さb* মংবাদ পত্রে মেকানের কথা ( ২২ ডিসেম্বর ১৮২১ । ৯ পৌষ ১২২৮ ) সম্বাদ কৌমুদী –এই মাসে সম্বাদ কৌমুদী নামে এক বাঙ্গালি সমাচার পত্র মোং কলিকাতাতে প্রকাশ হইয়াছে এবং তাহার তিন সংখ্যা পৰ্য্যন্ত ছাপা হইয়াছে. । ( ৩০ মার্চ ১৮২২ ৷ ১৮ চৈত্র ১২২৮ ) প্রেরিত পত্র –.-সম্বাদ কৌমুদীকারক মহাশয়েরা পূৰ্ব্ব এক হইয়া কাগজ প্রকাশ করিতেছিলেন। পরে ১৪ সংখ্যাতে তাহারা ভিন্ন হুইয়া সম্বাদ কৌমুদী ও সমাচার চন্দ্রিকা নামে দুই কাগজ প্রকাশ করিতেছেন । কিন্তু উভয়ে পরস্পর বিবাদজনক অসাধু ভাষাতে পরস্পর নিন্দ স্ব২ কাগজে ছাপাইতেছেন ইহাতে আমার খেদ হইতেছে যেহেতুক সম্বাদ আর সমাচার নামে খ্যাত কাগজ । নানাদেশীয় নানাবিধ নুতন২ স্বভ্রাব্য বিষয়রহিত হইয়া কেবল পরপ্পানিস্থচক হইলে নামের বিপরীত হয়। অতএব আমার এই প্রার্থন যে পরস্পর নিন্দ প্রকাশ রহিত করিয়া নানাদেশীয় নানাবিধ সুসম্বাদ সঞ্চয় করিয়া প্রকাশ করেন ইহা হইলে পাঠকেরা আমন্দিত হইয়া পাঠ করিবেন এবং উভয়ের মনোমালিন্য দূর হইবেক এবং যদৰ্থে করিতেছেন তাহারও সিদ্ধি হইবেক । এই যে প্রেরিত পত্র আসিয়াছিল তাহ দর্পণে প্রকাশ করিলাম এবং পত্র প্রেরক যেমত লিখিয়াছেন এ অতিমুন্দর লিখিয়াছেন যেহেতুক বিশিষ্ট দ্বয়ের মধ্যে ভেদ জন্মিলে বিশিষ্ট লোকের খেদ হয় এবং বিশিষ্টের মধ্যে ভেদ না থাকে বিশিষ্টের এই প্রার্থনা অতএব উভয়েই বিবেচনা করিবেন। ( ৩০ জানুয়ারি ১৮৩০ । ১৮ মাঘ ১২৩৬ ) সম্বাদ কৌমুদী এখন সপ্তাহে দুইবার প্রকাশ হইতেছে। ( ২৩ মার্চ ১৮২২ । ১১ চৈত্র ১২২৮ ) ইস্তাহার –কলিকাতার কলুটোলা গ্রাম নিবাসী শ্ৰীযুত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সকল বিজ্ঞ সদ্বিবেচক মহাশয়েরদিগকে বিজ্ঞাপন করিতেছেন যে তিনি সম্বাদ কৌমুদী নামক সমাচার পত্র ১ প্রথমাবধি ১৩ সংখ্যা পর্যন্ত প্রকাশ করিয়াছেন সম্প্রতি সমাচার চন্দ্রিকণনামক এক পত্র প্রকাশ করিতেছেন তাহাতে নানাদিগেদশীয় বিবিধ সমাচার অনায়াসে জানা যায় । প্রথম পত্র ২৩ ফালগুণ মঙ্গলবার প্রকাশ করিয়াছেন ২ দ্বিতীয় পত্র সোমবার প্রকাশিত হইয়াছে এবং পরেও প্রতিসোমবারে প্রকাশিত হইবে। এই পত্রগ্রাহক মহাশয়েরদিগের প্রতিমাসে ১ টাকা মূল্য দিতে হইবে।.
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।