সমাজ SNరిగి প্রথম মৎস্য ক্রীড়া তৎপরে জলের ফোয়ার অনন্তর দোলনপ্রভৃতি দেখিতে২ রাত্রি হইল তথাচ বাবু ও সাহেব বিবির আনন্দ বৃদ্ধি করণ হেতুক লণ্ঠনের আলোকদ্বারা গোশালা ও অস্তঃপুরের পুষ্করিণী এবং পরিবারেরদিগের বাস স্থানপ্রভৃতি দেখাইলেন অপরঞ্চ তাহারা গৃহে গমনোদ্যত হওন সময়ে আতর গোলাব ও অতিউত্তম গোলাব পুষ্পের তোররা এক খুঞ্চ ভরিয়া বিবি সাহেবের সম্মুখে রাখিলেন সাহেবের বাবুর সন্তোষ হেতুক তাহা গ্রহণপূর্বক মহা আহলাদিত হইয়া স্বস্থানে প্রস্থান করিলেন । ( ৬ ডিসেম্বর ১৮২৩। ২২ অগ্রহায়ণ ১২৩০ ) ইশতেহার —শ্ৰীকাশীনাথ চট্টোপাধ্যায় সকলকে জানাইতেছেন যে তিনি বহুকালাবধি মোং কলিকাতা পাথুরিয়াঘাটানিবাসী ছিলেন সে বাট কোন কাজিয়াতে ছাড়া হইয়াছে মোকদ্দমা সুপ্রীমকোর্টে আছে সময়ামুসারে হইবেক । এইক্ষণে সন ১২২৭ শাল অবধি মোং কলিকাতা জোড়াসাকে চাসাধোপা পাড়ার ৩৬ নম্বরের বাট খরিদ করিয়া সপরিবারে বসতি করিতেছেন ইহা সকলকে বিজ্ঞাপন কারণ জানাইতেছেন। আর কিঞ্চিৎ বাসনা এই যে বহুকাল অর্থাৎ সতর আটার বৎসর যশোহর জিলার হাজরাপুর মোতালকে নীলের কুঠাতে মেং ইংলাস এনকো সাহেবের সরকারে প্রসিদ্ধরূপ কৰ্ম্ম করিয়াছেন সে দেশ গঙ্গাহীন তৎপ্রযুক্ত এই ক্ষণে বাসনা যে যদি শহরে কেহ উপযুক্ত উপলক্ষ্য দিয়া রাখে তবে তাহার পুণ্য প্রতিষ্ঠার সীমা নাই ইতি । ( ২১ জুন ১৮২৮ । ৯ আষাঢ় ১২৩৫ ) কাশীনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যু —আমরা অত্যস্ত খেদপূৰ্ব্বক সকলকে জানাইতেছি যে শ্ৰীলশ্ৰীযুত ব্লাকিয়র সাহেবের দেওয়ান কাশীনাথ চট্টোপাধ্যায় মহাশয় যিনি বহুকালাবধি দেওয়ান হইয়া ঐ কৰ্ম্ম নিৰ্ব্বাহ করেন এবং সব্য ভব্য স্থশীলতায় এতন্নগরে অত্যন্ত প্রতিষ্ঠিত ছিলেন তিনি গত বুধবার তারিখে ওলাউঠারোগে লোকান্তর গমন করিয়াছেন ইহাতে এতন্নগরের আবাল বৃদ্ধ অনেকেই আক্ষেপ করিতেছেন এবং আমরা পরমেশ্বরের নিকট প্রার্থনা করি যে তিনি এ জগতে আমারদিগের এবং অনেককে যেমত মুখে রাখিয়াছিলেন তদনুরূপ তাহার পরকাল সুখে যাপন হয় ।—তিং নাং ( ৬ ডিসেম্বর ১৮২৩। ২২ অগ্রহায়ণ ১২৩০ ) শ্ৰীযুত রাজা গৌরবল্লভ রায়ের মোকদ্দমার জয় —মহারাজ রাজবল্লভ রায়ের মৃত্যুর পূৰ্ব্বে র্তাহার পুত্রের পোষ্য পুত্ৰ লইবার জন্ত অনুমতি ছিল। পরে সেই অনুমভ্যন্থসারে শ্ৰীযুত রাজা গৌরবল্লভ রায় রাজা মুকুন্দবল্লভ রায়ের রাণীর পোষ্য পুত্র হয়েন। তাহাতে ঐ মহারাজের ভাগিনেয় শ্ৰীযুত জগন্নাথ প্রসাদ বাবু ঐ পোষ্য পুত্র অন্যথা করিবার
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।