পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పిరి 8 মংবাদ পত্রে মেকালের কথা পত্রের মধ্যে আর এই কথা বিন্যাস করিতে চাহিলেন যে শ্ৰীশ্ৰীযুত অম্মদাদির ধৰ্ম্মদ্বেষ করিলেন না ও সহমরণের কোন বাধা জন্মাইলেন না এই বিষয়ে আমরা যে র্তাহার প্রশংসা করি সেও অবগু কৰ্ত্তব্য। শ্ৰীযুত রামকমল সেনও সেই কথাতে সম্মতি প্রকাশ করিলেন এবং তং কথার প্রামাণ্যের জন্তে যখন সভার সম্মুখে কহ গেল তখন প্রায় সকলেই স্বস্ব সম্মতি জানাইলেন। শ্ৰীযুত বাবু রাধামাধব বন্দ্যোপাধ্যায় পুনৰ্ব্বার উঠিয়া সভার প্রতি কহিতে লাগিলেন যে আমি বাসনা করি যে আমারদের প্রিয় শ্ৰীশ্ৰীযুত বড় সাহেবের প্রশংসার নিমিত্ত কোন বহু কালস্থায়ী নিদর্শন স্থাপিত করা যায় তাহাতে এই নিবেদন করি যে চান্দপালের ঘাটে অতিমনোহর এক খীলান গ্রন্থন হয় ও তাহার উপরে শ্ৰীশ্ৰীযুতের মূৰ্ত্তি থাকে ও দুই পাশ্বের থামে তাহার প্রশংসাপত্র খুদিয়া রাখা যায় । এই কথা শুনিয়া সভার মধ্যে কেহ২ অধিক সাধুবাদ করিলেন কিন্তু সকলের অভিপ্রেত না হওয়াতে সে বিষয় স্থির হইল না । s শ্ৰীযুত বাবু হরিমোহন ঠাকুর নিবেদন করিলেন যে এই সভা করণের কারণ উপকার স্বীকার শ্ৰীযুত সরীফ সাহেবের প্রতি হউক তাহা হইল । শ্ৰীযুত বাবু রামকমল সেন নিবেদন করিলেন যে এই সভাকৰ্ম্মসম্পাদনের উপকার স্বীকার শ্ৰীযুত বাবু হরিমোহন ঠাকুরের প্রতি হউক তাহা হইল । এই সভাতে কলিকাতার মধ্যে সকলহইতে ভাগ্যবান ত্রিশ চল্লিশ জন ছিলেন। এই সভার কৰ্ম্মেতে সকলে সন্তুষ্ট হইয়া বিদায় হইলেন । - ঐ সকল কথা ২০ দিসেম্বরের কলিকাতার জরনেলহইতে আমরা লইলাম কিন্তু পরদিনকার জরনেলে ঐ বিষয় এমত ছাপিয়াছে যে কোন ভাগ্যবান বাঙ্গালিহইতে এই সমাচার পাওয়া গেল যে এতদ্দেশীয়েরদের ছাপা যন্ত্র করণে শ্ৰীশ্ৰীযুতের অনুমতিপ্রযুক্ত প্রশংসাপত্রে তাহার স্তব করার কল্প হইয়াছিল তাহাতে কাহারো অনভিপ্রায়হেতুক সে কথা দেওয়া যায় নাই। এবং শ্ৰীশ্ৰীযুত জীবৎ স্ত্রী দাহের বাধা যে না জন্মাইয়াছেন তদ্বিষয়ে তাহার স্থখ্যাতি লিখন স্থির হইয়াছিল তাহাতে শ্ৰীযুত বাবু রসময় দত্ত ও শ্ৰীযুত বাবু রামকমল সেন কহিলেন যে এই ক্রিয়া আমারদের দেশের নিন্দনীয়া অতএব সে কথা ইহাতে বিন্যাস করা কৰ্ত্তব্য নহে এই নিমিত্তে ঐ সভা শ্ৰীশ্ৰীযুতের প্রশংসা পত্রে এতাবন্মাত্র লিখিলেন যে শ্ৰীশ্ৰীযুত আমারদের ধৰ্ম্মদ্বেষ করিলেন না এই সামান্যতো লিখিলেন কিন্তু বিশেষ২ করিয়া কিছু লিখিলেন না । এইরূপ কলিকাতার জরনেলে ছাপা গিয়াছে। আর এক বিষয় তৎসময়ে স্থির হইল যে অন্য এক সংপ্রদায় নিযুক্ত হইবেন ও তাহারা গবর্ণরমেস্ত পারসীয় সেক্টারির নিকটে গিয়া নিশ্চয় করিবেন যে শ্ৰীশ্ৰীযুত আমারদের এই পত্র কোন দিন শুনিতে ইচ্ছা করেন । সে সংপ্রদায় এই শ্ৰীযুত বাৰু গোপীমোহন দেব ও শ্ৰীযুত বাৰু হরিমোহন ঠাকুর ও শ্ৰীযুত বাবু রাধামাধব বন্দ্যোপাধ্যায় ও শ্ৰীযুত বাবু রামরত্ব মল্পিক ও শ্ৰীযুত বাবু কাশীনাথ ঘোষাল ।