সমাজ Sb~s নিকটে বিচারস্থান পায় যেহেতুক প্রজা লোকেরদের পরম্পর দৌরাত্ম্য হইলে তন্নিবারণার্থ বিস্তর দূর যাইতে না হয়। বাঙ্গালার মধ্যে তিন স্থানে কোর্ট আপীল আছে কলিকাতা ও ঢাকা ও মুরশেদাবাদ । আর পশ্চিমেও তিন স্থান আছে। পাটনা ও বানারস ও বরেলি। এই ছয় কোর্টের অধীন তাবৎ হিন্দুস্থানের বিচারস্থান এই২ প্রকারে বিভক্ত আছে । কলিকাতার অন্তঃপাতী নয় বিচারস্থান । বৰ্দ্ধমান ও কটক ও নবদ্বীপ ও হুগলি ও যশোহর ও জঙ্গলমহল ও মেদনিপুর ও কলিকাতার নিকটবত্তি প্রদেশ ও চব্বিশ পরগণা। ঢাকার অন্তর্গত সাত বিচারস্থান । বাখরগঞ্জ ও চট্টগ্রাম ও নিজ ঢাকা শহর ও ঢাকা জলালপুর অর্থাৎ ঢাকার জিলা ও মহীমনসিংহ ও শ্ৰীহট্ট ও ত্রিপুরা। মুরশেদাবাদের অন্তঃপাতী একাদশ বিচারস্থান। বীরভূমি ও ভাগলপুর ও ভাগলপুরের অন্তঃপাতী মুগের ও দিনাজপুর ও দিনাজপুরের অন্তঃপাতী মালদহ ও নিজ মুরশেদাবাদ ও মুরশেদাবাদের নিকটবর্তি প্রদেশ ও পুরণিয়া রাজসাহী ও রঙ্গপুর দুই। পাটনার অস্তঃপাতি ছয় বিচারস্থান । বাহার ও নিজ পাটনা শহর ও রামগড় ও সাহরণ ও শাহাবাদ ও তীরন্থত। বানারসের অন্তঃপাতী দশ বিচারস্থান। ইলাহাবাদ ও ইলাহাবাদের অন্তঃপাতী ফতেহপুর ও বন্দেলখণ্ড ও বন্দেলখণ্ডের অন্তঃপাতী কুলপি ও নিজ বানারস শহর ও গোরকপুর ও গোরকপুরের অন্তর্গত আজমগড় ও জৈনপুর ও জৈনপুরের অস্তঃপাতি গাজীপুর ও মীরজাপুর। বরেলির অস্তঃপাতি নয় বিচারস্থান । আগরা ও আলীগড় ও নিজ বরেলি ও কানপুর ও ইটায়া ও ফরকাবাদ ও মুরুদাবাদ ও দক্ষিণ সাহারণপুর ও উত্তর সাহারণপুর। ( ১৯ আগষ্ট ১৮২৪ । ৫ ভান্দ্র ১২২৭ ) শ্ৰীশ্ৰীযুতের আজ্ঞা —শ্ৰীশ্ৰীযুত বড় সাহেব এতদেশের যেরূপ মঙ্গলাকাজী তাহ পশ্চাতে লিখনের দ্বারা সকলে অবগত হইবেন। যখন [ ফোর্ট উইলিয়ম ] কালেজের সাহেবেরদের ইস্তাহাম হয় সেই কালে এমত রীতি আছে যে শ্ৰীশ্ৰীযুত তাহারদিগকে হিতোপদেশ কথা কহেন। ঐ কলেজের সাহেবেরা ইস্তাহামে উত্তীর্ণ হইলে রাজ্যের নানা কৰ্ম্মে নিযুক্ত হন অতএব রাজ্যের কৰ্ম্মে তাহারা নিযুক্ত হইলে এতদেশীয় লোকেরদের উপকারার্থে ঐ সাহেবেরদের যে২ কৰ্ম্ম কৰ্ত্তব্য তাহা গত ইস্তাহামের পর শ্ৰীশ্ৰীযুত এই রূপে তাহারদিগকে কহিলেন । এই কালেজ ২০ বৎসর স্থাপিত হইয়াছে ইহার মধ্যে চারি শত জন সাহেব এই কলেজে শিক্ষিত হইয়া কোম্পানির কৰ্ম্ম যোগ্য হইয়াছেন। ও দেড় শত হইতে অধিক বহী উৎপন্ন হইয়াছে ইহার মধ্যে ব্যাকরণ ও অভিধান ও অন্তই বহী পূৰ্ব্বদেশীয়
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।