*>ግጬ মংবাদ পত্রে চেনকালেৰ কথা এই সকল দ্রব্যাদির উপর বিমা করিবেন কোন মাস অবধি কোন মাসপর্য্যন্ত কোন২ স্থানে কি হার বিমার দাম লইবেন ঐ সাহেবেরদিগের স্থানে ইহার নিরিখের কাগজ আছে তত্ব করিলে জানিতে পরিবেন এই কৰ্ম্মে শ্ৰীযুত হেনরি মোক চাইলণ্ড সাহেব কৰ্ম্মনিৰ্ব্বাহক হইয়াছেন তাহাকে অনেকে জানিতে পারেন তাহার পিতা চাং চাইলড সাহেব অতি ধনবান এবং খ্যাত লোক ছিলেন ইহাতে বোধ হয় যে এ কৰ্ম্ম, উত্তমরূপে নিৰ্ব্বাহ হইতে পরিবেক এই কৰ্ম্ম সুন্দরন্ধপে চলিলে আহিলাদের বিষয় বটে যেহেতুক নৌকাযোগে নানাদেশে দ্রব্যাদি পাঠাইতে অথবা আনাইতে পথে ক্ষতি হওনের কোন সম্ভাবনা নাই অনায়াসে অল্পব্যয়ে নিরুদ্বেগে দ্রব্যাদি পহুছিবে –সং চং। ( ১৯ জুলাই ১৮২৮ । ৫ শ্রাবণ ১২৩৫ ) অগ্নিবিষয়ক বিমা।—গত ৭ জুলাই তারিখে কলিকাতাস্থ শ্ৰীযুত ব্রুস এলোম কোম্পানি এই ঘোষণা দিলেন যে র্তাহার লণ্ডন নগরের এক প্রধান বিমার কুটীর পক্ষে কলিকাতা নগরে অগ্নির বিষয়ে বিমা করিবেন বিশেষতঃ কলিকাতাস্থ গুদাম ও কারখানা ইষ্টকাদিনিৰ্ম্মিত গৃহ ও জাহাজপ্রভৃতির উপরে বিমা করিবেন তাহারা সেই গৃহপ্রভৃতির উপরে উপযুক্ত মূল্য লইবেন । পশ্চাৎ যদি সেই গৃহপ্রভৃতি অগ্নিতে দগ্ধ হয় তবে তাহার বিমার আমানতী টাকাদৃষ্টে তাহার মূল্য দিবেন। ( ১৩ সেপ্টেম্বর ১৮২৮। ৩০ ভাদ্র ১২৩৫ ) নূতন বিমা।—কতক দিন পূৰ্ব্বে আমরা প্রকাশ করিয়াছিলাম যে শহর কলিকাতার মধ্যে অগ্নিনিবারক এক বিমার দপ্তর স্থাপিত হইয়াছে কিন্তু এক্ষণে তদ্বিষয়ে আমরা শুনিতেছি যে ইউনিয়ন ইন্সোরেন্স কোম্পানি ষে পুলিন্দা স্থল পথে কিম্বা গাড়িতে বা ডাক বাঙ্গির দ্বারা যাইবে তাহাতে বিমা করিবেন। ( ৫ই জানুয়ারি ১৮২৮ । ২২ পৌষ ১২৩৪ ) চরকাকাটনির দরখাস্ত —শ্ৰীযুত সমাচার পত্রকার মহাশয়। আমি স্ত্রীলোক অনেক দুঃখ পাইয়া এক পত্র প্রস্তুত করিয়া পাঠাইতেছি আপনার দয়া করিয়া আপনারদিগের আপন২ সমাচারপত্রে প্রকাশ করিবেন শুনিয়াছি ইহা প্রকাশ হইলে দুঃখ নিবারণকৰ্ত্তারদিগের কর্ণগোচর হইতে পারিবেক তাহা হইলে আমার মনস্কামনা সিদ্ধ হইবেক অতএব আপনার আমার এই দরখাস্তপত্র দুঃখিনী স্ত্রীর লেখা জানিয়া হেয়ঞ্জান করিবেন না । আমি নিতান্ত অভাগিনী আমার দুঃখের কথা তাবৎ লিখিতে হইলে অনেক কথা লিখিতে হয় কিন্তু কিছু লিখি আমার যখন সাড়ে পাচ গগু বয়স তখন বিধবা হইয়াছি
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।