সমগঞ্জ పెపెs বাবু গোলানগরের নবাব হইলেন কেহ কহেন যে বাবুর এবার বড় কৰ্ম্ম হইল স্বন্দরবন তাবৎ ইজারা করিলেন কোন দিবস বাবু মজলিসে পদার্পণ করিবামাত্রেই চাকরকে হুকুম করেন ষে আমার জাম জোড়া পাগ ইত্যাদি পোশাক তৈয়ার রাখ কল্য দরবার যাইব । ইহা শুনিতেই কৰ্ম্মের নিমিত্ত ব্যগ্র ব্যক্তিরা মনে করে যে যাহা অনুভব করিয়াছি তাহ বুঝি সত্য হইয়াছে ইহা বলিয়া কেহ কালীঘাটে পূজা মানে কেহ সভ্য পীরের শীরণি দিতে চাহে কেহবা আপন২ ইষ্টদেবতার স্থানে বাবুর মঙ্গল প্রার্থনা করে। সকলেই কর্ণেই ফুসফুস করে ও পরস্পর জিজ্ঞাসা করে যে বাবু কল্য কোথা যাইবেন কেহ কহে যে চুপ কর সে দিবস আমি যাহা কহিয়াছি সেই বট্রে বাবু মুন্দরবনের দেওয়ান হইবেন দেখ মা জগদীশ্বরীর ইচ্ছা কিন্তু কেহ সহসা জিজ্ঞাসা করিতে পারে না । তাহার মধ্যে এক জন আস্পৰ্দ্ধাধারী সোপর্দ লোক অধিক প্রস্তুত ছিল সে জিজ্ঞাসা করিল যে বাবুজী কল্য কোথা যাইবেন। বাবু ঈষদ হাসিয়াগ্ৰইলেন। যে ঈশ্বর গুডু- পশ্চাৎ কহিব দেবতার নিকট প্রার্থন করহ। বাবু পর দিনে দরবার যাইবেলু-ম ডুলিস আরাত্রে বরখাস্ত হইল। বিদায় কালে বাবু কহিলেন ফেষ্টিামক্সল্য প্রাতে আসিও না । পরদিনে ు কে র সীমা নাই বাবু কুঠী যাইবেন । বাৰু প্রাতে স্নান করিকেন্ধিৎ জলযোগ্ন স্বরিয়া উত্তম জাম জোড় বহুকালে পরিধান করিয়া বেশ বিন্যাস পূৰ্ব্বক অভুক্ত উত্তম গাড়ীতে আরোহণ করিলেন সঙ্গে চারি জন ব্ৰজবাসী লাল পাগড়ীওয়ালা বঁকা হামরা চলিল গাড়ী ঘর২ শব্দে দুৰ্ব্বিধ বাজারে পন্থছিল সেখানে হাজী হাদী সাহেবের খেজুরেৱ-দৈাকানে উত্তীর্ণ হইলেন হাদি সাহেব বড় লোক বাবুর সহিত বড় প্রণয় বাবুকে বসিতে চৌকি দিলেন পরে উভয়ে অন্য ভাষায় আলাপ হইল বাবুর বাক্যশক্তি তাদৃক নাই তথাচ বড় লোক গাটমিট করিয়া কহিলেন। হাদী সাহেব বাবুর প্রতি কহিলেন যে অদ্য বড় গরমী তুমি বড় মোট হইয়াছ তোমার কত টাকা আছে টাকার কি দর এক্ষণে ক্ষুদ বাজারে টাকার অল্পতা কেন হইল বাণিয়ারা ইহার কি বলে । বাবু জিজ্ঞাসা করিলেন যে সাহেব এ দেশে আর এক জন কাজী আসিতেন শুনি সত্য কি না লড়াইয়ের কি খবর এত জাহাজ আসিতেছে কেন ইত্যাদি আলাপ হইয়া বাৰু ব্ৰজবাসীরদিগকে ডাকিয়া হুকুম দিলেন যে এক জন দেখ মোল্ল ফিরোজ ঘরে আছেন কি না আনতনি বন্দ্রিগু সাহেব ঘরে হাজির খান কি না দ্বিতীয় জনকে কহিলেন যে দেখ এয়াগু সাহেব নিশ্চিন্ত বসিয়া আছেন কি না জানিয়া আইস তবে আমি যাইব ইহা কহিয়া গাড়ীতে সওয়ার হইলেন ও নিলাম ঘর হইয়া বাজার দিয়া বাৰু বাট আইলেন বাটীর লোক সকলে স্তন্ধ বড় গরমি বাবু অভুক্ত কুঠী গিয়াছিলেন আহার হইলে হয় স্থতরাং সকলেই অতিব্যস্ত পরিশ্রম হইয়াছে শিরঃপীড়াও হইল আহার সুন্দরব্রুপে করিতে পারিলেন না যৎকিঞ্চিৎ থাইয়া শয়ন করিলেন । এখানে উম্যেদওয়ার মহাশয়ের স্বৰ্য্য দেখিতেছেন কতক ক্ষণে সন্ধ্যা হইবেক বাৰুর নিকটে গিয়া মঙ্গল খবর শুনিব সন্ধ্যাপরে বাবু উত্তম মছলন্দে আসিয়া বসিলেন ও প্রথমত
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।