সমাজ SNరి( ( ১ মার্চ ১৮২৩ । ১৯ ফাল্গুন ১২২৯ ) মরণ ॥—১৮ ফেব্রুঅারি মঙ্গলবার কলিকাতার বহুবাজারে বিবী জোহানা বটেলো এক শত বিশ বৎসরবয়স্কা হইয়া পরলোকগামিনী হইয়াছেন যে কালে নবাব সিরাজদ্দৌলা ইংল্পওঁীয়েরদের উপরে দৌরাত্ম্য করিয়াছিলেন তখন এই বিবী আপন সস্তানেরদিগকে লইয়া মোং বজবজিয়ায় কোম্পানির কিল্লাতে পলাইয়াছিলেন এবং যাবৎপৰ্য্যস্ত কলিকাতার পুরাণ কুঠতে সাহেব লোক স্থির হইয়া না বসিলেন তাবৎ সেইখানে বাস করিয়াছিলেন। ( ৭ জুন ১৮২৩ ৷ ২৬ জ্যৈষ্ঠ ১২৩০ ) মৃত্যু —কলিকাতার জোড়াবাগানের বাবু গঙ্গানারায়ণ সরকার ১৬ জ্যৈষ্ঠ বুধবারে পরলোকপ্রাপ্ত হইয়াছেন । ইহার বয়ঃক্রম প্রায় আশী বৎসর হইয়াছিল এবং ইনি একচল্লিশ বৎসর একাদিক্ৰমে শ্ৰীযুত পামর কোম্পানির কুটীতে কৰ্ম্ম করিয়াছেন। এবং যত দিন পর্য্যস্ত ঐ কৰ্ম্মে নিযুক্ত ছিলেন তাহার মধ্যে তাহার নাম ও সংপ্রম ও বিশ্বাসের হানি কখনও হয় নাই। এবং তিনি চালাক ও প্রজ্ঞ ও নম্রশীল ছিলেন অতএব তাহার মরণে অনেকের খেদ হইয়াছে । ( ৭ জুন ১৮২৩। ২৬ জ্যৈষ্ঠ ১২৩০ ) টৰ্ণি –•••বাগবাজারনিবাসি হরিশ্চন্দ্র মিত্র জমিদার মরিয়াছেন তাহার টণি বাগবাজারনিবাসি শ্ৰীযুত রাজচন্দ্র মিত্র হইয়াছেন। ( ৩০ আগষ্ট ১৮২৩ । ১৫ ভাদ্র ১২৩e ) পঞ্চত -আমরা অত্যন্ত থিষ্ঠমান মানসে প্রকাশ করিতেছি যে মহারাজ রাজকৃষ্ণ বহদির শন ১২৩০ শালের ৪ ভাদ্র ইং শন ১৮২৩ শালের ১৯ আগস্ত মঙ্গলবার মধ্যাহ্ন কালে কালধৰ্ম্মাবলম্বী হইয়াছেন। ইহাতে র্তাহীর আত্মীয় ও প্রতিবাসি লোক যে কেবল থিয় হইয়াছেন সে নহে কিন্তু তাহার নাম যাহার কর্ণগোচর হইয়াছে তিনিও ইহাতে খেদপ্রাপ্ত হইবেন যেহেতুক তাহার বয়ঃক্রম চিত্বারিংশদ্বৎসরের অধিক হইয়াছিল না এবং তিনি নিজে গুণজ্ঞ এবং বিদেশী ও স্বদেশী নানা গুণিজনের এক অবলম্বন স্থান ও তিনি প্রকৃত মহাশয় ছিলেন র্তাহার সকল গুণ বর্ণন করিতে হুইলে পত্ৰবাহুল্য হয় । ( ১৩ সেপ্টেম্বর ১৮২৩ । ২৯ ভাত্র ১২৩° ) মরণ ॥—শহর কলিকাতার ষোড়াবাগাননিবাসি মথুরামোহন সেনের পুত্র রূপনারায়ণ সেন অষ্টম দিবস বিকারপ্রাপ্ত জরভুক্ত হইয়া সন ১২৩০ শালের ২১ ভাদ্র শুক্রবার পরলোকগামী হইয়াছে তাহার বয়ঃক্রম পয়ত্রিশ বৎসর হইয়াছিল ইহার মরণে অনেকে খেদিত আছেন।
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।