পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য S OS মিত্র পাশী ও উচু ভাষাতে এক সম্বাদের পত্র স্বষ্টি করিয়াছেন সে পত্রের নাম সমস্থল আখবার ঐ পত্র প্রতিসপ্তাহে প্রকাশ হইবেক। তাহার ১ প্রথম সংখ্যা ১৮ জ্যৈষ্ঠ শুক্রবার প্রকাশ হইয়াছে••• । ( ২৯ নবেম্বর ১৮২৩ । ১৫ অগ্রহায়ণ ১২৩০ ) স্বসম্বাদ – একনবতিসংখ্যক চন্দ্রিকালোকে আলোকিত হইল ষে সম্বাদ তিমিরনাশক নামে এক অভিনব সম্বাদপত্র প্রকাশ হইয়াছে । ( ৮ মার্চ ১৮২৮ । ২৬ ফাস্তুন ১২৩৪ ) তিমিরনাশকযন্ত্রদাহ —আমরা মহাখেদাম্বিত হইয়া প্রকাশ করিতেছি যে গত শুক্রবার তিমিরনাশক পত্র প্রকাশ হয় নাই কিন্তু প্রকাশ না হওনের কারণ একখানি ক্ষুদ্রপত্র তৎপ্রকাশক অন্য মুদ্রণযন্ত্রের দ্বারা মুদ্রাঙ্কিত করাইয়া প্রকাশ করিয়াছেন তাহাই পাঠে জ্ঞাত হইলাম যে তিমিরনাশক যন্ত্রালয়ে অগ্নি লাগিয়া সেই আলয় এবং যন্ত্রাদি তাবৎ দগ্ধ হইয়াছে। ( ১৩ ডিসেম্বর ১৮২৩ । ২৯ অগ্রহায়ণ ১২৩০ ) ওরিএন্টেল মেরকিউরি ॥—ওরিএণ্টেল মেরকিউরি নামে এক ইংরেজী সমাচার পত্র প্রকাশ হইতেছে সে কাগজ ১৮ সংখ্যাপৰ্য্যস্ত প্রকাশ হইয়াছে... । মেরকিউরি প্রতিদিন সন্ধ্যাকালে প্রকাশ হয়--- ( ৬ মার্চ ১৮২৪ ৷ ২৪ ফাল্গুন ১২৩০ ) জরনেল আফিসের বৃত্তান্ত —আমরা আহলাদপূর্বক সমাচার দিতেছি যে এক নূতন ইডিটর কলিকাতা জরনেল অফিসে দি স্কাট সোমেন ইন দি [ ঈষ্ট ] নামক এক নূতন কাগজ প্রকাশ করিতেছেন এ জন্তে লাইসেন্সও পাইয়াছেন । ১ মার্চ তারিখে এই কাগজ প্রকাশ হইয়াছে ইহাতে জনপদের অনেক উপকার হইবেক... । ( ১১ মার্চ ১৮২৬ । ২৯ ফাল্গুন ১২৩২ ) নাগরীর নূতন সম্বাদ পত্র ॥—ইদানীং পশ্চিমাত্য লোকেরদের মধ্যে গুণ প্রচার ও জ্ঞানের সঞ্চার হইবার কারণ যাহা অদ্যপর্য্যস্ত উক্ত দেশস্থ ব্যক্তিরদের মধ্যে এ বিষয়ে চর্চামাত্র ছিল না সংপ্ৰতি অস্তর্বেদ দেশান্তর্গত কাহ্নপুর গ্রামনিবাসি স্বদেশজনমুখাভিলাষি কান্তকুঞ্জ জাতীয় শ্ৰীযুত যুগলকিশোর মুকুল হিন্দুস্থানি ব্যক্তিরদিগের বিদ্যারূপ মণি এতাবতা যাহ জাড্যতারূপ তিমিরপ্রযুক্ত বর্ণের প্রকাশ পায় নাই এতদৰ্থে উদন্ত মাৰ্ত্তণ্ডের উদয়ে গুণ ও জ্ঞানের উদয় করণ অভিপ্রায়ে শ্ৰীশ্ৰীযুত গবরনর জেনরল কৌন্সেলের সভায় তদ্বিষয়ে বিবরিয়া