সমাজ S^ల তিনি এই নিয়ম করিলেন যে আপনকর্তৃক স্থাপিত সমাজ যত লবণ বিক্রয় করিবেক সেই লবণের উপরে শতকরা ৩৫ পয়ত্রিশ টাকার হারে মাস্থল সরকারে দেওয়া যাইবে । তিনি আরো বিংশতি বৎসরের অধিক যে আন্দাজ মূল্যে লবণ বিক্রয় হইয়াছিল তাহাহইতে শতকরা পনের টাকা করিয়া কমে বিক্রয় করিতে লাগিলেন । * ১৭৬৬ সালে এই নিয়মের কিঞ্চিং বৈলক্ষণ্য হইল এবং ঐ লবণের সমাজস্থেরা এই নিয়ম করিলেন যে র্তাহারা লবণ কেবল কলিকাতানগরে মোনপ্রতি দুই টাকার হিসাবে বিক্রয় করিবেন এবং দেশের মধ্যে এই বস্তুর খুজরা বিক্রয় এতদ্দেশস্থ লোকেরদিগের দ্বারা হইবেক এবং কোম্পানিকে তাহারা যে মাস্থল দিতেন তাহার বৃদ্ধি করিয়া শতকরা পঞ্চাশ টাকা করিয়া মাম্বল ধাৰ্য্য করিলেন । কিন্তু কোর্ট অফ ডাইরেক্তস এই প্রদত্ত লাভেতে আকৃষ্ট না হইয়া ঐ বাণিজ্যের সমস্ত কল্পনাতে অসম্মত হইলেন এবং নিশ্চয় এই হুকুম পাঠাইলেন যে ১৭৬৮ সালের সেপ্তম্বর মাসে র্তাহারদের কৰ্ম্মকারকেরা লবণপ্রভৃতি সমস্ত বস্তুর ব্যবসায় ত্যাগ করিবে ১৭৬৫ সালে কলিকাতানগরে লবণের মূল্য একশত মোনপ্রতি ১৭• একশত সত্তার টাকা ছিল । এই ব্যবসায়কারি সমাজ ১৭৬৮ সালে এইরূপে রহিত হইলে নিমকপোক্তানীর কার্য্য ভিন্ন২ মহাজন ও জর্মীদারেরদের হস্তগত হইল। ১৭৭২ সালে অভ্যন্ত এক পরিবর্তন হইল গবরনবুমেন্ট এই হুকুম করিলেন যে লবণ কোম্পানি বাহাদুরের লাভের নিমিত্তে প্রস্তুত করা যাইবেক এবং লবণের ইজারদারেরা নিৰ্দ্ধারিত মূল্যে নিমক দাখিল করিবে । ১৭৮০ সালে এই নিয়মের পুনৰ্ব্বার মতান্তর হইল এবং আজ্ঞা হইল যে লবণের সরবরাহ এজেণ্টসাহেবদিগের দ্বারা হইবেক এবং সমস্ত দেশজাত লবণ র্তাহারদের দ্বারা কোম্পানি বাহাদুরের অর্থে প্রস্তুত করা যাইবেক এবং সেই লবণ মধ্যম অথচ নিৰ্দ্ধারিত মূল্যে নগদ টাকায় বিক্রয় করা যাইবেক এবং সেই নিয়মিত মূল্য প্রতিবৎসর কার্য্যারম্ভকালে নিমকপোক্তানীর গবর্ণমেণ্টকর্তৃক ইশ তিহারের দ্বারা প্রকাশ হুইবে । ইউরোপীয় এজেণ্ট সাহেবেরা প্রথমতঃ লবণোৎপন্ন কোম্পানির লাভের উপaে শতকরা দশ টাকা করিয়া কমিস্তন পাইলেন কিন্তু কালক্রমে তাহা নৃনে করিয়া তিন টাকা পরে আড়াই টাকা করিয়া স্থির হইল । ১৭৮৭ সালে সমস্ত লবণ নীলামে বিক্রয় করিতে হুকুম হইল। " ১৭৯৩ সালে লর্ড কর্ণওয়ালিস সাহেব মোকররী বন্দোবস্ত করিলে নিমক দপ্তরের কার্য্য বোর্ড ত্রেডের সাহেবদিগের তাবে হইল কিন্তু ইউরোপীয় এজেণ্ট সাহেবদিগের দ্বারা নিমকের সরবরাহকারী কৰ্ম্ম বজায় থাকিল । বোর্ড ত্রেডের সাহেবের যখন লবণের সরবরাহের বিষয়ের তদারক করিতে লাগিলেন তখন তাহারা দেখিলেন যে নিমকপোক্তানীর কার্য্য দুই প্রকারে চলিতেছিল। প্রথমতঃ আজোরানামক মলঙ্গীরদের দ্বারা জবরদস্তীতে নিমক প্রস্তুত করা যাইতেছিল দ্বিতীয়তঃ ঠিক মলঙ্গীরদের দ্বার ইচ্ছাপূর্বক বন্দোবস্তের দ্বারা নিমকের সরবরাহ হইতেছিল তাহার আরো দেখিলেন যে ঠিক মলঙ্গীরা লবণের নিমিত্তে যে মূল্য পাইতেছে তাহার কেবল অৰ্দ্ধেক মূল্য আজোরারা পাইতেছিল এবং এই অল্প বেতনে তাহারদের অতিশয়
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।