$tూ ఆ মংবাদ পত্রে চেনাকালের কথা ( ১১ মার্চ ১৮২৬ । ২৯ ফাল্গুন ১২৩২ ) তণ্ডুল সম্পাদক নূতন যন্ত্র। অর্থাৎ ধানভানা কল –১৫ ফেব্রুঅারি বুধবার এগ্রিকলটিউর সোসৈয়িটি অর্থাৎ কৃষি বিদ্যাবিষয়ক সমাজের এক সভা হইয়াছিল। ঐ সভায় ডেবিড স্কাট সাহেবকতৃক প্রেরিত কাষ্ঠ নিৰ্ম্মিত ব্ৰহ্মদেশে ব্যবহৃত তণ্ডুলনিম্পাদক একপ্রকার যন্ত্র অর্থাৎ র্যাতকিল সকলে দর্শন করিলেন ঐ যন্ত্রে প্রতিদিন কেবল দুই জন লোকে ১০ দশ মোন তণ্ডুল প্রস্তুত করিতে পারে তাহার এক জন কল লাড়ে ইহাতে পরস্পর শ্রাস্তিযুক্ত হইলে ঐ কর্মের পরিবর্তন করে এতদ্দেশে টেকি যন্ত্রে তিন জন বিনা অৰ্দ্ধমোনের অধিক তণ্ডুল হওয়া দুষ্কর আর তাহারা পরিশ্রান্ত হইলেই টেকি বন্দ হয়। ( ৮ আগষ্ট ১৮২৯। ২৫ শ্রাবণ ১২৩৬ ) কলিকাতার গঙ্গাতীরস্থ কল ।—যে কল কএক মাসাবধি কলিকাতার গঙ্গাতীরের রাস্তার উপর প্রস্তুত হইতেছিল তাহ সংপ্ৰতি সম্পূর্ণ হইয়াছে এবং কলিকাতাস্থ লোকদিগকে স্বজি যোগাইয়া দিতে আরম্ভ করা গিয়াছে। এই কলের দ্বারা গোম পেষ। যাইবে ও ধান ভানা যাইবে ও মর্দনের দ্বারা তৈলাদি প্রস্তুত হইবে এবং এই সকল কাৰ্য্যে ত্রিশ অশ্বের বল ধারি বাস্পের দুইটা যন্ত্রের দ্বারা সম্পন্ন হইবে । এতদ্দেশীয় অনেক লোক এই আশ্চৰ্য্য বিষয় দর্শনার্থে যাইতেছেন এবং আমরা আপনারদের সকল মিত্রকে এই পরামর্শ দি ষে তাহারা এই অদ্ভুত যন্ত্র বাম্পের দ্বারা ২৪ ঘণ্টার মধ্যে দুই হাজার মোন গোম পিষিতে পারে তৎস্থানে গমন করিয়া তাহ দর্শন করেন । ( ১ সেপ্টেম্বর ১৮২৭ । ১৭ ভাদ্র ১২৩৪ ) "কৃত্রিম স্থত –পত্রদ্বারা অবগত হওয়া গেল যে এই কলিকাতা নগরে কএক স্থানে স্থত বিক্রেতার স্বতের সহিত চরবি মিশ্রিতপূর্বক বিক্রয়ের নিয়ম করিয়াছিল এতদ্রুপ ব্যাপার কএক জনের দৃষ্টিগোচর হইবাতে তন্মধ্যে এতদেশ জাত এক জন সাহেব দয়া পুরসরে পুলিসে সম্বাদ দিবাতে বিচারকত্ত্বারা ঘৃত বিক্রেতারদিগকে স্বতের সহিত আনয়ন করিতে পদাতিকে আজ্ঞা দিলেন পদাতিককতৃক কএক জন স্থতবিক্রেতা ধৃত হইয়া পুলিসে উপনীত হইল এবং বিচারান্তে ডাক্তর সাহেবের দ্বার স্বতের পরীক্ষ হইবাতে চরবি মিশ্রিত সপ্রমাণ হুইল এমতে বিচারকর্তারা তাহারদের মধ্যে দুই জনকে সে দিবস অপরাধী বোধ করিয়া ৫০ পঞ্চাশখ মুদ্রা দণ্ড এবং ছয়২ মাস কারাগারে স্থান প্রদান করিয়াছেন অবশিষ্ট বিক্রেতারদের সে দিন বিচার না হইবাতে দণ্ডের নির্ণয় হইল না আগামিতে যাহা জানা যায় প্রচার করা যাইবেক । আমরা ইহাতে অতিশয় আক্ষেপ করিলাম যেহেতুক এখনকার ব্যবসায়ি অধমেরা এমত কৰ্ম্ম নাই যে তাহ সম্পন্ন করিতে সক্ষম হইতে না পাবে পূৰ্ব্বে শুনা যাইত যে অন্য২ বস্তু সংযুক্ত করিত এক্ষণে চরবি মিশ্রিত করিতে আরম্ভ করিলেক । ইহাতে হিন্দুলোকের ধৰ্ম্ম কি মতে রক্ষা হইতে পারে এবং লোক সমূহের নানা মতে পীড়িত হুইবারই ইহাতে কি২ সম্ভাবন না
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।