ৰ –শ্ৰবেণীমাধব দত্ত। কলিকাতা। আমড়াতলার গলি । ( ৭ এপ্রিল ১৮২৭ ২৬ চৈত্র ১২৩৩ ) আগামি বৎসরের নবপঞ্জিকা -বিজ্ঞবৰ্গকে জ্ঞাত করা যাইতেছে যে আগামি বৎসরের অর্থাৎ ১৭৪৯ শক অথবা ১২৩৪ সালের নবপঞ্জিকা চন্দ্রিক যন্ত্রে প্রস্তুত হইয়াড়ে BBB BBB BBBB BBBBB BB BBBBB BBB BB BBB BBB B KBB DDDS থাকে তাহ প্রায় অনেকে বিদিত আছেন তথাপি অজ্ঞাত ব্যক্তিরদিগের বিজ্ঞাত করণ কারণ স্কুলবিবরণ কিঞ্চিৎ লিখি শ্ৰীল শ্ৰীযুত নবদ্বীপাধিপতির অভিমত পঞ্জিকা প্রতিদিনের বার তিথি নক্ষত্র ইত্যাদি গণনানন্তর যে দিন যে যে কৰ্ম্ম শুভাশুভ ও বিধি নিষেধ স্থির করা আছে বিশেষতঃ যে যে রাশির শুভ তাহা নির্ণয় করিয়া লিখিত হইয়াছে অপর জ্যোতিষ গণনার বহুতর ব্যাপার গণনা আছে এ সকল এমত প্রাঞ্জল শব্দের দ্বারা রচনা হইয়াছে যাহা পাঠ করিবামাত্র অনায়াসে সকলেরি বোধগম্য হয় ইহা ভিন্ন কলিকাতাস্থ অধ্যাপকের নাম ও ডাকের মাতুল ইত্যাদি
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।