পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ8の মংবাদ পত্রে মেকালেৰ কথা ( ১৬ জুলাই ১৮২৫ । ২ শ্রাবণ ১২৩২ ) শ্ৰীযুত মহারাজ কালীশঙ্কর বহদির ॥—কাশীতে শ্ৰীশ্ৰীযুতের প্রতিনিধি শ্ৰীযুত ব্রুক সাহেব ইংল্পওঁীয় রাজাকুমত্যনুসারে গত ১১ মার্চ তারিখে কাশীধামে রাজদরবারে বসিয়া ক্রযুত বাবু কালীশঙ্কর ঘোষালকে রাজা ও বহাদর আখ্যা দিয়াছেন এবং সাত পার্চার খেলাৎ ও এক জিগা ও এক শিরপেচ ও এক ছড়া মুক্তার হার ও ঝালর দেওয়া একথান পালকী দিয়াছেন । ( ২৭ জানুয়ারি ১৮২৭ । ১৫ মাঘ ১২৩৩ ) দরবার।—১৮ জানুআরি বৃহস্পতিবার দিবা এগার ঘণ্টার সময় শ্ৰীশ্ৰীযুত লার্ড কম্বরমীর কলিকাতার গবর্ণমেণ্ট ঘরে এক দরবার করিয়াছিলেন তাহাতে এই২ লোকেরা আসিয়া খেলাৎ পাইয়াছেন। -- 球 দেওয়ান গোবৰ্দ্ধন মিত্র ত্রিপুরার রাজা কাশীচন্দ্রের রাজ্যপ্রাপ্তিহেতুক এক ঘোড়৷ শাল ও এক গোসবারা পাইয়াছেন । ত্রিপুরার মৃত রাজার উকীল রামধন বন্দ্যোপাধ্যায় আপন প্রভুর মরণহেতুক এক ঘোড়া শাল পাইয়াছেন । রাজা কালীশঙ্কর ঘোষালের পুত্র সীতাচরণ ঘোষাল শ্ৰীশ্ৰীযুতের সহিত প্রথম সাক্ষাৎ করণহেতুক পাচ পাৰ্চার খেলাং ও এক সরপেচ পাইয়াছেন ।... ( ২ অক্টোবর ১৮২৪ । ১৮ আশ্বিন ১২৩১ ) মৃত্যু —২৫ সেপ্তম্বর শনিবার প্রাতে জোজেফ বেরাটো সাহেব পরলোকগত হইয়াছেন তাহাতে ২৬ সেপ্তম্বর রবিবার প্রাতে রোমাণকাতোলিক চর্চ অর্থাৎ পোর্ভ গীশীয় গির্জায় তাহার গোর হইয়াছে। তৎকালে সমারোহ হইয়াছিল যেহেতুক অনেক ইংগ্রওঁীয় সাহেব লোক ও নানদেশীয় খৃষ্টীয়ানেরদিগের সহিত র্তাহার আত্মীয়তা ছিল তৎপ্রযুক্ত র্তাহার অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ে অনেকের সমাগম হইয়াছিল। এই সাহেবের মৃত্যুতে কলিকাতানিবাসি যে সকল লোক তাহাকে জ্ঞাত আছেন তাহারা সকলেই মহাখেদিত হইয়াছেন এবং আমরা মনে করি যে এই সমাচার সর্বত্র প্রচার হইলে অনেকেই খেদিত হইবেন যেহেতুক ইনি অতিধনাঢ্য এবং পরোপকারী ও মুশীল ও নিরহস্কার মনুষ্য ছিলেন । ( ৯ এপ্রিল ১৮২৫ । ২৮ চৈত্র ১২৩১ ) মৃত্যু —মোং কলিকাভার সিমুলিয়া নিবাসী বাবু রামদুলাল সরকার অতিভাগ্যবানরূপে খ্যাত ছিলেন সংপ্ৰতি গত ২০ চৈত্র শুক্রবার বেলা আড়াই প্রহরের সময় গঙ্গাতীরে জ্ঞানপূর্বক পরলোকগত হইয়াছেন।