RSసిరి মংবাদ পত্রে সেনকালেৰ কথা কারণ এই ষে দিবসে শহরের কি রাস্থা কি গলিতে সৰ্ব্বত্রই অনবরত লোক গমনাগমন এক পলও বিরত হয় না তৎকালে হালালখোরের বিষ্ঠার ভার লইয়া রাস্থা দিয়া যাইতে হইলে লোকেরদের সর্বদা কষ্ট জ্ঞান হয়। এবং মলভার লইয়া নিৰ্ম্মল গঙ্গা জলে নিক্ষেপ করে তাহাতে লোকেরদের স্নানাদির ব্যাঘাতও হয় অতএব যাবৎ পৰ্য্যস্ত লোকেরদের গমনাগমন রাস্থাতে অধিক থাকে তাবৎ হালালথোরের স্বব্যবসায় করিতে পরিবে না। অতএব হালালথোরের রাত্রিতে আপন২ কৰ্ম্ম করিতেছে । সন্ত্রান্ত লোক ( ১৯ সেপ্টেম্বর ১৮১৮ । ৪ আশ্বিন ১২২৫ ) মরণ –গোপীমোহন বাবু এতদেশের মধ্যে অতি খ্যাত এবং সম্পত্তিতে ও সন্ততিতে অখণ্ড ভাগ্যবান ও শিষ্ট ও অনুগত প্রতিপালক ও গুণজ্ঞ ও গুণবান ও প্রিয়ম্বদ ছিলেন তিনি নানা মুখবিলাসে ও সংকৰ্ম্মেতে ও পরোপকারেতে এতাবৎ কাল ক্ষেপণ করিয়া ১২২৫ সালের ১ আশ্বিন বুধবার ইহ লোক পরিত্যাগপূর্বক পর লোকপ্রাপ্ত হইয়াছেন এবং আপন সন্তানেরদের প্রতিপালনার্থে আশী লক্ষ টাকা রাখিয়া ও চিরজীবিনী কীৰ্ত্তি সংস্থাপন করিয়! আপনি স্বকৰ্ম্মাম্যায়ি ফলভাগী হইয়াছেন । ( ৮ এপ্রিল ১৮২০ । ২৮ চৈত্র ১২২৬ ) মরণ –গত শনিবার ১ এপ্রিল ২১ চৈত্র বাবু স্থৰ্য্যকুমার ঠাকুর পরলোকগত হইয়াছেন কলিকাতাতে র্তাহার স্থখ্যাতি ছিল অতএব তাহার কারণ অনেক লোক খেদ করিতেছে । ( ২৯ এপ্রিল ১৮২০ । ১৮ বৈশাখ ১২২৭ ) ওলাউঠা —.ওলাউঠা রোগে কলিকাতার এই২ ভাগ্যবান লোক মরিয়াছেন। বাবু, স্বৰ্য্যকুমার ঠাকুর ও বাবু মোহিনীমোহন ঠাকুর ও কোম্পানির ত্রেজুরির খাজাঞ্চি জগন্নাথ বসু ও কলিকাতার একশ্চেঞ্জ ঘরের কৰ্ম্মকারী শিবচন্দ্র বস্থ । এবং ইংগ্রণ্ডীয় সাত জন সাহেব মরিয়াছেন । - ( ২০ মে ১৮২০ । ৮ জ্যৈষ্ঠ ১২২৭ ) ইস্তাহার – ইস্তাহার দেওয়া যাইতেছে ষে বাবু স্থৰ্য্যকুমার ঠাকুর লোকাস্তর গমন কালে শ্ৰীযুক্ত বাৰু চন্দ্রকুমার ঠাকুরকে আপনার তাবৎ বিষয় সমর্পণ করিয়া গিয়াছেন এক্ষণে
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।