সমগঞ্জ 女8@ বাবু রামমোহন রায় বাস করেন । ঐ বাটীর উপরে তিন বড় হাল অর্থাৎ দালান ছয় কামরা দুই বারান্দা ও নীচের তালায় অনেক কুটরী আছে এবং ঐ বাটার অন্তঃপাতি গুদাম ও বাবুচিখানা ও আস্তবল প্রভৃতি আছে । এবং ১৫ বিঘা জমীর এক বাগান ঐ বাগানে অতিউত্তম সমভূমি ও পাকা রাস্তা ও তাঁহাতে নানাবিধ ফলের গাছ ও তিনটা বৃহৎ পুষ্করিণী আছে ঐ বাগানে কলিকাতার সীমার মধ্যস্থ গবৰ্ণমেন্ট হোঁসহইতে গাড়ীতে বিশ মিনিটে পন্থছান যায়। ঐ বাট ও ভূমির চতুঃসীমা এই বিশেষতঃ উত্তরদিগে গদাধর মিত্রের বাগান দক্ষিণদিগে মুকেশের স্ত্রিটনামে রাস্ত পূৰ্ব্বদিগে সকুলর রোড নামে সড়ক এবং পশ্চিমে ও উত্তরপশ্চিমে রূপনারায়ণ মল্লিকের বাগান । ঐ বাট ও বাগান যিনি দেখিতে চাহেন তাহার দেখিবার কিছু বাধা নাই । ( ১৫ আগষ্ট ১৮২৯ । ৩২ শ্রাবণ ১২৩৬ ) বাবু হরিনাথ মল্লিকের পরলোকগমন —আমরা খেদিত হইয়া প্রকাশ করিতেছি যে আন্দুলনিবাসি বাৰু হরিনাথ মল্লিক কোন বিশেষ পীড়ায় পীড়িত হইয় গত ২৫ শ্রাবণ শনিবার রান্ত্রি দশ দণ্ডের পর পরলোক গমন করিয়াছেন তাহার বয়ঃক্রম অনুমান ৪৭ চল্লিশ বৎসরের অধিক নহে এই অশুভ সম্বাদে আমরা অত্যস্ত দুঃখিত হইলাম যেহেতুক ঐশ্বৰ্য্যশালি লোক তম্ভোগ না করিয়া অল্পকালে কালপ্রাপ্ত হইলে তাবতেরি মনে খেদ জন্মে । [ সমাচার চন্দ্রিক ] { ২০ ফেব্রুয়ারি ১৮৩০ । ১০ ফণ জ্বন ১২৩৬ ) শ্ৰীযুত ঈশ্বরচন্দ্র পাল চৌধুরি —গবর্ণমেণ্ট গেজেটের এক ইশতেহার দ্বারা অবগত হওয়৷ গেল যে রাণাঘাটের ও সংপ্ৰতি দিনামারের বসতি স্ত্রীরামপুরনিবাসি স্ক্রযুত ঈশ্বরচন্দ্র পাল চৌধুরি ঐযুত উমেশচন্দ্র পাল চৌধুরির দরখাস্ত করাতে গত শনিবার ১৩ ফেব্রুআরি তারিখে যোত্রহীন সম্পৰ্কীয় কাৰ্য্য যে করিয়াছেন তাহ ঐ আদালতে স্বীকৃত হইয়া ইনশালবেণ্ট অর্থাৎ যোত্রহীনের ব্যবস্থার উপকারে উপকৃতহওনের যোগ্য হইয়াছেন । ( ১৩ মার্চ ১৮৩০ । ১ চৈত্র ১২৩৬ ) বিজ্ঞাপন। বহুমূল্যের তালুক নীলামে বিক্রয় হইবেক —সকলকে জ্ঞাত করা যাইতেছে যে জিলা হুগলি এবং চব্বিশ পরগনার মধ্যে শ্ৰীযুত বাবু প্রাণকৃষ্ণ হালদারের দরুন তালুক আগামি ১৮৩০ সালের ১৮ মার্চ বৃহস্পতিবার প্রযুক্ত মিসোস টালা এণ্ড কোম্পানি সাহেবের בכ\
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।