পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HHBBBD TBB BBBD DBBaaL - سياسيst মহাজনের ক্ষতি হইত না এ সকল ব্যবসায়ের কৰ্ম্ম লভ্য ও অপচয় হইয়া থাকে ইহাতে জাতির মানি হয় এমত নহে। দ্বিতীয়তঃ পোদ্দার লোক যে এক২ জন তাবৎ মহাজনের কুটিতে আছে তাহারদিগের হস্তে ব্যাঙ্কনোট ইত্যাদি পাঠান যাইবেক না মাথাখোলা বাঙ্গালিরা এক আকৃতিরই হয় কখন কে উড়নি উড়াইয়া পলায়ন করিবেক আর আপন২ ঘরের ব্রাহ্মণ অথবা পাচক ব্রাহ্মণ ইত্যাদিদ্বারা কৰ্ম্ম নির্বাহ করা যাইবেক । উত্তর মাথাখোলা বাঙ্গালি পোদ্দার না থাকিলে র্তাহারদিগের কদাচ কৰ্ম্ম উদ্ধার হয় না যদি তাহা হইত তবে তাহারদিগের স্বদেশীয় গুয়াতোলা লাল উষ্ণীষধারি কোমরবান্ধা পানগুয়া গালভরা কি দরবান কি চাকর কি ব্রাহ্মণ কি পাচক ব্রাহ্মণ কি গোমাস্ত যাহারদিগের সকলেরি সমান জ্ঞান সমান অবয়ব তাহারদিগের দ্বারা তাবৎ কৰ্ম্ম নিৰ্ব্বাহ করিতেন আমারদিগকে রাখিতেন না দুঃখের কথা কি কহিব এক দিবস একখান ব্যাঙ্কনোট ভাঙ্গাইতে হইবে গদির গোমাস্ত কহিলেন এক আদমি বেঙ্গুলমে যাও নোটকী রূপৈয়া লেআও অর্থাৎ ব্যাঙ্কে গিয়া টাকা অান ইহা শুনিয়া শুয়াতোল উষ্ণীষবান্ধ এক মহাশয় রাস্তায় গিয়া জিজ্ঞাসা করিলেন যে ব্যাস্কুলমে কোন রাস্তাসে যাঙ্গে। এই কথা পাচ সাত জনকে জিজ্ঞাসা করিতে এক জন কহিল সেখানে জাহাজের দ্বারা যাইতে হয় ইহা শুনিয়া ফিরিয়া আসিয়া গোমাস্তাকে কহিল হামকে জাহাজমে তেজতেহে। পরে আমি গিয়া টাকা আনিলাম ইত্যাদি কত কথা আছে যদি বল যে কৰ্ম্মের লোক তোমরা বট কিন্তু অবিশ্বাসী উত্তর অদ্যাপি কেহ বলিতে পরিবেন না যে কোন পোদ্ধার কাহারও কুঠীহইতে টাকা লইয়া পলাইয়াছে বরং অনেক ক্ষুদ্র মারবাড়ি পোদারের মাহিয়ান বাকী রাখিয়া স্বদেশে গমন করিয়া আর আইসে নাই কিমধিক নিবেদনমিতি ২৮ ফাল্গুণ। সং চং ( ১৮ এপ্রিল ১৮২৯ ।। ৭ বৈশাখ ১২৩৬ ) সূতন পয়সা ।—পয়সার অপ্রাপ্যতা প্রযুক্ত দীন দুঃখিরদিগের অতিশয় ক্ষতি হয় অর্থাৎ এক টাকায় প্রায় তিন পয়সা বাট্ট যায় এই দুঃখ নিবারণহেতুক শুনা যাইতেছে যে গবরূনরুমেন্টের আজ্ঞায় নূতন পয়সা বাহির হইবে শুনা গিয়াছে যে এ পয়সা রাঙ্গেতে নিৰ্ম্মিত হইবে এবং কড়ি ও পয়সার পরিবর্তে এই পয়সা চলিবে । সং চং শাসন ( ১৬ জানুয়ারি ১৮১৯ । ৪ মাঘ ১২২৫ ) ইংল্পওঁীয়েরদের অধিকৃত নানাদেশের বিচারস্থান –এই হিন্দুস্থান ইংগ্রগুীয়েরদের অধীন হওয়াতে বিচারস্থান এই কএকটা নিরূপিত হইয়াছে ইহার কারণ এই যে সকল লোক