পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ Sb〜ヘ● ( ৯ জানুয়ারি ১৮৩০ । ২৭ পৌষ ১২৩৬ ) ক্লোনিজেসিয়ান। অর্থাৎ ইঙ্গরেজলোকের এদেশে চাসবাসকরণবিষয়ক —উপর উক্তবিষয় সিদ্ধ হইলে ইঙ্গরেজ লোক আসিয়া এদেশে ভূমির উপর ভুরিরূপে বসতিকরত কৃষিকৰ্ম্ম ও শিল্পকৰ্ম্মাদি নানাপ্রকার ব্যবসায় করিবেন ইহাতে কাহার২ বিবেচনা হইয়াছে যে সাধারণের ঐশ্বৰ্য্য ও স্থখবৃদ্ধি হইবেক এ অাশা দুরাশামাত্র যেহেতুক তাহারদিগের শিল্পবিদ্যাদির ব্যবসায়দ্বার। এদেশের লোকের বর্তমান কালে যে দুরবস্থা হইয়াছে তাহার বহু দৃষ্টান্ত আছে জমীদারী বা তালুকদারীর মুখ ঐলগুদেশের অবস্থাই দৃষ্টান্ত আছে আর ব্যবসায়ের দৃষ্টান্ত কিঞ্চিৎ লিখিতেছি । ইমারতি কৰ্ম্ম । বৰ্ত্তমান সময়ের বিংশতি বৎসরের পূৰ্ব্বে যখন এই রাজধানীতে গোর রাজমিস্ত্রী ছিল না তখন সুলতান অজদীন চাদ মিস্ত্রীপ্রভৃতি অনেক এদেশীয় মিস্ত্রী ঐ ব্যবসায় করিয়া ধনবান হইয়াছিল তাহারদিগের বিভব অদ্যাপি বৰ্ত্তমান আছে পরে কতকগুলিন গোরা মিস্ত্রী আসিয়া ঐ কৰ্ম্ম তাবৎ গ্রাস করিলেন তাহার মধ্যে বুরূস স্মাইলবরণকরি প্রভৃতি মিস্ত্রীরা অনেক লক্ষ টাকা উপার্জন করিয়া কণিক ছাড়িয়া কেহ স্বদেশে গমন করিলেন কেহ বা কলম লইলেন অভাগা বাঙ্গালী মিস্ত্রীর কণিক ত্যাগ করিয়া পাগড়ি বান্ধিয়াছিল তাহ গিয়া কোদালি হস্তে হইল এক্ষণে অন্নাভাবাপন্ন ইত্যবধানে বিবেচনা করিতেছি ইঙ্গরেজ লোক রাজমিস্ত্রীর কৰ্ম্মকরাতে এদেশীয় মিস্ত্রীরা উচ্ছিন্ন হইয়াছে । বাড়ুই মিস্ত্রীর কৰ্ম্ম । এই কৰ্ম্মে পূৰ্ব্বে পালপ্রভৃতি ঐশ্বৰ্ষ্যবন্ত হইয়াছিলেন। তাহারদিগের পরিবারের অদ্যাপি তদ্ধনদ্বারা খ্যাত্যাপন্ন ও স্বর্থী আছেন পরে রোন্ট কোম্পানিপ্রভৃতি অনেক গোরা বাড়ুই মিস্ত্রী হইয়। ঐ ব্যবসায় ভক্ষণ করাতে মৃত রামতনু ঘোষপ্রভৃতি এদেশীয়েরা সকলে গজ ফেলিয়া বাইশ লইল ইহাতে উদরান্নেরো অনাটন হইয়াছে । স্বর্ণকারের কৰ্ম্ম । এই কৰ্ম্ম করিয়া শিবমিন্ত্রীপ্রভৃতি অনেকলোক ভুরি ধনোপার্জন করিয়াছে পরে মিং হেমিণ্টন কোম্পানিপ্রভৃতি আসিয়া ঐ কৰ্ম্মকরাতে এদেশীয় স্বর্ণকারেরদিগের প্রায় অদ্য ভক্ষ্যাভাব হইয়াছে আর কোন বাঙ্গালী মিস্ত্রী ধনবান হইতেছে কেহ কহিতে পরিবেন না । দরজীর কৰ্ম্ম । এই কৰ্ম্ম করিয়া রমজান ওস্তাগরপ্রভৃতি কতলোক ধনসঞ্চয় করিয়াছিল ইহারদিগের ভূমিসম্পত্তি হওয়াতে ইহার প্রসিদ্ধ ধনবানরূপে খ্যাত। পরে মিং গিবসন কোম্পানিপ্রভৃতির আগমনে স্বচীব্যবসায়ির এক্ষণে সুচ্যগ্রে ভূমিক্রয় কর দূরে থাকুক অন্নাভাবে স্থচের ন্যায় শুষ্ক হইয়া গেল । নৌকার ব্যবসায়। পূৰ্ব্বে দত্তপ্রভৃতি স্থলুপদি ভাড়াদেওন কৰ্ম্মে বহু ধনোপার্জন করিয়াছিলেন সাহেবের বোট আফিস করিয়া নৌকাদির ভাড়াদায়ক ও ঘাটমাজিপ্রভৃতির কৰ্ম্মও কাড়িয়া লইলেন ইহাতে উক্তব্যক্তিরদিগের অনেক লক্ষ টাকার স্বলুপ ও বজরাদিগর জলে ভাসিতে ২ জল হইয়া গেল ।