পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ S SNe কান্ধে হাত দিয়া বাট আইলেন ঘোড় দৌড়িয়া যাইতেছিল কোন সাহেব দেখিয়া আপন সহীসকে হুকুম দিয়া ঘোড়া ধরিয়া আড়গড়ায় পাঠাইয়া দিল । সাহেব লোকের ব্যবহার এই যে যাহার সঙ্গে যে কথা কহেন তাহ অন্যথা হয় না অর্থাৎ মিথ্যা কহেন না । বাবুর নিকটে অনেক লোক গমনাগমন করে তাহাতে ব্যবহার প্রায় প্রকাশ আছে যদি কোন ভিক্ষুক বাবুর নিকটে যায় ও আপন পিতৃ মাতৃ বিয়োগাদি দুঃখ জানায় তাহাতে কহেন আমি কিছু দিব না যাও আর দিক করিও না ইহা শুনিয়া বাবুর কাছে মান্ত কোন২ লোক স্বপারিশ করে তাহাতে উত্তর করেন তোমরা কি আমাকে বাঙ্গালির মত করিতে কহ একবার বলিয়াছি দিব না পুনরায় দিলে আমার কথা মিথ্যা হইবেক আমার প্রাণ থাকিতেও ইহা হইবেক না মানুষের একই কথা । - সাহেব লোক যদি কাহারে সঙ্গে বিবাদ করেন 亨 প্রায় যুদ্ধ করিয়া থাকেন ঘুসা কিম্বা পিস্তল ইত্যাদি মারিয়া থাকেন । বাবুর অনুগত খুড়া কিম্ব অন্য প্রাচীন কুটুম্ব আর দাস দাসীর প্রতি যদি রাগ হয় তবে সেই প্রকার ইংরাজী ঘুশ মারেন এবং কহেন যে হামার পিট্রল লেআও এই প্রকার ভয়ানক শব্দ করেন তাহাতে ঐ দীন দুঃখির পলায়ন করে। বাবু সেই সময়ে আপন মনেথ পুরুষাৰ্থ বিবেচনা করেন । সাহেব লোক রবিবার ২ গ্রিজীয় গিয়া থাকেন অন্ত বারে বিষয় কৰ্ম্ম করেন । বাবু এই বিবেচনা করিয়া সন্ধ্য আহ্নিক পূজা দান তাবৎ পরিত্যাগ করিয়া রবিবারে বাগানে গিয়া কখন নেড়ীর গান কখন শকের যাত্রা খেউড় গীত শুনিয়া থাকেন । সাহেব লোক সৌজন্য প্রকাশ করেন যদি কোন লোক আপদগ্রস্ত হয় তবে তাহার বাটাতে গিয়া নানা প্রকারে তাহার আপদুদ্ধারের চেষ্টা করেন । বাবুর নিকটে যদি কোন লোক আসিয়া কহে যে অমুক লোক এই প্রকার দায়গ্রস্ত । বাবু তৎক্ষণাৎ গাড়ী আরোহণ করিয়া তাহার বাটীতে গিয়া কহেন যে এ তোমার কোন দায় আমি সকল উদ্ধার করিব কিন্তু এইক্ষণে কিছুদিন অস্পষ্ট থাকই আর বৈঠকখানায় কেন বসিয়াছ বাটীর ভিতর চল সেইখানেই পরামর্শ করিব । বাটার ভিতর গিয়া মিথ্যা আশ্বাস বাক্যে আকাশের চন্দ্র হাতে দিয়া স্ত্রী লোক কোন দিকে থাকে তাহার অনুসন্ধান করেন ঐ চেষ্টাতে প্রত্যহ যাতায়াত করেন । ぬ সাহেব লোকে আদালতহইতে শালিশী হুকুম দিয়া থাকেন । বাবু শালিশ হইলেন প্রায় আদালত সকলি বুঝেন এবং ইংলিশ বুক দেখিয়া থাকেন শালিশ হইয়া চারি মাসেও একবার বৈঠক করেন না যদি অনেক উপাসনাতে দুই তিন বৎসরে বৈঠক হয় তবে যে পক্ষে বাবুর দয়া সেই পক্ষেই জয় হয় পরে রফানামা দেন। S&