সাহিত্য રૂઝ૭ { ২১ নবেম্বর ১৮২৯ ।। ৭ আগ্রহায়ণ ১২৩৬ ) নূতন পুস্তক –সংপ্ৰতি কলিকাতানগরে দক্ষিণ দেশজাত কাবেলি বেঙ্কাটরাম স্বামিনামক এক জনকতৃক ইঙ্গরেজী ভাষায় রচিত এক পুস্তক প্রকাশ হইয়াছে। তাহাতে দক্ষিণ দেশের কবিরদের তাবৎ বিবরণ লিখিত আছে । তাহাতে ১৭০ পৃষ্ঠা আছে এবং প্রত্যেক কেতাব দশ টাকা করিয়া বিক্রীত হইতেছে। সেই পুস্তক অদ্যাবধি আমারদের নিকটে আইসে নাই অতএব তাহার দোষাদোষ বিবেচনা করিতে পারি নাই । পুস্তকের লিখিত কথার মধ্যে সৰ্ব্বাপেক্ষ আশ্চৰ্য্য এই কথা প্রকাশ পাইয়াছে যে পূৰ্ব্বকালে স্ত্রী লোকেরা কেবল পাঠকরণে স্বশিক্ষিত হইত তাহ নয় কিন্তু তাহারা সংস্কৃত ভাষায় এমত পুস্তক লিখিয়া গিয়াছে ষে অদ্যাপিও বিজ্ঞ লোকেরদের মধ্যে তাহার প্রশংসা আছে। ঐ গ্রন্থকৰ্ত্ত বিশেষরূপে চারি ভগিনীর বিবরণ লিখিয়াছেন তাহারদের নাম অভয়া ও উপাগী ও মরিগা ও বাল্পী। উপাগ। রজকীর গৃহে প্রতিপালিত হয় তথাপি নীলীপাপাতাল নামে এক পুস্তক লিখিয়া গিয়াছে। মরিগা তাড়িবিক্ৰক্মিণীর স্থানে বাল্যকালে শিক্ষা পাইয়া নানাবিধ বিষয়ে স্বকৃত কাব্যপ্রকাশ করিয়া গিয়াছে। অভয়া জ্যোতিৰ্ব্বিদ্যা ও চিকিৎসাবিদ্যা ও ভূগোল বিদ্যার নানা গ্রন্থ প্রস্তুত করিল এই বিবরণের দ্বারা বোধ হয় যে স্ত্রীলোকেরদের সকলপ্রকার বিদ্যা শিক্ষানিবারণের যে রীতি তাহা আধুনিক । বঙ্গভূমিস্থ সকলেই স্বজ্ঞাত আছেন যে ইংগ্রওঁীয়েরা স্ত্রীলোকেরদিগের নিমিত্তে পাঠশালা স্থাপন করিয়াছেন কেহ২ এই হেতুতে তাহার আপত্তি করেন যে স্ত্রীলোকেরদিগকে শিক্ষাদেওন দেশের চলিত ব্যবহারের বিপরীত। কিন্তু পুস্তকে দৃষ্ট হইল যে পূৰ্ব্বকালে স্ত্রীলোকের সংস্কৃত ভাষা অভ্যাস করিতেন এবং তাহারা সেই ভাষায় অতিনিপুণ হইতেন অতএব আমারদের ভরসা এই যে স্ত্রীলোকেরদিগকে শিক্ষাদেওনের বিষয়ে যে ওজর হইয়াছে তাহা লুপ্ত হইবে এবং অল্প কালের মধ্যে এ দেশের লোকেরা যেমন আপন পুত্রেরদিগকে শিক্ষা দেওনে স্বচেষ্টত তেমন আপনার কন্যারদিগকে স্বশিক্ষা দেওনের বিষয়ে স্বযভু হইবেন । আমারদের স্থানে প্রাচীন সংস্কৃত কাব্যের সংগ্রহের পুস্তকে বার জন স্ত্রীলোকের লেখনের চুম্বক আছে ইহার নূ্যন হইবে না । পুনশ্চ এক আশ্চর্য্যের বিষয় এই যে গবর্ণমেণ্টের এক পুরাতন আইনে হুকুম আছে যে পিতৃহীন কন্যারদের সংসারাধ্যক্ষ তাহারদিগকে বিদ্যা শিক্ষা করাইবার নিমিত্তে উপযুক্ত গুরু রাখিবেন । ( ১৯ ডিসেম্বর ১৮২৯ । ৬ পৌষ ১২৩৬ ) ভূপালকদম্ব —সকলকে জ্ঞাত করা যাইতেছে যে যুগান্তরে পৃথিবীস্থ প্রায় যাবদীয় রাজার বংশাবলী ও চরিত্র পুরাণ ইতিহাস বর্ণনদ্বারা প্রকাশ আছে কিন্তু ইদানীন্তন কলিযুগজাত বিশেষতঃ দিল্লীর সিংহাসনস্থ নানা জাতীয় রাজা যাহার প্রায় সাগরান্ত রাজ্যে সাম্রাজ্য করিয়া নানাবিধ কীৰ্ত্তি করিয়াছেন সে সকল রাজার বংশাবলী বর্ণনপূৰ্ব্বক গৌড়ীয় ভাষায়
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।