ミ8b〜 চনংবাদ পত্রে চেনাকালেৰ কথা বাবু রমানাথ ঠাকুর ৫৭ বৎসরবয়স্ক হইয়া উদরাময় ও জর রোগোপলক্ষে পরলোক গমন করিয়াছেন ইনি ইহলোক পরিত্যাগ করাতে অনেক লোক দুঃখিত হইয়াছেন যেহেতুক ইহার অনেক গুণ ছিল ইনি 9রামহরি ঠাকুরের পুত্র যিনি আপন ক্ষমতাতে বহুধন উপার্জন করিয়া বহুবিধ দান করত এবং কুলকৰ্ম্ম করণপূর্বক এই মহানগর মধ্যে গোষ্ঠীপতিত্ব পদপ্রাপ্ত হইয়াছিলেন র্তাহার যশ কীৰ্ত্তি সৰ্ব্বত্র প্রকাশ আছে ইহার বিদ্যা সৌজন্যাদি যত কীৰ্ত্তি তাহা অনেকেই বিদিত আছেন তন্মধ্যে বিশেষ ইদানী চতুপাট করিয়া অনেক ছাত্রকে বেদস্ত দশন পড়াইতেন স্থদ্ধ বিদ্যা দান করিতেন এমত নহে ইহার ছাত্রদিগের গ্রাসাচ্ছাদনের চিস্তা ছিল না বাবুর নিকট অধ্যয়ন করিয়া কোন২ ছাত্র কৃতবিদ্য হইয়া টোল করিয়া পড়াইতেছেন র্তাহারদিগের টোল ও অধ্যাপনাকরণের ব্যয়ের আমুকুল্য যথেষ্ট করিতেন ঠাকুর বাবুর সংস্কৃত শাস্ত্রে অসাধারণ বিদ্যা ছিল এপ্রযুক্ত বাবু ও ঠাকুর উপাধি থাকাতেও বিদ্যারত্ন উপাধিপ্রাপ্ত হইয়াছিলেন এমত লোক সংপ্রতি সম্ভবে না কেননা বাৰু বিষয়ী লোকের নিকট বাৰু ছিলেন সভায় বসিলে গোষ্ঠীপতি ঠাকুর হইতেন পণ্ডিতগণের সন্নিধানে বিদ্যারত্ব ভট্টাচাৰ্য খ্যাত অতএব এমত লোকের পরলোক হওয়াতে কে না থেদিত হইতেছেন ও হইবেন বাৰু বিদ্যারত্ব ভট্টাচাৰ্য তিন সংসার করিয়াছিলেন তন্মধ্যে জ্যেষ্ঠ স্ত্রী বর্তমান ইহার সন্তান নাই মধ্যম কনিষ্ঠ। গত র্তাহারদিগের দুই জনের দুই পুত্র হইয়াছে –সং চং ( ৯ মে ১৮২৯ । ২৮ বৈশাখ ১২৩৬ ) দিল্লীর বাদশাহ —আমরা শুনিয়াছি কিন্তু তাহার তথ্যাতথ্যতার বিষয়ে আমরা শপথ করিতে পারি না যে দিল্লীব বাদশাহকে কেহ ইহা শিক্ষা করাইয়াছে কোম্পানির উপরে তাহার কোন এক বাবতে চারি কোটি টাকার দাওয়া ছিল এবং সেই দাওয়ার শেষকরণার্থে তিনি এক জন অতিশয় প্রসিদ্ধ হিন্দু ব্যক্তিকে ইংগ্রগুদেশে প্রেরণ করিতেছেন যদি এই কথা সত্য হয় তবে কালেতে যে পরিবর্ত হয় তাহার এই এক নূতন প্রমাণ গত দেড় শত বৎসর হইল ইংগ্রওঁীয়েরা এ দেশে একটা বাণিজ্য কুঠার স্থাপনার্থে দিল্লীর বাদশাহের স্থানে অতিশয় বিনয়পুৰ্ব্বক ৫০ বিঘা ভূমি যাজ্ঞা করিলেন। এখন সেই মহারাজের সস্তান সেই মহাজনেরদের নিকটে আপনার দাওয়ার প্রসঙ্গকরণার্থে এক জন উকীল প্রেরণ করিতেছেন। ( ৯ জানুয়ারি ১৮৩০ । ২৭ পৌষ ১২৩৬ ) ইশতেহার —স্থাবরধন পবলিকসেলে অর্থাৎ নীলামে বিক্রয় হইবেক । সন ১৮৩০ সালে আগামি ২১ জানুআরি বৃহস্পতিবার টালা কোম্পানি সাহেবের তাহারদের নীলামঘরে নীচের লিখিত স্থাবরধন পবলিকঅক্সেন অর্থাৎ নীলাম করিবেন বিশেষতঃ অপর সকুলর রোড শিমলার মাণিকতলাস্থিত বাট ও বাগান যাহাতে এক্ষণে
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।