ՋՆԵ- চনংবাদ পত্রে মেকানের কথা দৃষ্টি করিলে জ্ঞান করিত যে নিৰ্ম্মিত দ্রব্য নতুবা ছোট২ লোকে প্রকৃত জ্ঞান করিয়াছে এমত উত্তম কারিগরি। ইহারদিগের এক২ বাগীচার মূল্য তিন শত চারি শত তাহাতে মোমবাতি সংযোগ এমত পাচ শত বাগীচা গেলাসী ঝাড় তিন হাজার গেলাসী বাগীচ এক হাজার মোমবাতি দুই শত মন রওনি রোশনী হয়। নাএব মজলিস ইস্তক ৫ ফালগুণ নাগাদ ১৫ রোজ দশ তাএফ বাই ও তিন তাএফ ভাড় ইহা সেওয়ায় কালওয়াতি গুশীলোক অনেক ঐ ৫ তারিখে শ্ৰীযুত কোঙর বাহাদুর আইবড় খান পরে স্থানে২ যেখানে নিমন্ত্রণে যান নানাবিধ বাদ্য ও নানাবিধ সলতনত এবং রাজঅভরণে ভূষিত অপূৰ্ব্ব রূপানিৰ্ম্মিত যানারোহণ করিয়া গমনাগমন করিতেন বিবাহের মজলিসে এক২ দিন এক২ ফেরেঙ্কা লোকের গমন হইয়াছিল তাহার বিস্তারিত প্রথম দিবস নিজঅমিলাতে বেষ্টিত দ্বিতীয় দিবস গ্রামস্থ যাবৎ মহাজন ও ভদ্রলোক ইং তৃতীয় দিবস লাগাদ অষ্টম দিবস ১৩ ফালগুণ পৰ্য্যস্ত যাবদীয় হাকীমান আমলা আপীল আদালত ও ফৌজদারী ও কালেক্তরি ও পরমিট ও কোম্পানীর কুঠার আমলা ও নেজামতের আমলা ও শহরের যাবদীয় সাহেবান আলীশান ও বহরমপুর ওগয়রহ সাহেব লোক ও বিবিলোক ও বাবালোক একত্র এবং শ্ৰীযুত নবাব সয়লজঙ্গ বাহাদুর একত্র মজলিসে নাচ ও গান ও বাদ্য ও আতশ নানাবিধ সকল তামাশা দৃষ্টি করিয়া পরমাহলাদিত হইয়াছেন। পরে ১৪ তারিখে মুরশেদাবাদের যাবদীয় ওমরাও ও শ্ৰীযুত জগৎ সেট সাহেব সকলে আগমন করিয়া মজলিস করিয়া গান বাদ্য শ্রবণ করিয়া তুষ্ট হইলেন এবং সেট সাহেব রওয়াএশখান নিৰ্ম্মিত স্থানে গমন করিয়া সৰ্ব্বত্র দৃষ্টি করিয়া হৃষ্টচিত্ত হইলেন পরে ১৫ তারিখে শুভ অধিবাস হয় শ্ৰীযুত রায়জগন্নাথপ্রসাদপ্রভৃতির আগমন হইয়াছিল ১৬ তারিখে শুভ বিবাহ ইহার রওয়াএশ এবং সলতনৎ ও মানাবিধ বাদ্য ও নানাবিধ সওয়ারি ও হস্তী ও ঘোটকাদি অসংখ্য এবং পদাতিক স্বর্ণ রূপ্য নিৰ্ম্মিত যষ্টি হস্তে অর্থাৎ সোটাবরদার আসাবরদার ও বাণবরদার ও গুরুজবরদার ও নওবত ইত্যাদি সলতনত অনেক কত লিখিব এবং কলিকাতার কারিগর নানাবিধ ছবি নিৰ্ম্মাণ করিয়া রওয়াশ সঙ্গে লইয়া গিয়াছিল এই সকল সরংজাম লইবার মুটিয়া মজুর ও বেহার দশ হাজার দুই লক্ষ লোক পথে জমায়ত চলনশক্তি না হইয়া মিসল মাফিক ঐ রাজবাটীর দ্বার আর কোম্পানীর কুঠার সম্মুখ রাস্তা দিয়া কালিকাপুর হইয়া ঐ দুই ক্রোশ ফিরিয়া পুনৰ্ব্বার ঐ রাজবাটীর দ্বার পৰ্য্যস্ত মিসলবন্দী হইল ইহার মধ্যে২ আতশের নানা জাতি কারখানাতে আশ্চৰ্য্য শোভা হইয়াছিল তামাশগির মর্দআদমী ওমরা এবং দেশ বিদেশীয় লোক জমায়ত হইয়াছিল পর দিবস কন্যা পাত্র বাট আইলে কাজালি ভিক্ষুক ও বিপ্র ও ফকীর ওগয়রহ চল্লিশ হাজার লোক কোম্পানির বানকখানার বাটতে পূরিয়া খাদ্যসামগ্রী যথাযোগ্য এবং মুদ্রাও যথাযোগ্য প্রদান করাতে তুষ্ট হুইয়া সকলেই আশীৰ্ব্বাদ করিয়া স্ব২ স্থানে গেল আর তদেশের ব্রাহ্মণ ও ভদ্র লোক নবসাখ ও কাঙ্গাল ও গরীব আপামর সাধারণ এক২ পিত্তলের
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।