之8之 - সংবাদ পত্রে সেকালেৰ কথা বাহাদুরকে সাত পারচার খেলাৎ মুক্তার মালা ও সরপেচ ও কলগা সেপরসমসের দিয়াছেন। এতদ্ভিন্ন ঐযুত কোম্পানি বাহাদুরের স্বর্ণমুদ্রা দিয়া বিশেষ সন্ত্রম করিয়াছেন যেহেতুক তিনি লোকোপকারার্থে অনেক দানাদি করিয়াছেন । আমরা শুনিয়াছি যে মহারাজ সংপ্রতি এইরূপে এক লক্ষ টাকা ব্যয় করিয়াছেন তাহার মধ্যে পঞ্চাশ হাজার টাকা বিদ্যাপ্রচারক কমিটিকে দান করিয়াছেন এবং ত্রিশ হাজার টাকা নেটিব ইসপাতালের ব্যয়ের কারণ দান করিয়াছেন।••• পূৰ্ব্বোক্ত মহারাজের পৌত্র রাজা রামচন্দ্র রায়ের পুত্ৰ শ্ৰীযুত কুঙর রাজনারায়ণ রায় ৬ পারচার খেলাৎ সরপেচ কলগা মুক্তার মালা প্রাপ্ত হইয়াছেন। কলিকাতার শুশমবাজারনিবাসি শ্ৰীযুত বাবু গুরুপ্রসাদ বস্থ ৬ ছয় পারচার খেলাৎ এক সরপেচ সহিত সম্মানিত হইয়াছেন। - শ্ৰীযুত বাবু রূপলাল মল্লিক ৬ ছয় পারচার খেলাৎ সরপেচ কলগায় সমাদৃত হন ।... ( ৩০ জানুয়ারি ১৮৩০ । ১৮ মাঘ ১২৩৬ ) রাজা বৈদ্যনাথ রায় –গত সপ্তাহে আমরা অতিশয় আহলাদপূর্বক পাঠকবর্গকে জানাইয়াছি যে গত ফেব্রুঅারি মাসে বিংশতি হাজার টাকার এক কোম্পানির নোট কৃত্রিমকরণ এবং কৃত্রিম জানিয়া তাহ চালায়নের বিষয়ে, যে নালিশ হইয়াছিল সেই নালিশেতে জুরীর সাহেবের রাজাকে নির্দোষী করিয়াছেন । ( ২৭ মে ১৮২৬ । ১৫ জ্যৈষ্ঠ ১২৩৩ ) দরবার —গবর্ণমেণ্ট গেজেটদ্বারা অবগত হওয়া গেল যে ইং ১৯ মে বাং ৭ জ্যৈষ্ঠ শুক্রবার প্রাতে সাত ঘণ্টার সময় কলিকাতায় শ্ৰীলশ্ৰযুক্ত গবর্ণর জেনরল বাহাদুরের ঘরে দরবারে যে২ লোক উপস্থিত হইয়াছিলেন র্তাহারদিগের নাম এবং শ্ৰীশ্ৰীযুতকর্তৃক কে কি প্রাপ্ত হইয়াছেন তাহাও প্রকাশ করা যাইতেছে-•• । রাজা শিবচন্দ্র রায় রাজাবাহাদুর খেতাব পাওয়াতে এই২ পাইয়াছেন । সাত পার্চার খেলাৎ এক জিগার ও সরপেচ । একছড়া মুক্তার মালা । এবং ঢাল তলবীর । রাজা নৃসিংহচন্দ্র রায় রাজাবাহাদুর খেতাব পাওয়াতে এই২ পাইয়াছেন । সাত পার্চার খেলাখ । এক জিগী ও সরপেচ । একছড়া মুক্তার মালা । এবং ঢাল তলবার ।
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।