rমগজ ミ?s ( ৩০ জুন ১৮২৭ । ১৭ আষাঢ় ১২৩৪ ) বাঙ্গলার বৃত্তাস্ত —শ্ৰীযুত সর ই এচ ইয়েষ্ট যিনি বাঙ্গলার প্রধান বিচারকর্তা ছিলেন তিনি বাঙ্গালার বিষয়ে এক পত্র শ্ৰীযুত লার্ড লিবরপুল সাহেবকে লিখিয়াছিলেন এই বাঙ্গালীর বাঙ্গালি লোক সংখ্যা প্রায় পাচ কোটি হইবেক ইহার অধিকাংশ এই প্রদেশে আছে এবং এই অধিক লোকের বিচারার্থ প্রায় ১৫০ শত ইংগ্রওঁীয় জজ ও মাজিস্ত্রিট তাবৎ শহরে ব্যাপিত হইয়াছেন অতএব এমত অল্প লোকদ্বারা বহুকৰ্ম্ম নিম্পন্ন করণে অক্ষম সুতরাং বাঙ্গালি সদর আমিন ও মনসোব রাখিয় সামান্য মোকদম। সকল সম্পন্ন করান কিন্তু কৰ্ম্মের আধিক্য হওয়াতে এরূপ লোকের আধিক্য হইতেছে অতএব ইহাতে কৰ্ম্মের সূক্ষ্ম ন হইয়া বরং মান্দ্য হইতেছে । অন্য ব্যক্তিরদিগকে ভূম্যধিকারী করাতে কেবল র্তাহারাই তদুপস্বত্বে স্বর্থী হয়েন এমত নহে তাহাতে অনেকেই স্বর্থী হইয় থাকে এবং তদুপস্বত্বে বড়২ জমীদারের বাদশাহের ন্যায় হইয়া স্থখ ভোগ করেন বৰ্দ্ধমানের শ্ৰীযুত মহারাজাধিরাজ কহেন যে তিনি আপন জমীদারিতে মালগুজারি করিয়াও প্রতি বৎসর দশ লক্ষ টাকা পায়েন ইহাতে অনুভব হয় যে তিনি আপন লভোর অৰ্দ্ধেকও অঙ্গীকার করেন নাই পূৰ্ব্বং প্রজালোকেরা গবর্ণমেণ্টকে জমীদার ও সৰ্ব্বাধ্যক্ষ করিয়া বোধ করিত এক্ষণে জমীদার লোককেই তদ্রপ মান্ত করিবে এক ব্যক্তি বড় মানুষ জমীদার যাহার অধিক আয় আছে সে ব্যক্তি এক জন ইংরাজকে { যে ব্যক্তি অল্প বেতনে অধিক শ্রম করে তাহাকে ] সামান্য জ্ঞান করে জমীদারের প্রজালোকের প্রতি নানাপ্রকার অত্যাচার করিয়া থাকেন যদ্যপি আপন জমীদারির মধ্যে পুলবন্দি ও রাস্তাবন্দি করিতে হয় কিম্ব চৌকীদারেরদিগকে মাহিয়ান দিতে হয় তবে প্রজালোকের স্থানে চাদ করিয়া লয়েন কোন২ সঞ্চয়ুশীল জমীদার ব্যক্তিরা আপন২ নগদ টাকা ও কাগজপত্রাদি বিক্রয়দ্বারা জমী খরিদ করেন তাহার কারণ এই যে ইহাতে কতৃত্ব ও অধিক লভ্য হয় । গবর্ণমেন্ট যদ্যপি এক নূতন আইন স্থাপন করেন তবে ইহাতে অধিক কর লভ্য করিতে পারে আর টেক্স প্রজালোকের উপর না করিয়া জমীদার লোকের উপর করিলে ভাল হয়। গত ২৪ এপ্রিল কলিকাতা ক্রোনিকেল নামক সমাচারপত্রে এ বিষয় প্রকাশ হইয়াছিল পাঠকবর্গের জ্ঞাপনার্থে ইহা আমরা সংক্ষেপে তর্জমা করিয়া স্থল তাৎপৰ্য্য প্রকাশ করিলাম —সং চং ( ৩ ফেব্রুয়ারি ১৮২৭ । ২২ মাঘ ১২৩৩ ) স্কপ্রিমকোর্টের জুরিবিযয়ে –বড় আদালতে এতদেশীয় লোকেদের জুরি হওন বিষয়ে অসন্তুষ্টি দৰ্শাইয়া কোন ব্যক্তি বাঙ্গাল হরকরানামক ইংরাজী সমাচার পত্রে যাহা প্রকাশ করিয়াছেন তাহার স্থলমাত্র আমরা নীচে প্রকাশ করিতেছি। ہی؟ مجت
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।