পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ R్సఫ్ স্নেহ বিসর্জন করিয়া বৈরাগ্যাখ্রয় করিয়াছেন ইহকালে এমত অন্যত্র সম্ভব হয় না । এখন র্তাহার নিকটে যদ্যপি কোন আত্মীয় লোক যায় তাহারদের সহিত আলাপও করেন না তাহার যাববিষয়ের অধিকারী তাহার পুত্র আছেন। ( ১৭ জুন ১৮২০ । ৫ আষাঢ় ১২২৭ ) লালাবাবুর মৃত্যু।--তিনি অনুমান বার বৎসর হইল শ্ৰীবৃন্দাবনে গিয়া বাস করিয়াছিলেন এবং সেখানে অনেক ধন ব্যয়পূর্বক প্রস্তরময় এক বৃহৎ পুরী নিৰ্ম্মাণ করিয়া তাহার মধ্যে সমুদায় শ্বেত প্রস্তরে নিৰ্ম্মিত অতি বৃহৎ এক মন্দির করিয়াছিলেন ও তাহাতে তিন ভ্রমূৰ্ত্তি সংস্থাপন করিয়াছিলেন র্তাহার নিত্য সেবার পরিপাটী কত লিখিব তেমন অন্যত্র দেখা যায় না । সেই পুরীর এক প্রাস্তে অতিথিশালা সেখানে অন্ধ অতুর নাগা সন্তাসী বৈরাগী বিদেশীয় প্রভৃতি সহস্র২ লোক প্রতি দিন নিয়ত থাকিত তাহারা ইচ্ছানুসারে আপন২ আহার অনায়াসে সরকারহইতে বরাওর্দিরূপ পাইত বিশেষ২ দিনে ইহাহইতে অধিকও জমা হইত। সেখানে আহারার্থী হইয়া যে যখন যাইত সে কদাচ বিমুখ হইত না এবং শ্ৰীবৃন্দাবন তীর্থের অন্তঃপাতি রাধাকুগু ও শুামকুণ্ড এই দুই তীর্থ স্থান অপরিস্কারে জঙ্গল হইয়া লুপ্তপ্রায় হইয়াছিল তিনি সে দুই স্থান পুনৰ্ব্বার সংস্কার করিয়৷ পূৰ্ব্ব হইতে অধিক শোভান্বিত করিয়াছেন লোকে কহে যে তাহাতে ছয় লক্ষ টাকা ব্যয় হইয়াছে। এই২ রূপ সেখানে অনেক কীৰ্ত্তি প্রকাশ করিয়াছেন। তিনি সেখানে থাকিয়া এখানকার ও সেখানকার বিষয় রক্ষা করিতেন কিন্তু দুই বৎসর হইল ঐহিক বিষয় চেষ্টাত্যাগপূর্বক পারলৌকিক বিষয় চেষ্টাতে মনোনিবেশ করিয়া বৈষ্ণবধৰ্ম্মাশ্রয় করিয়াছিলেন এবং মধ্যাহ্ন কালে পরের দ্বারে গিয়া মাধুকরী বৃত্তি করিয়া দিনযাপন করিতেন ঐহিক মুখ লিঙ্গ মনেও আনিতেন না। সংপ্রতি ১২২৭ সালের ২ জ্যৈষ্ঠ ইং ১৮২৭ সালের ১৪ মে রবিবারে চেয়াল্লিশ বৎসর বয়সের কালে জ্ঞানপূর্বক তাহার শ্রীবৃন্দাবন প্রাপ্তি হইয়াছে। তিনি শ্ৰীবৃন্দাবনে যে২ কীৰ্ত্তি করিয়াছেন তাহ বহুকাল থাকে এমত নিৰ্ব্বন্ধ করিয়াছেন । তৎপ্রদেশে যে জমীদারি ও অন্য২ বিষয় করিয়াছেন তাহাতে বৎসর ২ যে লভ্য হয় তাহাতে সেখানকার খরচ স্বচ্ছদে চলিবেক । ( ১৯ ফেব্রুয়ারি ১৮২০ । ৮ ফাল্গুন ১২২৬ ) মরণ –কলিকাতার পাথুরেঘাটার রামলোচন ঘোষ মুখ্যাতিমান লোক ছিলেন সংপ্রতি পীড়াগ্রস্ত হইয়া গত রবিবারে গঙ্গাযাত্রা করিয়া পথে আপন বিভবানুসারে ধন ব্যয় করিয়াছিলেন পরে পরলোক প্রাপ্ত হইয়াছেন। ( ১৯ ফেব্রুয়ারি ১৮২০ । ৮ ফাল্গুন ১২২৬ ) শ্ৰীযুত সৰ্ব জেমস কোলক্ৰক সাহেব।—অনেক কালপর্যন্ত শ্ৰীযুত সর জেম্স কোলক্ৰৰ