সমাজ ఫిసెఏ আবখ্যক নাই তোমরা সৰ্ব্বদা সাবধান থাক ও খোসামুদে লোকের প্রতি কৰ্ণ অধিক দিও না ও গরীবের প্রতি কৰ্ণ বন্দ করিও না যে সকল কৰ্ম্ম তোমারদিগের হাতে সমর্পণ করা গেল তোমরা ইহা অন্তের হস্তে সমর্পণ করিও না যেহেতুক তাহার কুকৰ্ম্মম্বারা তোমারদিগের অসংক্ৰম জন্মাইতে পারে আপন ষড়বর্গে সাবধান হও যাহাতে তোমার স্বাভিমত বারণ হয় আর বহুব্যয়ী হইও না কিন্তু হইলে দুষ্ট হস্তে পতিত হইয়া তাহার বশীভূত হইবা এবং তোমার নামে গরীব লোকেরদের প্রতি অন্তায় করিয়া তোমারদিগের অসংক্রম জন্মাইবেক ও শেষে সৰ্ব্বনাশ করিবেক ধৈর্য্যাবলম্বনে গরীবের প্রতি অনুগ্রহ রাখিবা যদ্যপি গরীব লোকের নানা প্রকার সোর করে ও রোদন করে তথাপি তুমি ক্রোধ করিব না যেহেতুক তাহারা অজ্ঞান এ কারণ তোমাকে ধৈৰ্য্য হইতে হইবেক তোমার সকল কৰ্ম্মের সঙ্গে দয়া রাখিবা এ প্রকার চলিলে এই২ উপকার হইবেক আপনার ও স্বরাজ্যের সংপ্রম বৃদ্ধি হইবেক ও রাজশাসনের প্রীতি ও আপনারদিগের প্রীতি পাইবা ও তোমার চতুর্দিগস্থ লোকেরা তোমার সম্মান রাখিবে ও প্রেম করিবে ও আপন অন্তঃকরণে সৰ্ব্বদা তুষ্ট থাকিবা এই সকল হইতে অধিক আর কি। ( ২৮ অক্টোবর ১৮২০ । ১৩ কাৰ্ত্তিক ১২২৭ ) vگی হিন্দু ও মুসলমানের বিরোধ।—গত দুর্গোৎসবে হিন্দুরা সপ্তমী পূজা দিবসে প্রাতঃকালে নবপত্রিকা স্নান করাইতে গঙ্গাতীরে আনিয়াছিল পরে স্নান করাইয়া বাদ্যাদি সমেত বাটী যাইতেছিল যখন তাহারা চক চাদনীতে পছছিল তখন অনেক মুসলমান সে স্থানে একত্র হইয়া তাহারদিগের সহিত কলহ করিল ও তাহারদিগের মারিপীট করিল এবং ঢোলপ্রভৃতি সকল ভাঙ্গিল ও নবপত্রিকার কলার গাছ কাটিল তথন হিন্দু লোকেরা থানাতে সমাচার দিলে সেখানকার বরকন্দাজ আসিয়া যতই মুসলমানেরদিগকে পাইল সে সকলকে বাধিয়া পুলিসে চালান করিল। সেখানকার বিচারে অপরাধ বিশেষে কাহারে তিন মাস কাহারো পাচ মাস মেয়াদে কয়েদের আজ্ঞা হইল এবং সংজ্ঞাস্ত মুসলমান যে২ ছিল তাহারদিগের ভারি জরিপানা হইল এবং সেই সময়ে আজ্ঞা হইল যে কলিকাতার গোয়ার বাহিরে যাইতে পারিবে না এবং বাহিরের গোয়ারা কলিকাতার মধ্যে আসিতে পারিবে না। ’ ( ৮ সেপ্টেম্বর ১৮২১ । ২৫ ভাদ্র ১২২৮ ) পুরুষাঙ্গচ্ছেদন —মোকাম কালনার নিকটবর্তি দারেটন নামে এক গ্রামের এক জন তিলি মোকাম কলিকাতাহইতে বাট যাইতেছিল তাহাতে ২৯ আগস্ত বুধবার বাঙ্গালা ১৫ ভাদ্র মোকাম ত্রিবেণীর উত্তরে নওয়া সরাইয়ের দক্ষিণে চন্দ্রহাট গ্রামের নীচে গঙ্গাতীরের রাস্থা দিয়া ঐ তিলি একাকী যাইতেছিল তখন স্বৰ্য্য প্রায় অস্তগত। এই সময়ে দুই জন দম্য আসিয়া
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।