পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ Sു. ( ১৮ জানুয়ারি ১৮২৩ । ৬ মাঘ ১২২৯ ) কুবাণিজ্য বারণ —ইংল্লণ্ডে বৰ্ত্তমান শ্ৰীশ্ৰীযুত বাদশাহের ভ্রাতা শ্ৰীশ্ৰীযুত ডিউক অফ মাষ্টর সাহেব আফ্রিকা দেশের নুতন আবাদবিষয়ে এক প্রধান কৰ্ম্মকারী তাহকে শ্ৰীযুত লিষ্টের ইনহোপ নামে এক সাহেব পত্র লিখিয়াছেন ও প্রার্থনা করিয়াছেন যে আফ্রিকা দেশে ও হিন্দুস্থানমধ্যে দাস দাসী ক্রয় বিক্রয়ক্সপ বাণিজ্য বারণ কর্তব্য এবং এ বিষয়ের বিশেষ লিথিয়াছেন ও শ্ৰীযুত কোলব্রুক সাহেবকুত এতদ্বিষয়ক হিন্দুস্থানীয় ব্যবস্থাও পাঠাইয়াছেন তাহাতে সপ্তপ্রকার দাসত্ব লিখিত আছে। প্রথম যুদ্ধে পরাজিত দ্বিতীয় উপকৃত তৃতীয় দাসসস্তান চতুর্থ ক্রীত পঞ্চম দানলব্ধ ষষ্ঠ পৈতৃক সপ্তম দগুহি। ইহার দুইপ্রকার কৰ্ম্মে নিযুক্ত হয় এক গৃহকৰ্ম্মে অন্য কৃষিকৰ্ম্মে । গৃহকৰ্ম্মকারী দাস ধনি লোকের বাটীতে অধিক থাকে এবং বেগু বাটতে ক্রীতা দাসী অধিক থাকে তাহারদের মধ্যে কেহ গৃহকৰ্ম্ম করিয়া অন্নবক্স পায় কেহ বা বেখাবৃত্তিদ্বারা যে উপার্জন করে তাহা কত্রীকে দিয়া আপনি অন্নাচ্ছাদনমাত্র পায়। এবং কৃষিকৰ্ম্মকারী দাসেরাও কেবল অন্নবস্ত্র পাইয়া কৃষিকৰ্ম্ম করে। হিন্দুস্থানে গৃহকৰ্ম্মকারী দাস দাসী অনেক আছে এবং করমণ্ডল ও মালাব ইত্যাদি সমুদ্র তীরস্থ প্রদেশে কৃষি কৰ্ম্মকারী অনেক দাস আছে । অন্য২ দেশ অপেক্ষায় এই কএক দেশে অর্থাৎ আরকট ও মাদুর ও কনারা ও কৈয়ম্বটুর ও তিন্নিবে লী ও ত্রিচীনাপল্পী ও মালাবা ও বেনাদ ও তঞ্জাউর ও চিঙ্গলিপটাম প্রভৃতি দেশে কৃষিকৰ্ম্মকারী দাস বিস্তর আছে মোং কনারাতে অনুমান ষোল হাজারের নূ্যন নাই । ইহারদের মূল্য কিছু নিশ্চয় নাই স্থানভেদে মূল্য বিভিন্ন বালকের মূল্য চারি টাকা অবধি ১৫ টাকাপৰ্য্যন্ত স্ত্রী লোকের ১৬ টাকা অবধি ২৪ টাকাপৰ্য্যন্ত । পুরুষের মূল্য ২৪ টাকা অবধি এক শত ষাটিপৰ্য্যন্ত । এইরূপ দাসত্ব গ্রস্ত অনেক লোক অতিকষ্টে কালক্ষেপ করিতেছে ইংল্পঞ্জীয়েরদের অধিকারে যে এরূপ হয় সে কেবল দুঃখের বিষয় তাহা নহে কিন্তু অখ্যাতির বিষয়ও বটে অতএব এই প্রার্থনা যে কোনরূপে এই বাণিজ্য বারণ दद्भां शृीघ्र । ( ১১ অক্টোবর ১৮২৮ । ২৭ আশ্বিন ১২৩৫ ) ভাৰ্য্যা বিক্রয় —শ্ৰীআনন্দচন্দ্র নদীর প্রমুখাৎ আমরা অবগত হইলাম যে জিলা বৰ্দ্ধমানের মধ্যে এক ব্যক্তি কলু অনেক দিবসাবধি বাস করিত সংপ্ৰতি বর্তমান বৎসরে তণ্ডুলের মূল্য বৃদ্ধি দেখিয়া মনে২ মন্ত্ৰণ করিয়া আপন স্ত্রীকে বিক্রয় করিবার কারণ তত্রস্থ কোন স্থানে লইয়া গেল তাহাতে তত্রস্থ এক যুবা ব্যক্তি আসিয়া কএক টাকাতে তাহাকে ক্রয় করিল ঐ স্ত্রী দর্শনে বড় কুরূপ নহে এবং তাহার বয়ঃক্রম অনুমান বিংশতি বৎসর হইবেক যাহা হউক সেই কলুপো কএক টাকা পাইয়৷ ভাৰ্য্যা দিয়া অনায়াসে গৃহে প্রস্থান করিল এতাবন্মাত্র শুনা গেল । ( বাঙ্গল সমাচারপত্রহইতে নীত। ) 象8