সমাজ S్పషాషా কলিকাতাস্থ টেনহালে কলিকাতাস্থ ব্রিটিস ও এতদেশীয় লোকেরদিগকে সভাস্থ হইতে আহবান কর যে সেই সভাতে এই নগরের অত্যাবগুক নীচে লিখিত কএক প্রকরণের বিষয়ে স্বম্পষ্ট আইন অথবা যদি আবশ্বকত হয় তবে তত্তদ্বিষয়ে নূতন ব্যবস্থা করিতে পার্লিমেন্টের নিকট দরখাস্ত দিবার উপযুক্ততা ও অনুপযুক্ততার বিবেচনা হয় । তৎসভাতে বিবেচনীয় প্রথম প্রকরণ এই। ইদানী কলিকাতায় যে নূতন ইষ্টাম্পবিষয়ক আইন এবং সামান্ততঃ তৃতীয় জর্জের ৫৩ সালের আইনের ১৫৫ ধারার ৯৮ ৯৯ প্রকরণদ্বারা কলিকাতার সীমার মধ্যে টেক্স বসাইতে এতদেশীয় গবর্ণমেণ্টকে যে পরাক্রম দেওয়া গিয়াছে তাহার বিবেচনা করা । দ্বিতীয় প্রকরণ। কলিকাতা নগরে হিন্দু ও মুসলমানব্যতিরেকে যাহারা মরে তাহারদের একসেকিটার অথবা আদমিনিষ্ট্রেটরেরদের হাতে তাহারদের হিসাবি দেনার পরিশোধের কারণ তাহারদের যে ভূমি থাকে সে ভূমির দাওয়াহইতে পারে এবং যে তাহারদের স্ত্রীর তৃতীয়াংশ সে ভূমিহইতে বাদ দেওয়া না যায় ইহার বিষয়ে ভদ্রাভদ্র বিবেচনা করা । তৃতীয় প্রকরণ। ইংগ্রগুদেশভিন্ন ইউরোপীয় অন্য দেশস্থ প্রজা যে কলিকাতার মধ্যে ভূমি ক্রয় করিয়া আপনারদের উত্তরাধিকারিরদিগকে তাহ দান করিতে অনুমতি পায় ইহার ভদ্রাভদ্রের বিবেচনা করা । চতুর্থ প্রকরণ –দেউল্যারদের উপকারের নিমিত্তে এবং তাহারদের উত্তমর্ণেরদের মধ্যে তাহারদের ধন সমানাংশে বিভক্ত হয় এতদ্বিষয়ে এক নূতন ব্যবস্থা প্রার্থনা করার ভদ্রাভদ্রের বিবেচনা করা । স্বাক্ষরকারিরদের নাম । জে পামর। আলেকজেণ্ডর কালবিন । হরিমোহন ঠাকুর। রাধাকাস্ত দেব। জে ইয়ং। কাশীনাথ বন্দ্যোপাধ্যায়।•••রস্তম জি কাবাস জি •••রসময় দত্ত । রামনারায়ণ দত্ত • • •জি জে গার্ডন। জে কালডর। রামগোপাল মল্লিক। রামরত্ব মল্লিক। বৈষ্ণবদাস মল্লিক । রামমোহন রায় । রূপলাল মল্লিক। চন্দ্রকুমার ঠাকুর । শিবনারায়ণ ঘোষ । শাহ গোপাল দাস মনোহর দাস বং মাধুরি দাস । ( ১৯ মে ১৮২৭ । ৭ জ্যেষ্ঠ ১২৩৪ ) শ্ৰীযুক্ত জন পামর সাহেবের ও অন্য২ সভা প্রার্থকেরদের প্রতি । লিখিতং গ্রাটি প্লেীডন সরিফ সাহেবের নিবেদনপত্রমিদং কাৰ্য্যঞ্চাগে কলিকাতার টেনহালে ১৭ মে তারিখে যে সভার বিষয়ে ইশতেহার দেওয়া গিয়াছে সে সভা ১৮১৭ সালের ৯ এপ্রিল তারিখের কলিকাতা গেজেটে যেমত আজ্ঞা আছে যে এ সকল বিষয় প্রথমতঃ গবর্ণমেণ্টকে জানাইতে হয় সেমত বিশ্বতিক্রমে গবর্ণমেণ্টকে জানান যায় নাই অতএব গবৰ্ণমেন্ট
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।