পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ SR:ని বাট প্রস্তুত হইয়াছে কিন্তু বাহিরে ভারার বাস দেওয়ালের গায়ে আমনি লাগান আছে । ইহাতে বাটীর অসৌন্দৰ্য্য ও দর্শনে মন্দ ও দর্শকেরদের অসন্তোষ ও গৃহকৰ্ত্তার ক্ষতি হয়। অতএব ইহার কারণ কিছু বুঝিতে না পারাতে প্রশ্ন করিতেছি যদি কেহ ইহার কারণ লিথিয়া পাঠান তবে বাধিত হইব ইতি । ( ২৪ আগষ্ট ১৮২২ । ৯ ভাদ্র ১২২৯ ) আশ্চৰ্য্য বিবাহ ॥—জেলা নদীয়ার মোতালক সংকোমথনপুর গ্রামে শ্রীরামরাম চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ থাকেন তাহারা দুই সহোদর জ্যেষ্ঠের বয়ঃক্রম ৪৫ কনিষ্ঠের ৪০ বৎসর এতাবৎ কাল কেবল কাৰ্ত্তিক ব্রতে যাপন করেন কিন্তু বিব্রতপ্রযুক্ত ঐ ব্রত উদ্যাপন করিতে পারেন না তাহাতে সৰ্ব্বদা মনোদুঃখী ও সৰ্ব্বত্র যাতায়াত করেন কোন ক্রমে কোথাও বিবাহ সঙ্গতি হয় না তাহারা নিজে বংশজ তাহারদের সংসারে ১২১৪ বর্ষীয় দুইটী ভাগিনেয়মাত্র আছে। এবং আনিবৃতি ব্যতিরিক্ত অন্ত কন্যা না থাকাতে পরিবর্তও সম্ভবে না। পরে জ্যেষ্ঠ ভ্রাতা কোন মহাপ্রতারকের মন্ত্রণ প্রাপ্ত হইয়া মোকাম শু্যামনগরের এক ব্রাহ্মণের সহিত পরিবর্ত সম্বন্ধ স্থির করিয়া সেখানে প্রকৃত কন্যা দেখিয়া তুষ্ট হইলেন কিন্তু যখন শু্যামনগরের বরকত্ত্ব। এখানকার কন্যা দেখিতে আইলেন তখন রামরাম চক্রবর্তী প্রতিবাসীর এক বিবাহিত কন্যা দেখাইলেন । অনস্তর লগ্ন স্থির হইল এবং ঐ লগ্নানুসারে উভয় পক্ষ পরস্পর কন্যাকৰ্ত্তার বাটীতে বিবাহার্থে উপস্থিত হইয়া রামরাম চক্ৰবৰ্ত্তী যথার্থরূপে বিবাহ করিলেন। কিন্তু চক্ৰবৰ্ত্তীর বাটীতে তাহার এক ভাগিনেয়কে কল্পিত কন্যাবেশ করিয়া রাখিয়াছিল শু্যামনগরের বর আসিয়া কন্যাকৰ্ত্তার বাটীর ছালনাতলায় উপস্থিত হইলে ঐ কন্যাকে সভাতে আনিল । বরযাত্রেরা ঐ পুরুষকস্তা দেখিয়া পরম্পর কানাকানি করিতে লাগিল যে ভাই বিবাহ করিবে তো এমনি বিবাহ করিবেক দিব্য কন্যা উপযুক্তাবটে যা হউক অমুকের ভাগ্য ভাল। বরও কোনক্রমে ঐ কন্যা দর্শন করিয়া কত মনোরাজ্য ভোগ করিতে লাগিলেন কিন্তু সংপ্রদানের পরে বাসর ঘরে সহবাসে সে সকল বিপরীত হইল। আর কি করিবেক অতি প্রত্যুষে তাবৎ বরযাত্র শুামনগরে গিয়া ঐ চক্রবর্তিকে নানাপ্রকার প্রহার করিয়া কেবুল্ল প্রাণাবশেষ করিল এবং যে কন্যা তাহাকে বিবাহ দিয়াছিল তাহাকে পাঠাইয়া দিল না । { ২২ জানুয়ারি ১৮২৫ । ১১ মাঘ ১২৩১ ) , বালকের ইংরাজী পোশাক —শ্ৰীযুত চন্দ্রিকাকর মহাশয় । আমি প্রতি দিন প্রাতঃস্নানে গিয়া থাকি গঙ্গাতীরের নূতন রাস্থায় প্রত্যহ দেখিতে পাই যে কতকগুলিন বালক রাস্থায় বেড়ায় কেহ২ ছোট২ ঘোটকারোহণ কএক জন শকটtরোহণ কএক জন অপূৰ্ব্ব উষ্ণৗষধারি পদাতিক সঙ্গে থাকে। ইহা দেখিয়া আমি মনে করিলাম যে এই বালকগুলিন কোনই বড় মানুষ ইংরাজের হইবেক ইহাই নিশ্চিত করিয়াছিলাম । ➢ ፃ