अन5योंख्ञ ミ8? পৰ্য্যন্ত শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুরের কৰ্ম্মে নিযুক্ত ছিলেন। প্রথমাবস্থাতে অনেক দিবসপৰ্য্যস্ত সদরদেওয়ানি আদালতের মুফতি ছিলেন পরে কাজিউলকোজ্জাত পদপ্রাপ্ত হইয়াছিলেন। অনন্তর তিনি জরাগ্রস্ত হইলে কোম্পানি তাহাকে উত্তম বৃত্তি নিরূপণ করিয়া দিয়াছিলেন । অল্প দিবস হইল তিনি আপন দেশ লক্ষ্মণেীতে যাইতে বাসনা করিয়৷ শ্ৰীশ্ৰীযুতের নিকট নিবেদনপত্র প্রেরণ করিয়াছিলেন ভাহাতে শ্ৰীশ্ৰীযুত সম্মত হইয়া কোম্পানির কার্য্য সম্পৰ্কীয় তাবৎ সাহেব লোকের উপর পারসী ও ইংরাজীতে এইরূপ এক পত্ৰ দিয়াছিলেন যে ইহার কৰ্ম্মেতে আমরা অতিশয় সন্তুষ্ট আছি এবং ঐ পত্রে কোম্পানির সাধারণ মোহর দিয়াছিলেন বিশেষতঃ কাশী ও লক্ষ্মণেীর শ্ৰীশ্ৰীযুতের উকীলেরদের উপর বিশেষপত্ৰ দিয়াছিলেন কিন্তু ইতোমধ্যে র্তাহার পীড়া হইয়া তিনি কলিকাতাতেই কালপ্রাপ্ত হইলেন । ( ১৮ ফেব্রুয়ারি ১৮২৬ ৮ ফাস্তুল ১২৩২ ) •••মেছোবাজারে শ্ৰীযুত বাবু রামগোপাল মল্লিকের যে নূতন আটালিকা প্রস্তৃতা হইতেছে .। ( ২২ এপ্রিল ১৮২৬ । ১১ বৈশাখ ১২৩৩ ) লার্ড বিসোপ —আমরা অতিশয় খেদপূৰ্ব্বক সকলকে জানাইতেছি যে গত সপ্তাহে কলিকাতায় এই দুঃসমাচার পছছিয়াছে যে ৩ এপ্রিল তারিখে মন্দ্রাজের দক্ষিণ ত্রিচিনাপল্লীনামক স্থানে লার্ড বিসোপ সাহেব হঠাৎ পরলোকগত হইয়াছেন ।... { ১৩ মে ১৮২৬ । ১ জ্যৈষ্ঠ ১২৩৩ ) সমাচার দেওয়া বাইতেছে যে আগামি ১ জুন বৃহস্পতিবার বেলা ঠিক দুই প্রহরের সময় স্থপ্রিমকোর্ট ঘরের নীচের বারান্দায় সরিফের দপ্তরখানায় প্রবেশ দ্বারের নিকট কলিকাতার সরিফ সাহেব মধুসূদন সন্তালের বিরুদ্ধে ফাইরাই ফেসিয়াস নামে পরওয়ানার ক্ষমতাতে পবলিক সেলে অর্থাৎ নিলামে এই২ বিক্রয় করিবেন । বিশেষতঃ জিলা নবদ্বীপে যে তালুক সৰ্ব্বত্র গোয়াড়ী কৃষ্ণনগর নামে খ্যাত তাহার ছয় আনার হিস্তাতে ও হিস্তার মধ্যে ও হিস্তার উপরে আসামীর যে স্বত্ব ও অধিকার ও সম্পর্ক আছে তাহা উপরে লিখিত কাল ও স্থান ও নিয়মানুসারে বিক্রয় হইবে । এবং জিলা জলালপুরের পরগণে নসিবশইতে বারবাকপুরের সামিল ও তন্মধ্যস্থিত যে তালুক সৰ্ব্বত্র নসিবশই নামে খ্যাত তাহাতে দুই শত বাষটি মৌজা সেই তালুকেতে ও তালুকের মধ্যে ও তালুকের উপরে ঐ পূৰ্ব্বোক্ত আসামীর যে স্বত্ব ও অধিকার ও সম্পর্ক আছে তাঙ্গ উপরে লিখিত কাল ও স্থান ও নিয়মানুসারে বিক্রয় হইবেক । এবং ঐ উপরে লিখিতৃ জিলাতে বা টাঙ্গার সামিল ও তন্মধ্যস্থিত যে এক নীলের কুঠা
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।