ভূমিকা هج সম্ভবপর নয়। সেজন্ত বৰ্ত্তমান গ্রন্থের জন্য ব্যবহৃত হইয়াছে এইরূপ তিনখানি পুস্তকের উল্লেখ করা হইল । পুস্তকগুলি এই – ( 3 ) Les Hindows Par F. Baltazard Solvyns, Paris, Vol. I. 1808; II. 1810 ; III. 1811 ; IV. 1812, ( & ) Fanny Parkes: Wanderings of a Pilgrim in Search of the Picturesque (Calcutta, 1850.) ( ৩ ) ১৮৩২ সনে লগুন হইতে প্রকাশিত মিসেস এস. সি. বেলনস-প্রণীত Twenty-four Plates Illustrative of IIindoo and European Manners in Bengal (from Sketches by Mrs. Belnos.) এ-দেশের জীবনযাত্রার ইতিহাস সঙ্কলনের অতি মূল্যবান উপাদান এই সকল পুস্তকের মধ্যে নিহিত রহিয়াছে। কেহ যদি এই সকল গ্রন্থ হইতে দেশীয় পোষাক-পরিচ্ছদ, পূজাপাৰ্ব্বণ ও সাধারণ জীবনযাত্রার চিত্রগুলি নিৰ্ব্বাচন করিয়া একত্রে মুদ্রিত করেন, তাহা হইলে ইতিহাস-লেখকের প্রভূত উপকার হয় । এই কাজ পরিশ্রম ও ব্যয় সাপেক্ষ, স্বতরাং ব্যক্তি-বিশেষ অপেক্ষ কোন প্রতিষ্ঠানের পক্ষে সহজসাধ্য । বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ উনবিংশ শতাব্দীর বাঙালী-জীবনের চিত্রের একটি অ্যালবাম প্রকাশিত করিলে বাংলা দেশের অতীতকে বুঝিবার বিশেষ সাহায্য করিবেন। পরিষৎ বঙ্গসাহিত্যের জন্ত যেআগ্রহ দেখাইয়াছেন, বাঙালী-জীবনের চিত্র-সম্বলিত একটি ‘কোপাস’ সঙ্কলন করিতেও সেরূপ উৎসাহ দেখাইবেন, ইহা আশা করা কি নিতান্তই অস্তায় ? শ্ৰীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।