পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ পত্রে চেনকালোক কথা مسية بجميb নানা প্রকরণ আছে এই বাহুল্য পঞ্জিকার মূল্য এক টাকামাত্র যাহার গ্রহণে বাস্থ হয় তিনি ঐ যন্ত্রালয়ে মূল্য পাঠাইলে তৎক্ষণাৎ পাইবেন । ( ১৪ এপ্রিল ১৮২৭ । ২ বৈশাখ ১২৩৪ ) নূতন পুস্তক —ইংরাজি পাঠাথি বালকেরদের শিক্ষার্থে শ্রীরামপুরের ছাপাখানায় নিউ গাইড নামে ইংরাজি বাঙ্গালাতে এক পুস্তক প্রস্তুত হইতেছে তাহার প্রথমে ইংরাজি বর্ণমালার উচ্চারণ বাঙ্গলা অক্ষরে লেখা গিয়াছে পরে বর্গক্রমে ইংরাজি কথা সংগৃহীত হইয়াছে ঐ কথা ২৫০০ নুন নয় তাহার ক্রম এই প্রথম ইংরাজি অক্ষরে ইংরাজি কথা এবং বাঙ্গলা অক্ষরে তাহার উচ্চারণ ও অর্থ। তৎপরে ইংরাজি বাঙ্গলাতে কতকগুলিন ডাইএলাগ অর্থাৎ কথোপকথন তৎপরে অন্য২ প্রকরণ আছে । ইহার মূল্য এক টাকা। যাহার যত গ্রন্থে প্রয়োজন হয় তিনি শ্রীরামপুরের ছাপাখানায় সম্বাদ পাঠাইলে ২৫ এপ্রিলের পর পুস্তক পাইতে, পরিবেন । ইতি তারিখ ১৪ এপ্রিল । ( ২৫ আগষ্ট ১৮২৭ । ১০ ভাদ্র ১২৩৪ ) সটীক শ্ৰীমদ্ভাগবত ৩২ টাকা –চন্দ্রিকাযন্ত্ৰাধ্যক্ষ শ্ৰীভবানীচরণ বন্দ্যোপাধ্যায়স্ত বিজ্ঞাপনমিদং শ্ৰীমদ্ভাগবত গ্রন্থের অপ্রাপ্তি দূর করণার্থে ছাপা করিতে প্রবৃত্ত হইয়াছি তুলাত কাগজে প্রাচীন ধারামত পুস্তকের পাত করিয়া বড় অক্ষরে মূল ক্ষুদ্রাক্ষরে শ্ৰীধর স্বামির টাকা এই প্রণালীতে সংশোধিত করিয়া চন্দ্রিকণযন্ত্রে ব্রাহ্মণদ্বারা মুদ্রাঙ্কিত করাইব ইহার মূল্য স্বাক্ষরকারি গ্রাহকের নিমিত্তে ৩২ টাকা তদ্ভিন্নান্ত গ্রাহক ৫০ টাকা স্থির করিয়াছি যিনি গ্রাহকত্বসূচক পত্র পাঠাইবেন র্তাহার নাম স্বাক্ষরকারি গ্রাহকের মধ্যে গণিয়া গ্রন্থ প্রস্তুত হইলে তাহার নিকট প্রেরণ করিয়া মূল্য লওয়া যাইবেক কিন্তু যদি কলিকাতাহইতে দশ ক্রোশের অধিক দূর হয় তবে গ্রন্থ প্রেরণ করণজন্য যাহা ব্যয় হইবেক তাহ দিতে হইবেক ইতি । ( ৩ মে ১৮২৮ । ২২ বৈশাখ ১২৩৫ ) নূতন পুস্তক —মহাকবি বররুচিকৃত পত্র কৌমুদী পত্রদ্বারা এই উভয় প্রকরণ শ্ৰীকৃষ্ণলাল দেব মোং শোভাবাজারে বিশ্বনাথ দেবের ছাপাখানায় ছাপা করিতে স্থির করিয়াছেন । ( ২১ জুন ১৮২৮ । ৯ আষাঢ় ১২৩৫ ) রাস্তার নক্সা –গত মাসের মধ্যে কলিকাতার পাথরীয় ছাপাখানাহইতে ভারতবর্ষের তাবৎ রাস্তার নক্সার একখান পুস্তক প্রকাশ হইয়াছে সেই পুস্তকে পৃথক২ এক শত একবিংশতি রাস্তার নক্স আছে এবং তাবৎ রাস্তার পরিমাণ এইমত নিশ্চিতরূপে লিখিত হইয়াছে যে তাহ হস্তে থাকিলে কোন ব্যক্তির অনর্থক ভ্রমণ করিতে হয় না।