পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ ››ግ করণার্থে লয় কিম্বা কেহ চাহিলে দেয় কিম্বা পড়া যাইবার কি অন্ত বাসনায় কোন ব্যক্তিকে দেয় তবে উপরের উক্ত প্রকার সকলের কোন প্রকার করণ জন্য অপরাধী হইবেক এবং ঐ সমস্ত অপরাধের প্রত্যেক অপরাধের প্রতিফলে চারি শত টাকা করিয়া জরীমানা তাহার স্থানে লওয়া যাইবেক ।... ... ••• ( ৩ জুন ১৮২৬ । ২২ জ্যৈষ্ঠ ১২৩৩ ) সমাচার পত্রবিষয়ে ॥—গত সপ্তাহে আমরা প্রকাশ করিয়াছি যে কোম্পানির কৰ্ম্মসম্পৰ্কীয় কোন সাহেব লোক সমাচার পত্রের সহিত কোন সম্পর্ক রাখিতে পারিবেন না কিন্তু গত বুধবারের বাঙ্গাল হরকরানামক ইংরাজী সমাচার পত্রদ্বারা অবগত হওয়া গেল যে ঐ আজ্ঞা গবর্ণমেণ্ট গেজেটনামক ইংরাজী সমাচারপত্রপ্রকাশক শ্ৰীযুত উইলসন সাহেবব্যতিরেকে অন্য সকলের উপর প্রবল থাকিবেক এবং ইহা শুনিলে সকলেরি আহলাদ জন্মিবেক । ( ১৮ ডিসেম্বর ১৮২৪ । ৫ পৌষ ১২৩১ ) শ্রীরামপুর —শুনা যাইতেছে যে আগামি জামুআরি মাস অবধি শহর শ্রীরামপুরে ধারানুসারে টেক্স অর্থাৎ প্রতি পাক ঘরের কারণ কিছু২ কর নিরূপিত হইবেক কিন্তু শহর কলিকাতা অপেক্ষ নৃন। ( ২২ জানুয়ারি ১৮২৫ । ১১ মাঘ ১২৩১ ) অত্যাবগুক ইশতেহার –৮ জানুআরি তারিখে শ্ৰীশ্ৰীযুত গবৰ্ণর জেনেরাল বহাদর বোর্ডরিবিন্নুর দ্বারা প্রকাশ করিয়াছেন যে ১৮১৯ শালের ২৮ মে তারিখে কলিকাতার ভূমির রাজকরবিষয়ে শ্ৰীশ্ৰীযুতের যে আজ্ঞা প্রকাশ হইয়াছিল তাহা এক্ষণে রহিত হইল এবং তাহার পরীবৰ্ত্তে তদ্বিষয়ে এক্ষণে এই আজ্ঞা প্রকাশ হইল। যে কলিকাতা নগরস্থ যে প্রজার স্ব২ ভূমির নিরূপিত বাধিক রাজস্ব দিয়া থাকেন তাহার। সেই ভূমি এইরূপে কতক দিবসের কারণ নিষ্কর করিতে পারিবেন। যিনি সংপ্রতি একেবারে সাড়ে সাত বৎসরের রাজস্ব দিবেন তিনি দশ বৎসরপর্যন্ত নিষ্করে তভূমি ভোগ দখল করিবেন। এতদ্রুপে একেবারে সাড়ে দশ বৎসরের রাজস্ব দিলে পোনর বৎসর ও সাড়ে বার বৎসরের কর দিলে বিংশতি বৎসর ও চতুর্দশ বৎসরের কর দিলে পচিশ বৎসর ও সাড়ে পোনর বৎসরের কর দিলে ত্রিশ বৎসরপর্য্যস্ত নিষ্করে ভোগ দখল করিতে পরিবেন। যাহারা পঞ্চাউলুঙরূপে পাট্টা করিয়া জমী ভোগ করিতেছেন তাহারাও এইরূপে আপনারদের ভূমি নিষ্কর করিতে পারিবেক কিন্তু বিংশতি বৎসরের অধিক নয়। যাহারা এতদ্রুপে আপনারদের ভূমি নিষ্কর করিতে বাসনা করেন