পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ షిఫిషి প্রহরের সময় শহর কলিকাতার শ্ৰীযুত হরলাল মিত্রের বাগবাজারের এক বাট ও জায়গা সরিফ দপ্তরে নিলামে বিক্রয় হইবেক । ( ৪ নবেম্বর ১৮২০ । ২৪ কাৰ্ত্তিক ১২২৭ ) মরণ –গত শুক্রবার ২৭ আকটোবর ১২ কাৰ্ত্তিক কলিকাতার বাবু জয়কৃষ্ণ সিংহের মৃত্যু হইয়াছে তাহার বয়ঃক্রম অধিক হইয়াছিল না এবং তাহার মুখ্যাতি সৰ্ব্বত্র ছিল। ( ২৩ অক্টোবর ১৮২৪ । ৮ কাৰ্ত্তিক ১২৩১ ) টণি —...ষোড়াসাকোনিবাসি প্রাণকৃষ্ণ সিংহ মরিয়াছেন তাহার টনি ঐ স্থাননিবাসি শ্ৰীযুত রাজকৃষ্ণ সিংহ হইয়াছেন । - ( ১১ নবেম্বর ১৮২০ । ২৭ কাৰ্ত্তিক ১২২৭ ) শ্ৰীযুত কোঙর হরিনাথ রায় —কাশীম বাজারের শ্ৰীযুত কোঙর হরিনাথ রায় বাহাদুরের এলাগাদ নাবালগী প্রযুক্ত তাহার জমিদারি সরবরাহকারের জিম্বাতে ছিল এই বৎসর তিনি উপযুক্ত বয়ঃপ্রাপ্ত হইয়া আপন জমিদারির খোদ বন্দোবস্ত করিতেছেন । ইহাতে তাহার সুখ্যাতি হইয়াছে। ( ৫ মার্চ ১৮২৫ । ২৫ ফাল্গুন ১২৩১ ) ঐঐযুতের দরবার —২৫ ফেব্রুআরি শুক্রবার কলিকাতার রাজগৃহে এক দরবার হইয়াছিল...তাহাতে শ্ৰীশ্ৰীযুত এই২ মহাশয়েরদিগকে খেলাৎ দিলেন।“ শ্ৰীযুত কুঙর হরিনাথ রায় রাজা ও বহদির খেতাব প্রাপ্তিহেতুক সাত পার্টার খেলাং ও এক জিগা ও এক ছড়া মুক্তার মালা ও এক সরপেচ ও মুক্তার চৌকরা পাইলেন । ( ৪ ফেব্রুয়ারি ১৮২৬ । ২৩ মাঘ ১২৩২ ) আগমন –ছয় সাত দিবস অতীত হইল শ্ৰীযুত মহারাজ হরিনাথ রায় বাহাদুর মুরশেদাবাদহইতে আগমন করিয়া মহাসমারোহপূর্বক কবরডাঙ্গার বাসায় অবস্থিতি করিয়াছেন। ( বাঙ্গাল সমাচারপত্রহইতে নীত । ) ( ৮ সেপ্টেম্বর ১৮২৭ ৷ ২৪ ভাত্র ১২৩৪ ) নবকুমার –পত্রদ্বারা জানা গেল গত ১৫ ভান্দ্র বৃহস্পতিবার মোকাম কাশীমবাজারের শ্ৰীযুত হরিনাথ রায় বাহাদুরের শুভ তৃতীয় রাজকুমার জন্মিয়াছেন তদুপলক্ষে মহারাজ অনেক