চনংবাদ পত্রে মেকালের কথা سواری Sج ه এই কমিটির সাহেবের পুনৰ্ব্বার ১৫ জুন তারিখে কমিটি করিবেন এবং সেই সময়ে অবশিষ্ট সকল বিষয়ের বন্দোবস্ত হইবে । ( ২৭ জুন ১৮২৯ । ১৫ আষাঢ় ১২৩৬ ) নূতন ব্যাঙ্ক —গত সোমবারে কলিকাতাস্থ এক্সচেঞ্জঘরে নূতন ব্যাঙ্কের সহীকারি আংশিরা একত্র হইয়াছিলেন এবং ঐ অংশিরা ব্যাঙ্কের অধ্যক্ষ ও সেক্রেটারী ও খাজাঞ্চীকে মনোনীত করিয়াছেন কিন্তু কে২ মনোনীত হইয়াছেন তাহারদের নাম কোন ইঙ্গরেজী সমাচারপত্রে লেখা নাই । wo { ২২ আগষ্ট ১৮২৯ ।। ৭ ভাত্র ১২৩৬ ) ইউনিয়ন ব্যাঙ্ক —আগামি ১৭ আগষ্টঅবধি এই নূতন ব্যাঙ্কের কৰ্ম্মারম্ভ ཐ་ཐོར་བུ་ এবং তাহার যে নিয়মপত্র প্রস্তুত হইয়াছে তাহ বাঙ্গলা ভাষায় তর্জমা করিয়! একখানি কেতাব হইবেক যেহেতুক এতদেশীয় অনেক লোক ঐ ব্যাঙ্কের অংশী হইয়াছেন তাহারদিগের তাহাতে ব্যাঙ্কের রীতি ও ধারা অনায়াসে বোধ হইবেক । এই ব্যাঙ্কের রীতি ও ধারাতে বোধ হইতেছে যে ইহার অংশিভিন্নও অন্ত ব্যক্তিরদিগের উপকার হইবেক যেহেতুক ধনব্যতিরেকে বাণিজ্যাদি কৰ্ম্ম সম্পন্ন হইতে পারে না এ ব্যাঙ্ক কেবল টাকারি কুঠাঁ ইহাতে টাকা দেওয়ানেওয়া বিষয়ে যে২ নিয়ম হইয়াছে স্বতরাং তাহাতে কারবারি লোকের পক্ষে পরম মঙ্গল বুঝা যাইতেছে যেহেতুক ব্যাঙ্কের ধারানুসারে বাণিজ্যের সাহসৰ্বদ্ধি হইবেক কেননা ঐ বহুমূল্য ব্যাঙ্কের ব্যাঙ্কনোট বাজারে বিস্তার ও চলিত হইলে টাকার স্বচ্ছলতা হইবেক ঐ ব্যাঙ্কের নিয়ম সকল সৰ্ব্ব সাধারণের জ্ঞাত হুইবার আবশ্বক জন্য তাহার তর্জমা হইতেছে পশ্চাৎ বঙ্গদূতের সহিত পাঠকবর্গের পাঠার্থে সৰ্ব্বত্র ব্যাপ্ত করা যাইবেক — বঙ্গদূত । ( ২৬ সেপ্টেম্বর ১৮২৯ ।। ১১ আশ্বিন ১২৩৬ ) - ইউনিয়ন ব্যাঙ্ক —শ্ৰীযুত রাজা নৃসিংহচন্দ্র রায় ইউনিয়ন ব্যাঙ্কের ত্রষ্টির কৰ্ম্মে ইস্তফা দেওয়াতে ঐ ব্যাঙ্কে উtহার পরিবর্তে এক নূতন ত্রষ্টি মনোনীতকরণার্থে আগামি ১ অক্তোবর তারিখে এক বৈঠক হইবেক --- ( ১৯ মে ১৮২৭ ৭ জ্যৈষ্ঠ ১২৩৪ ) মিঃ ডেবিডসন কোম্পানি সাহেবানের গত কুঠার উপর পাওনাওয়ালারদিগের প্রতি সংবাদ ।
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।