ভূমিকা ১৯ পড়িল । সম্পাদকের এই কৰ্ম্মবাহুল্যের ফলে শীঘ্রই ‘সমাচার দর্পণের প্রচার রহিত করিতে হইল। ২৫ ডিসেম্বর ১৮৪১ তারিখে ইহার শেষ সংখ্যা প্রকাশিত হয়। দ্বিতীয় পৰ্য্যায়, ১৮৪২ শ্রীরামপুর মিশন ছাড়িয়া দিলেন বটে, কিন্তু বাঙালীদের চেষ্টায় ‘সমাচার দর্পণ শীঘ্রই পুনৰ্জ্জীবিত হইল। দ্বিতীয় পৰ্য্যায়ের ‘সমাচার দর্পণ ইংরেজী ও বাংলা, উভয় ভাষায় ১৮৪২ সনের জানুয়ারি মাসে প্রকাশিত হয় বলিয়া মনে হইতেছে, কারণ ২৪ ফেব্রুয়ারি ১৮৪২ তারিখের ‘ফ্রেণ্ড অব ইণ্ডিয়া পত্রে দেখিতেছি :– NATIVE NEWSPAPERs :—We are happy to perceive that the Sumachar Durpun, which the Editor was constrained to discontinue at the close of last year for want of sufficient leisure to do it justice, has been taken up and continued in Calcutta. Two numbers have already appeared. The first efforts of the Editors necessarily demand indulgence ; and they will, we hope, receive it. They exhibit a strong desire to satisfy public expectations, but leave much room for improvement. We trust the spirited proprietors will not be discouraged by the disappointments inseparable from a novel undertaking,...Theirs is the only journal which now appears in both English and l3engalee ; . .” দ্বিতীয় পৰ্য্যায়ের ‘সমাচার দর্পণ সম্পাদন করিতেন কলিকাতার অপর এক জন বাঙালী সম্পাদক । ‘ফ্রেণ্ড অব ইণ্ডিয়া’য় আছে,— Tili; SUMACHAR DURPUN.— . . . . It was discontinued in 1841, or rather transferred to a native editor in Calcutta, in whose hands it soon dropped or died. (May 15, 1851, p. 309.) কলিকাতার এই দেশীয় সম্পাদক ভগবতীচরণ চট্টোপাধ্যায়। ইনি ১২৪৭ সালে ‘জ্ঞানদীপিকা’ নামে একখানি সাপ্তাহিক পত্র প্রকাশ করিয়াছিলেন। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কিছু দিন পরে ভগবতীচরণ “সমাচার চন্দ্রিকা’র “হেড° ক্রয় করেন। এই সময় ঈশ্বরচন্দ্র গুপ্ত লিখিয়াছিলেন — . বাবু ভগবতীচরণ চট্টোপাধ্যায়, যিনি একবার মৃত দর্পণের প্রাণ দান করত মাস ম্যান সাহেব হইয়াছিলেন, তিনিই আরবার চকোর হইয়। চন্দ্রিকায় চঞ্চুপ্রহার পূর্বক সুধাপান করিবেন। ( 'সংবাদ প্রভাকর, ১৭ এপ্রিল ১৮৫২ ) দ্বিতীয় পৰ্য্যায়ের ‘সমাচার দপণ’ অল্পদিনই চলিয়াছিল। তৃতীয় পৰ্য্যায়, ১৮৫১-৫২ শ্রীরামপুর মিশন পুনরায় ‘সমাচার দর্পণ প্রকাশ করিবার সঙ্কল্প করিলেন। ১৮৫১ সনের ৩ মে শনিবার ( ২১ বৈশাখ ১২৫৮) নবপর্য্যায়ের ‘সমাচার দর্পণ *১ বালম,
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।