সাহিত্য סמ* শ্ৰীযুত রামকৃষ্ণ মল্লিকের যন্ত্ৰালয়ে মোং চোরবাগান আদিপৰ্ব্ব । সভাপর্ব। বিদ্যাম্বন্দর । নিত্যকৰ্ম্ম। রসমঞ্জরী। পদাঙ্কদূত । মানসিংহোপাখ্যান । পঞ্জিকা । শ্ৰীযুত মথুরানাথ মিত্রের যন্ত্ৰালয় । সারসার। গঙ্গাভক্তি। বিষ্ণুর সহস্ৰ নাম। অভয়ামঙ্গল। চন্দ্রকান্ত । রতিমুঞ্জরী। ভাগবত। অাদিরস । ভগবদগীতা । চাণক্য । নিত্যকৰ্ম্ম । বিদ্যাম্বন্দর। পীতাম্বর সেনের যন্ত্রালয় । ব্যবস্থার্ণব । নলদময়ন্তী । বিদ্যান্থন্দর । অন্নদামঙ্গল । চাণক্য । মহিম । কৰ্ম্মবিপাক। নিত্যকৰ্ম্ম। বেতাল । চন্দ্রবংশ। পঞ্জিকা । মহিন্দিলাল যন্ত্ৰালয় । ইঙ্গরেজী ভাষায় । মরে সাহেবকৃত ইঙ্গরেজী স্পেলিং বুক । ইঙ্গরেজী ও বাঙ্গলাতে সেল্লগাইড । বকেবিলরী ও হিতোপদেশ সংগৃহীত। বাঙ্গলা ও ইঙ্গরেজী বকেবিলরি। মনোডি প্রভৃতি । গার ও ডাক্তার। বিক্রয় পুস্তকের বিবরণ বহী। নূতন বাজারের কেতাবের বিবরণ বহী। লার্ড লিবরপুলের ধৌবনকালের বিবরণ। ঐরলওঁীয়েরদের ইংগ্রগুদেশে আগমন । মিমায়ের অফ মিস ফেনউইক্ । কালিডসকোপ মাগজিন নং ১৫ পৰ্য্যন্ত । কাটিকিজম । চার্চ কাটিকিজম । ( ২০ মার্চ ১৮৩০ । ৮ চৈত্র ১২৩৬ ) এক্ষণে প্রকাশ হইয়াছে —বাঙ্গলা ভাষার কাব্য অর্থাৎ রামায়ণের আদ্যকাও কৃত্তিবাসপণ্ডিতকতৃক বাঙ্গলা ভাষায় তরজমা করা এবং উত্তম পণ্ডিতকতৃক সংশোধিত । মূল্য ৩ টাকা । সাময়িক পত্র ( ২৬ সেপ্টেম্বর ১৮১৮ । ১১ আশ্বিন ১২২৫ ) কলিকাতার নুতন খবরের কাগজ –এই সপ্তাহের মধ্যে মোং কলিকাতায় এক নূতন খবরের কাগজ উপস্থিত হইয়াছে সে প্রতিসপ্তাহে দুইবার ছাপা হইবেক এবং যাহার বরোবর ঐ কাগজ লইবেন তাহারা মাস২ ছয় টাকা করিয়া দিবেন এবং যাহারা বরোবর না লইবেন তাহারা যে মাসে লইবেন সে মাসের কারণ আট টাকা লাগিবেক । >\5
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।