Rసిలమై মংবাদ পত্রে চেনকালের কথা তন্নিকটস্থ গ্রামের লোকেরা গিয়া দেখিল যে সেই২ নৈবেদ্য ও শাড়ী ও অষ্টোত্তর শত ছাগ মুগু ও দ্বাদশ মহিষ মুণ্ড ইত্যাদি অবিকৃত আছে । এবং ছাগ ও মহিষের শরীর নাই কেবল বেদির উপরে মুণ্ড মাত্র এবং হাড়ি না পুতিয়া এই সকল বৃহৎ মহিষাদি বলিদান করিয়াছে। এই আশ্চৰ্য্য যে এত বৃহৎ কৰ্ম্ম এক রাত্রিতে নিম্পন্ন করিয়াছে ইহা কেহ জানিতে পারে নাই । এবং ভাগ্যবান লোক ব্যতিরেকে এমত পুজা দিতে অন্তে পারে না এবং সে ভাগ্যবান ব্যক্তি কি নিমিত্ত অপ্রকাশ রূপে এমত মহাপূজা করিয়াছেন তাহার কারণ জানা যায় নাই। কিন্তু এই বিষয় মোং পূর্বস্থলীর দারোগ৷ এইমাত্র সন্ধান করিল যে সেই শনিবার অধিক রাত্রির সময়ে এক ব্যক্তি এক মুনীর দোকান হইতে লণ্টন জালাইয়া লইয়া গিয়াছিল আর কিছু কেহ কহিতে পারিল না । ( ১১ ডিসেম্বর ১৮১৯ । ২৭ অগ্রহায়ণ ১২২৬ ) 篇 চুরি – মোং কলিকাতা বাগবাজারের রাস্থায় এক সিদ্ধেশ্বরীর প্রসিদ্ধা প্রতিমা আছেন র্তাহার নিকটে অনেক ভাগ্যবান লোকেরা পূজা দেন এবং ব্রাহ্মণ পণ্ডিতেরা প্রতিদিন বিশ ত্ৰিশ জন চণ্ডীপাঠ ও স্তব কবচাদি পাঠ করেন এবং ধনবান লোকেরা স্বর্ণ রূপ্যাদি ঘটিত অনেক অলঙ্কার তাহাকে দিয়াছেন এবং তাহার নিকটে অনেক লোক মানিত পূজা বলিদানাদি অনেক করেন । সম্প্রতি গত সপ্তাহে জ্যোৎস্ব রাত্রিতে অনুমান ছয় দণ্ড রাত্রির সময়ে এক চোর তাহার ঘরের জানালা ভাঙ্গিয় অনুমান পাচ সাত হাজার টাকার তাহার স্বর্ণালঙ্কার চুরি করিয়াছে। পরে থানায় খবর হইলে বরকন্দাজের অনুসন্ধান করিতে২ এক বেশু্যার ঘরে সেই অলঙ্কারের কতক পাইল এবং সে বেশু্যাকে তখনি কএদ করিল ঐ বেণ্ডার প্রমুখা শুনা গেল যে একব্যক্তি কৰ্ম্মকার জাতি চুরি করিয়াছে ঐ বেখ্যালয়ে তাহার গমনাগমন আছে কিন্তু সে কামার পলাইয়াছে সে ধরা পড়ে নাই । { ২ ফেব্রুয়ারি ১৮২২ । ২১ মাঘ ১২২৮) গুপ্তপূজা – সমাচার পাওয়া গেল ষে পশ্চিম অঞ্চলে মোকাম তারকেশ্বরের সন্নিকটে শিববাটী কালিকাপুর গ্রামের অৰ্দ্ধ ক্রোশ অস্তর মাঠে এক প্রসিদ্ধা সিদ্ধেশ্বরী প্রতিমা আছেন সম্প্রতি ৯ মাঘ সোমবার রটন্তী পূজার রাত্রিতে ঐ সিদ্ধেশ্বরীর গুপ্তরূপে পূজা হইয়াছে সে পূজা কে করিল তাহ স্থির হয় নাই কিন্তু পর দিবস প্রাতঃকালে সেই সিদ্ধেশ্বরীর সেবাকারি ব্রাহ্মণ সেখানে গিয়া পূজার আয়োজন দেখিয়া চমৎকৃত হইল। চারি জোড় পট্ট বস্ত্র ও চারি বর্ণের চারিখান পট্ট শাট বস্ত্র আর ঘড়ী প্রভৃতি এক প্রস্ত তৈজস পাত্র এবং প্রচুর উপকরণযুক্ত নৈবেদ্য ও আট প্রমাণ পিতলের বাটতে আট বাট রক্ত আছে ইহাতে অকুমান হয় যে আট বলিদান করিয়াছিল এবং বলিদানের চিহ্নও আছে কিন্তু কি বলিদান
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।