RSSటి মংবাদ পত্রে চেনকালেৰ কথা হইবেক যদি তাহারা চারি জনহইতে অধিক হয় তবে তাহারদের মধ্যে চারি জন কিম্বা যয় জন উপরের লিখিত সরহদের মধ্যে বাস করে তাহারদের দস্তখত ও হলফের আবশুকতা হইবেক । পঞ্চম ধারা ॥—উপরের লিখিত লোক অর্থাৎ ছাপাকারী ও এডিটর ও মালিক যাহারদের নাম আফিডেবিটের কাগজে লেখা থাকিবেক তাহারদের মধ্যে কেহ বদলি হইলে কিম্বা পূৰ্ব্ব নিবাস ত্যাগ করিয়া অন্ত স্থানে যাইয়া বাস করিলে এবং ছাপাখানা ও ছাপার কাগজ ও কেতাবের নাম বদল হইলে এবং শ্ৰীশ্ৰীযুতের কৌসলের সভাহইতে এ বিষয়ের হুকুম হইলে প্রথম অফিডেবিটের কাগজের মত দ্বিতীয় এক কেভা কাগজ পুনৰ্ব্বার দাখিল করিতে হইবেক । ও এমন হুকুম হইলে এ বিষয়ের এক এত্তালানামা প্রধান সেক্টারি সাহেব কিম্বা তাহার প্রতিনিধির দস্তখতে উপরের লিখিত ব্যক্তিরদিগের নিকটে পাঠান যাইবেক ও যে বাটতে মেয়াদী কাগজ অথবা কেতাব ছাপা হওনের প্রসঙ্গ পূৰ্ব্ব আফিডেবিটের কাগজে লেখা গিয়া থাকে তথায় ঐ এত্তালানামা পাঠান যাইবেক ও দ্বিতীয় বার অফিডেবিটের কাগজ উপরের লিখিত নিয়ম মতে দাখিল না হইলে মেয়াদী কাগজ ও কেতাবের ছাপা ও প্রকাশ হওন বিনা লাইসেন্সে কাগজাদি ছাপাদি হওনের স্থায় বোধ হইবেক । ষষ্ঠ ধারা --যে লাইসেন্স শ্ৰীশ্ৰীযুতের হজুরহইতে কোন ব্যক্তি কিম্বা ব্যক্তিরা প্রাপ্ত হয় তাহা রদ করণের ক্ষমতা তাহাতে বৰ্ত্তে । ও জানান যাইতেছে যে লাইসেন্স রদ হওনের বিষয়ে হজুরহইতে প্রধান সেক্টারি সাহেবের কিম্বা তাহার প্রতিনিধির দস্তখতী চিঠী প্রাপ্তি হওনমাত্রেই তাহ বাতিল বোধ হইবেক । ও যদি লাইসেন্স রদ হওনের পরে ঐ মেয়াদী কাগজ কিম্বা কেতাব ছাপা হয় তবে তাহা লাইসেন্স না পাওয়া কালের ছাপা হওয়ার স্তায় বোধ হইবেক । এ প্রকার চিঠী মেয়াদী কাগজের কিম্বা কেতাবের ছাপাখানায় পাঠান যাইবেক এবং ঐ লাইসেন্স রদ হওনের সম্বাদ সকল লোককে শহর কলিকাতা সরকারী গেজেটের দ্বারা দেওয়া যাইবেক । সপ্তম ধারা ॥—শহর কলিকাতার নিরূপিত সরহদের মধ্যে কোন ব্যক্তি সরকারহইতে লাইসেন্স প্রাপ্ত না হইয়া যদি প্রথম ধারার উক্ত কোন মেয়াদী কাগজ কিম্বা কেতাব জ্ঞাতসারে কি ইচ্ছাপূর্বক ছাপ করায় অথবা প্রচার করে কিম্বা স্বয়ং কৰ্ত্ত অথবা তাহার মোক্তারকার অথবা চাকর ইচ্ছাপূর্বক জ্ঞাতসারে । এমত বিনা অনুমতির কাগজ কিম্ব কেতাব বিক্রয় করে কিম্বা কাহার সহিত বদলও করে কিম্বা কোন প্রকারে কোন জনকে দান করিয়া কি চাওয়াতে দিয়া বিলি লাগাইতে চাহে এবং যদিস্তাৎ কোন কেতাবখানার কর্তা কিম্ব দোকানদার অথবা যে স্থানে লোকেরা পড়িবার কারণ একত্র হয় সে স্থানের মালিক অথবা কোন সামান্য সভার স্থানের কৰ্ত্ত কিম্বা তথাকার কৰ্ম্মের নির্বাহকারী ইচ্ছাপূৰ্ব্বক ও জ্ঞাতসারে এমত বিনা অনুমতির কাগজ কিম্বা কেতাব লোকেরদিগের দৃষ্টি
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।