পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ S3へ○ ( ২১ আগষ্ট ১৮২৪ । ৭ ভাদ্র ১২৩১ ) মরণ —২৩ শ্রাবণ [ ৬ আগষ্ট ] শুক্রবার শহর কলিকাতার সিমুল্যানিবাসি হরুঠাকুর পরলোকগামী হইয়াছেন এহার মৃত্যুতে এতদেশীয় অনেকে খেদিত হইয়াছেন যেহেতুক ইনি আতিকুরসিক মানুষ ছিলেন এবং বাঙ্গালা কবিতাতে ও গানেতে অতিথ্যাত ও গায়কের অগ্রগণ্য ছিলেন । ( ৫ ফেব্রুয়ারি ১৮২৫ । ২৫ মাঘ ১২৩১ ) সকের কবিতার বৃত্তান্ত –পটলডাঙ্গানিবাসি শ্ৰীযুত বাবু রূপনারায়ণ ঘোষাল মহাশয়ের বাটতে শ্ৰীশ্ৰীবাগেদবী পূজোপলক্ষে কলিকাতা মহানগরীয় অনেক বদ্ধিষ্ণু সস্তানের ঐ স্থানে অধিষ্ঠান পূর্বক সকের কবিতা পরস্পর গহনা করিয়াছেন তাহাতে আড়পুলি ও বাগবাজারের উভয় দলের সজ্জা এবং নৃত্য সন্দর্শনে বদ্ধিষ্ণু মহাশয়ের যথেষ্ট তুষ্ট হইয়া নিশাবসানে স্ব২ ভবনে গমনকালীন আড়পুলির দলাধ্যক্ষকে সন্তোষপূর্বক ধন্যবাদ প্রদান করিলেন । ( ১৯ নবেম্বর ১৮২৫ । ৫ অগ্রহায়ণ ১২৩২ ) মৃত্যু ॥—শুনা গেল যে গত ২৬ কাৰ্ত্তিক বৃহস্পতিবার শিমুল্যানিবাসি নীলুঠাকুর অর্থাৎ নীলু রামপ্রসাদ দুইভাই কবিওয়ালা খ্যাত লোক তাহার মধ্যে নীলুঠাকুরের ঐ দিবস ওলাউঠা রোগে মৃত্যু হইয়াছে এই ব্যক্তির মৃত্যু সংবাদে অনেকের মহাদুঃখ বোধ হইয়াছে যেহেতুক নীলু রামপ্রসাদ কবিওয়ালার মধ্যে অগ্রগণ্য ছিলেন ইহার কবিতা গানদ্বারা এপ্রদেশস্থ লোকেরদিগকে অতিশয় সুখী করিতেন ইহঁপরদিগের দুই ভ্রাতার মধ্যে রামপ্রসাদ সংপ্রতি গান করা ত্যাগ করিয়াছিলেন তথাচ নীলুঠাকুর সেই দল বল করিয়া ঐ গান করিতেন এক্ষণে ইহার কাল হওয়াতে সে সুখের ব্যাঘাত হইল সুতরাং অনেকের দুঃখ বোধ হইতে পারে।—তিং নাং [ তিমিরনাশক ] ( ২৬ নবেম্বর ১৮২৫ । ১২ আগ্রহায়ণ ১২৩২ ) গত সপ্তাহে আমরা নীলু ঠাকুর কবিতাওয়ালার মৃত্যু সম্বাদ প্রকাশ করিয়াছি সংপ্রতি শুনা গেল যে লক্ষ্মীকান্ত কবিতাওয়ালার পুত্র নীলমণি কবিতাওয়ালাও ৩০ কাৰ্ত্তিক সোমবার জরবিকার রোগে পঞ্চত পাইয়াছে । ( ১১ মার্চ ১৮২৬ । ২৯ ফাল্গুন ১২৩২ } •••ঐ [ কৈকালা ] গ্রামনিবাসি শ্ৰীযুত কৃষ্ণকান্ত দত্তনামক এক ব্যক্তির বাটতে সরস্বতী পূজোপলক্ষে কলিকাতাহইতে গোলোকমণি ও দয়ামণি এবং রত্নমণিপ্রভৃতি তিন দল নেডিকবি গান করিতে আসিয়াছিল• • •।