S Sb= মংবাদ পত্রে সেনকালের কথা ( ৩ জুলাই ১৮১৯ । ২০ আষাঢ় ১২২৬ ) ডক্তর রবিসন সাহেবের মরণ –গত সপ্তাহে রবিসন সাহেব মোং কলিকাতায় মরিয়াছেন তিনি কোম্পানির চিকিৎসক ও অতিবিজ্ঞ ছিলেন তিনি অনেক২ গরীব লোকের বিনামূল্যে রোগ প্রতীকার করিয়াছেন এবং গত বৎসরে কুষ্ঠি লোকেরদের বিনা মূল্যে চিকিৎসার কারণ যে এক চিকিৎসালয় হইয়াছে তাহার মূলীভূত ইনি ছিলেন। ( ১৩ নবেম্বর ১৮১৯ । ২৯ কাৰ্ত্তিক ১২২৬ ) পোষ্যপুত্ৰ –শুনা যাইতেছে যে নবদ্বীপাধিপতি মহারাজ মহাশয় ঐক্রযুত গিরীশচন্দ্র রায় বাহাদুর আপনার ঔরস সস্তানামুৎপত্তি প্রযুক্ত পোষ্য পুত্ৰ লইয়াছেন। ( ১৫ জানুয়ারি ১৮২০ । ৩ মাঘ ১২২৬ ) ; মরণ —২৪ পৌষ তারিখে মোকাম কলিকাতা নিমতলার ঘাটে কৃষ্ণগোবিন্দ সেন পরলোকপ্রাপ্ত হইয়াছেন শ্ৰীযুত গুরুপ্রসাদ সেন ও শ্ৰীযুত শিবপ্রসাদ সেন ও শ্ৰীযুত রাধামোহন সেন ও শ্ৰীযুত মদনমোহন সেন ও শ্ৰীযুত ভুবনমোহন সেন ও শ্ৰীযুত লালমোহন সেন তাহার এই ছয় পুত্র আছেন তিনি আপন মরণের পূৰ্ব্বে আপন সম্পত্তির উয়িল করিয়া গিয়াছেন তাহার টরণি শ্ৰীযুত লালমোহন চৌধুরি ও শ্ৰীযুত রাধামোহন চৌধুরি ও শ্ৰীযুত শিবপ্রসাদ সেন। এবং শ্ৰীযুত বাৰু লাড়লীমোহন ঠাকুরের সহিত ষে তাহার জমীদারির মোকদ্দমা সদর দেওয়ানি আদালতে হইতেছিল সে মোকদ্দমা বিলাত আপীল হইয়া সেখানে হইতেছে সে মোকদ্দমারও মোক্তিয়ার ঐ তিন জন । ( ২৯ জানুয়ারি ১৮২০ । ১৭ মাঘ ১২২৬ ) শ্ৰীযুত লালাবাবু।–দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহের পৌত্র শ্ৰীযুত কৃষ্ণচন্দ্র সিংহ তিনি লালাবাবু নামে খ্যাত ছিলেন তিনি কতক বৎসর হইল শ্রীবৃন্দাবন তীর্থ দর্শনার্থ গিয়াছিলেন এবং সেখানকার রাজার সহিত সাহিত্য করিয়া তৎপ্রদেশে কতক জমীদারি লইয়া শ্ৰীবৃন্দাবনেই ঐশ্বর্ঘ্য পুরঃসর বাস করিতেন এবং সেখানে থাকিয়াই এতদেশীয় তাবদ্বিষয়েরও তত্ত্বাবধারণ করিতেন । সংপ্রতি সমাচার পাওয়া গেল যে তিনি সেখানকার ও এখানকার অনিত্য যাবৎ বিষয় পরিত্যাগপূর্বক পরমেশ্বর মাত্র নিষ্ঠচিত্ত হইয়া বৈরাগ্য ধৰ্ম্ম আশ্রয় করিয়াছেন এবং ঐহিক লজ্জা নিবারণার্থ কেবল কেীপীনমাত্রাবলম্বন করিয়াছেন ও ক্ষুধা নিবারণার্থ এক সন্ধ্যামাত্র ব্রাহ্মণ গৃহস্থের দ্বারে ভিক্ষোপজীবী হইয়াছেন । ইহাতে আশ্চৰ্য্য বোধ এই হয় যে যাহার এক সন্ধ্যার আহারোপযুক্ত সামগ্রী সঙ্গতি থাকে সেও এই সংসার মায় রজ্জ্ব ছেদন করিতে সমর্থ হয় না। তিনি চল্লিশ বৎসরবয়স্ক ও গঙ্গাগোবিন্দ সিংহ অবধি পুরুষত্রয়েতে ক্রম সঞ্চিত ধন ও ঐশ্বৰ্য্য ও অনুমান নয় দশ লক্ষ টাকার জমীদারী এবং স্ত্রী ও পুত্র ও ইষ্ট বন্ধু জ্ঞাতি কুটুম্বপ্রভৃতি পরিবার
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।