পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S?8 মংবাদ পত্রে মেকালের কথা তৎ প্রকাশকদিগের অভিপ্রায় ব্যক্ত হইয়াছিল কিন্তু ধৰ্ম্মের প্রভাবে বালকের বালকত্ব প্রকাশ হইতে পারিল না কেননা বালকেরা প্রায় সৰ্ব্বদাই কুকৰ্ম্মে প্রবৃত্ত হয় পিত পিতামহাদি প্রতিপালক বা শিক্ষকের বিজ্ঞাপ্তি হইলে অবশুই তৎ কৰ্ম্মে নিবারিত ও তাড়িত হয় প্রার্থননপত্রের বিষয়ে তাহাই হইয়াছে অর্থাৎ আমরা শুনিলাম ধৰ্ম্মসভাজনিত ভয়ে ভীত হইয়া বালকের ঐ কাগজ করিতে নিরস্ত হইয়াছে ইহাতে প্রার্থননের যেমন উত্থান অমনি পতন হইল। সং চং [ সমাচার চন্দ্রিক ] বিবিধ ( ২৫ আগষ্ট ১৮২৭ । ১০ ভাদ্র ১২৩৪ ) বাঙ্গালায় ছাপাখানার স্বাধীনতাবিষয়ে।—বিলাতে ইণ্ডিয়া হোসে ঐযুত কর্ণেল ইষ্টানহোপ, সাহেব বাঙ্গালায় ফ্রি প্রেস অর্থাৎ ছাপাখানার স্বাধীনতা স্থাপন করণার্থে প্রস্তাব করিয়াছিলেন তাহাতে অনেকের মত হইল না এতন্মাত্র প্রকাশ হইয়াছে। সং চং ( ১৩ ফেব্রুয়ারি ১৮৩০ । ৩ ফাল্গুন ১২৩৬ ) টিপুষ্কলতানের পুস্তকসংগ্রহ -এতদেশীয় ভাষায় যে অত্যুৎকৃষ্ট পুস্তকসমূহ হয়দরালিকতৃক সংগ্রহ আরম্ভ হইয়া টিপুমুলতানকর্তৃক যাহা সমাপ্ত হইয়াছিল সংপ্ৰতি লণ্ডন নগরে কোম্পানি বাহাদুরের পুস্তকালয়ে তাহা অর্পিত হইয়াছে। সেই পুস্তক প্রায় সকলি আরবী ভাষায় রচিত তন্মধ্যে অতি স্থশোভিত জিলদ করা এবং প্রত্যেক পত্র স্বর্ণ বিভূষিত কোরানের কএক নক্সা আছে। টিপুস্থলতান যে কোরাণ পাঠ করিতেন তাহা অতি ক্ষুদ্র এবং সুশোভ ইন কিন্তু তাহার অক্ষর অতি পাকা। ঐ পুস্তকসমূহের মধ্যে হিন্দুরদের প্রাচীন ভাষায় লিখিত অনেক বহু মূল্য গ্রন্থ আছে।