সমগজ ఫ్చి 3 NE ( ৮ ডিসেম্বর ১৮২৭ ৷ ২৪ অগ্রহায়ণ ১২৩৪ ) রাজা শিবচন্দ্র রায় –গত ৯ অগ্রহায়ণ শুক্রবার রাত্রিতে রাজা শিবচন্দ্র রায় পরলোকগত হইয়াছেন এক্ষণে র্তাহার বিশেষ যাহা অবগত আছি তাহ প্রকাশ করিতেছি রাজা শিবচন্দ্র রায় মহারাজ মুখময় রায় বাহাদুরের চতুর্থ পুত্র ইনি অতিবুদ্ধিমান ছিলেন বুদ্ধিমত্তাপ্রযুক্ত অনেকের নিকট প্রশংসান্বিত হইয়া কালযাপন করিয়াছেন তাহার পৈত্রিক যে ধন ছিল তাহ পাচ সহোদরে সহমানে সমান অংশ করিয়া লইয়া সেই ধন বুদ্ধির দ্বারা অধিক করিয়াছিলেন র্তাহার টাকা প্রায় অপব্যয় হইয়াছে এমত শুনা যায় নাই বরঞ্চ সদ্ব্যয়ে সৰ্ব্বদা ব্যয় করিতেন যদ্যপি তাহার তাবৎ ব্যয়ের বিশেষ জ্ঞাত নহি তথাচ দেশ রাষ্ট্র অাছে লিখি পশ্চিমদেশে নানা তীর্থ আছে সেই সকল তীর্থ কৰ্ম্ম সাধনার্থ সাধু সকল গমন করিয়া থাকেন তাহারদিগের তীর্থ পৰ্য্যটনের নিমিত্ত গমনাগমনের এক প্রধান প্রতিবন্ধক কৰ্ম্মনাশা নদী আছে তাহার জল স্পর্শে তাবৎ কৰ্ম্ম নষ্ট হয় এই শঙ্কায় তৎকৰ্ম্ম সাধকের সশঙ্কিত হইয়া কৰ্ম্মনাশা নদী পার হইতে আত্যন্তিক ক্লেশ পাইতেন ইহার বিশেষ প্রায় অনেকে জ্ঞাত আছেন রাজ! এই বৃত্তাস্তাবগত হইয় তাহার আত্মীয় বিজ্ঞবর শ্ৰীযুত কালিন সিক্সিপিয়ের সাহেবের সাহায্যদ্বারা এক রজুময় সেতু নিৰ্ম্মাণ করাইয়া ঐ নদীর উপর স্থাপন করিয়া দিয়াছেন তাহাতে তীর্থর্যাত্রি সকল নিরুদ্বেগে তাহার উপর দিয়া কৰ্ম্মনাশা নদী পার হইতেছেন তাহাতে রাজসংক্রাস্ত লোকের এবং তদেশীয় প্রজাবর্গের গমনাগমনেও মহোপকার হইয়াছে অপর এতদ্দেশের বালকদিগের বিদ্যা উপার্জনের উপায়ের নিমিত্ত যে নিয়ম স্থাপন হইয়াছে তাহাতেও অনেক টাকা দান করিয়াছেন ইহা ভিন্ন সৰ্ব্ব সাধারণের উপকার নিমিত্ত অনেক ধন ব্যয় করিয়াছেন অনুমান করি দেশাধিপের কৰ্ম্মাধ্যক্ষেরা এতাবৎ অবগত হইয় তাহাকে বিশেষ মৰ্য্যাদা প্রদান করেন অর্থাৎ রাজ তিনি উপাধিপ্রাপ্ত হন এবং রাজপথে যানবাহনে গমনাগমনকালে রজতময় দণ্ড ও অস্ত্রাদি হস্তে যুক্ত পদাতিক সমভিব্যাহারে লইয়া যাইতে রাজাজ্ঞাব্যতিরেকে কেহ পারেন না তিনি রাজাজ্ঞাপ্রাপ্ত হইয়া আসা সোটা বল্লম ঢাল তলয়ারধারি পদাতিক সঙ্গে লইয়া গমন করিতেন এবং তাহার, বাটীর দ্বীরে সিপাহী অর্থাৎ যুদ্ধ সজ্জাম্বিত সৈন্য বন্দুকে সঙ্গিনযুক্ত করিয়া দ্বার রক্ষা করিত ইত্যাদি রাজদত্ত মৰ্যাদার চিহ্নে চিহ্নিত ছিলেন । অপরঞ্চ দিন যাপনের এক স্বনিয়ম করিয়াছিলেন প্রাতঃকালাবধি নিদ্রাদশাপৰ্য্যস্ত যে সকল কৰ্ম্ম করিতে হয় তাহাও নিয়মপূর্বক করিতেন অর্থাৎ প্রাতঃকালাবধি স্বানের সময়পৰ্য্যস্ত শুরু পুরোহিত ব্রাহ্মণ বৈষ্ণবাদি লইয়া সদালাপ করিতেন এবং দানাদিকরণেরও ঐ সময় ছিল ভোজনাস্তে আপন আমলাগণ লইয়া বিষয় কৰ্ম্ম নির্বাহ করিতেন দিবাবসানে অর্থাৎ দুই প্রহর চারি ঘণ্টার পর অল্পগত আশ্রিত আত্মীয় বন্ধু বান্ধবের সমাগম সময় ছিল সন্ধ্যার পরে খেলাতে বসিতেন সে সময় গাইন গুণি ভাড় থোসামুদে
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।