সমাজ Rove আপত্তি করেন নাই। ঐ শীলনদেশস্থ অনেকেই খ্ৰীষ্টীয়ান এবং অবশিষ্ট লোকেরা বৌদ্ধ । অতএব উভয়েই জাতির বন্ধন হইতে মুক্ত বাঙ্গালার লোকের হিন্দু ইহারা যদবধি এই ব্যবস্থাতে থাকিবেক তদবধি ইংরাজী জুরির কৰ্ম্ম নিম্পত্তি করিতে পরিবেক না এবং পারিলেও করিবেক না এইমত গবৰ্ণমেণ্ট গেজিটিতে প্রকাশ পাইয়াছে। সং চং ( ১৩ ডিসেম্বর ১৮২৮ । ২৯ অগ্রহায়ণ ১২৩৫ ) জুরি —মূতন রীতিমত মুপ্রিমকোটের এই মিসিলে অন্তই পীটি জুরির মধ্যে ব্রজমোহন সেন এক জন পীটি জুরি হইয়াছেন...। ( বাঙ্গলা সমাচারপত্রহইতে নীত । ) ( ৩ নবেম্বর ১৮২৭ । ১৯ কাৰ্ত্তিক ১২৩৪ ) সৈন্য —গত সোমবার তেলিকা নামে বাস্পের জাহাজ গোরা সৈন্য লইয়া শ্রীরামপুরের নীচের গঙ্গা নদী দিয়া চুচড়ায় গমন করিল। সেই সকল সৈন্ত অনুমান আড়াই শত তাহারা ইংগ্রগুহইতে একটা জাহাজদ্বার। গত বৃহস্পতিবারে এখানে পহুছিল । গত দুই বৎসরের মধ্যে ইংগ্রগুহইতে যে সকল গোর সৈন্য এখানে পহুছিয়াছে তাহারদের বিষয়ে শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুর পূর্ব রীতির অপেক্ষা অনেক ব্যতিক্রম করিয়াছেন। সকলেই অবগত আছেন যে বাঙ্গালার অন্তঃপাতি দেশে বিংশতি রেজিমেণ্ট গোর সৈন্ত আছে সেই সকল রেজিমেন্টের মধ্যে অনুমান বিশ হাজার গোরা সৈন্য হইবে তাহারদের মধ্যে বৎসরে২ অনেক লোক পীড়া এবং কারণাস্তরে মরে অতএব সেই সৈন্য সম্পূর্ণরূপে ভৰ্ত্তি রাখিবার জন্যে অনেক সেনাপতি ইংমণ্ডদেশের নানাস্থানে নিযুক্ত আছে এবং তাহারা ইংল্লণ্ডদেশে নুতন গোরা সৈন্ত একত্র করিয়া এ দেশে প্রেরণ করে এতদ্দেশে সেই সৈন্তের প্রেরিত হইলে যে স্থানে সে রেজিমেন্ট থাকে সে স্থানে প্রেরিত হইয়া তাহাতে ভৰ্ত্তি হয় । ইহার পূৰ্ব্বে যখন নূতন সৈন্য এ দেশে পহুছিত তখন তাহার কলিকাতার কিল্লাতে আসিয়া কিছুদিন থাকিত কিন্তু কলিকাতা নগরহইতে কিল্লা অতিনিকট এপ্রযুক্ত তাহ দেখিবার কারণ আগত নূতন সৈন্যেরা ছুটি লইয়া কলিকাতা নগরের মধ্যে যাইয়া রৌদ্রেতে ভ্রমণ এবং মদ্যপান ও লম্পটতাদি এরূপে নানাপ্রকার অত্যাচার করিত তাহাতে অনেক সৈন্য আপনারদের রেজিমেণ্টে পন্থছিবার পূর্বেই কালপ্রাপ্ত হইত। যখন হলওঁীয়ের চুচড়ী ইংগ্রওঁীয়েরদের নিকটে বিক্রয় করিল তখন শ্ৰীশ্ৰীযুত এই নিশ্চয় করিলেন যে সেই চুচড়াতে ইংল্পগুহইতে নূতন আগত সৈন্ত সকল সংগ্ৰহ হইবে পরে সেখানহইতে আপন২ রেজিমেণ্টেতে বিলি হইবেক ইহাতে এই উপকার দর্শিল যে নূতন সৈন্য সকল কলিকাতার মধ্যে প্রবেশ করিতে পারিল না তাহাতে তাহারা ঐ সকল লম্পটতাদিহইতে নিবৃত্ত রহিল। শ্ৰীশ্ৰীযুত এ বিষয়ে আরো এই নিয়ম করিয়াছেন যে যখন ইংল্পগুহইতে নৃতন সৈন্ত এখানে পহুছে তখন জাহাজহইতে বাস্পের জাহাজদ্বারা তাহারদিগকে ও তাহারদের
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।