সমাজ ミリs ( ২৮ মে ১৮২৫ । ১৬ জ্যৈষ্ঠ ১২৩২ ) আশ্চৰ্য্য মৃত্যু –ভাজনঘাটনিবাসি জনমেজয় রায়নামক এক জন বৈদ্য শ্রীরামপুরের ছাপাখানায় অনেক দিবসাবধি প্রধানপদে নিযুক্ত ছিলেন ।...গত রবিবার-প্রাণবায়ু শরীর ত্যাগ করিল । ইহার বয়ঃক্রম অনুমান আটাইশ বৎসর হইয়াছিল । ( 8 खून s४२4 ।। २७ &खाठे २२७२ ) গুণবানের মৃত্যু —হাটখোলানিবাসি বাবু মদনমোহন দত্তের পৌত্র হরলাল দত্তের পুত্ৰ মণিমাধব দত্ত গত ২৬ বৈশাখে পরলোকপ্রাপ্ত হইয়াছেন তদ্বিবরণ । ২৪ বৈশাখ শিরোদ্ধবেদন অর্থাৎ অধিকপালে বেদনা বোধ হইল তদুপলক্ষে ২৬ তারিখে জর হওয়াতে ২৭ বৈশাখ দিবা দুই প্রহরের সময় পরলোক প্রাপ্ত হইলেন । ঐ ব্যক্তির মৃত্যু হওয়াতে তৎপরিবারের শোকের সীমা নাই অন্মদাদিরও মহাখেদ হইয়াছে যেহেতু ঐ বাবুর বয়ঃক্রম প্রায় ৩৫ বৎসর হইয়াছিল তাহাকে যুবপুরুষ বলা যায় আর তিনি অতি গুণবান অর্থাৎ বাঙ্গালা পারসি আর ইংরাজী বিদ্যায় বিদ্বানরূপে খ্যাত হইয়ছিলেন এবং তাহার বিদ্যা ও বুদ্ধির দ্বারা শ্ৰীযুত কোম্পানি বহাদরের কোনই কর্মস্থানে দেওয়ানী কৰ্ম্মে নিযুক্ত হইয়া অনুরাগপ্রাপ্ত হইয়াছিলেন । অপরঞ্চ দত্ত বাবু, অতিক্ষশীল মিষ্টভাষী বিজ্ঞ প্রেমাভিলাষী গুণজ্ঞ রসজ্ঞ বিজ্ঞ রসিক ছিলেন তাহার কৃত এক আদিরসসংযুক্ত গ্রন্থ প্রস্তুত হইয়াছে তাহা প্রকাশিত হইলে তাহার রসিকতা প্রকাশ পাইত অতএব এমত গুণবানের মৃত্যু হওয়াতে মৃতরাং অনেকে খেদিত হইয়াছেন –সং কেীং । ( 8 ત્રિ રજૂ | ૨૭ લાર્કે >૨૭૨ ) ধনবানের মৃত্যু —গত মঙ্গলবার দিবাভাগে মহারাজ রামচন্দ্র রায় বাহাদুর রোগবিশেষে পরলোকগত হইয়াছেন । ( ৩১ ডিসেম্বর ১৮২৫ । ১৮ পৌষ ১২৩২ ) দরবার ॥—গত ২৪ ডিসেম্বর ડારિક শাল বাঙ্গালা সন ১২৩২ শাল ১১ পৌষ শনিবার বেলা দশ ঘণ্টার সময় গবৰ্ণরমেন্ট হোসে অর্থাৎ বড়সাহেবের বাটতে দরবার হইয়াছিল তাহাতে এপ্রদেশস্থ অর্থাৎ স্থবেবাঙ্গালা বেহার উড়িস্যার প্রায় যাবদীয় সম্রাস্তলোক বিশেষত শ্ৰীশ্ৰীযুত মহারাজরাজচক্রবর্তি ইংল্পওঁীয় বাহাদুরের অধীন র্যাহারা তাহারদিগের মধ্যে কেহ২ স্বয়ং কাহার বা প্রতিনিধি অর্থাৎ উকীল প্রশ্ৰীযুত নবাব গবর্ণর জেনেরাল বাহাছরের নিকট হাজির হইয়াছিলেন তন্মধ্যে যাহারদিগকে খেলাৎ হইয়াছে তাহারদিগের নাম এবং কি খেলাৎ হইয়াছে তাহ। সংক্ষেপে প্রকাশ করা যাইতেছে। কলিকাতাস্থ মহারাজা স্থখময় রায় বাহাদ্বরের তৃতীয় পুত্র প্রযুত রাজা বৈদ্যনাথ রায় ○>
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।