ধৰ্ম্ম ≤ግግ নানা দিগেদশীয় ব্রাহ্মণ পণ্ডিত নিমন্ত্ৰণ করিয়া যথোপযুক্ত সম্মানপূর্বক বিদায় করিয়াছেন তাহাতে কিছু ক্রটি হয় নাই আরো শুনা গেল যে ইহাতে চল্লিশ হাজার টাকা ব্যয় হইয়াছে। ( ৯ অক্টোবর ১৮১৯ । ২৪ আশ্বিন ১২২৬) মুরশেদাবাদ —১০ সেপ্তম্বর বৃহস্পতিবার বাঙ্গালার নবাব ভেলাভাসান পরবের সময় তাবৎ ইংল্পওঁীয়েরদিগকে আপন ঘরে নিমন্ত্ৰণ করিয়া অনেক আমোদ করিয়া খাওয়াইয়াছেন। দশ দণ্ড রাত্রির সময় তাহার রাজগৃহে এক তোপ ছোড়া গেল এবং অন্য২ স্থানে যে পাচ তোপ ছিল তাহাও এক কালে ছোড়া গেল তোপ ছাড়িবামাত্র গঙ্গার ওপারে রোশনী বাগ নামে স্থানেতে যে সকল রোশনাই প্রস্তুত ছিল তাহা একেবারে জালাইল এবং জলের উপর যে সকল ছোট২ ভেলাতে রোশনাই প্রস্তুত ছিল তাহাও ঐ সময় জালাইল শেষে প্রধান ভেলাতে অগ্নি দিল । সে প্রধান ভেল| এই মত নিৰ্ম্মিত প্রথম জলের উপর মাড়বান্ধা তাহার উপর ঘর সে ঘরের চতুর্দিকে দেওয়াল ও চারি দিগে চারি দ্বার এবং চারি কোণে চারিট চুড়া এই সকল কেবল বাতিতে নিৰ্ম্মিত । এবং কোন২ স্থানে নানা প্রকার রঙ্গের অভ্রেতে বিচিত্র তাহার চারি দ্বারে চারি জন লোক গন্ধক জালাইবার কারণ নিযুক্ত ছিল যখন এই সকল বাতি জালাইয়া ঐ ভেলা ভাসাইয়া দিল তখন অত্যন্ত শোভা করিয়া গঙ্গার উপরে গমন করিতে লাগিল এবং নবাবের ঘরের নিকট পহুছিলে তাহারা যত পটকা ইত্যাদি আয়োজন করিয়া রাখিয়াছিল সে সকল এককালে ছাড়িল । এই সকল হইলে পর নবাব আপন ঘরে অনেক লোকের সহিত একত্র খানা খাইলেন । ( ২৯ সেপ্টেম্বর ১৮২১ । ১৫ আশ্বিন ১২২৮ ) বেরা ভাসান ॥—২১ সেপ্তম্বর ৭ আশ্বিন শুক্রবারের সমাচার মুরশেদাবাদহইতে আসিয়াছে তাহাতে জানা গেল যে গত ১৩ সেপ্তম্বর ৩০ ভাদ্র বৃহস্পতিবার শ্ৰীশ্ৰীযুত নবাব সাহেব বেরা ভাসানের সমারোহ মামুল মত করিয়াছেন তাহাহইতে কোন বিযয় নুন হয় নাই তথাকার সাহেব লোক ও বিবিলোকেরদিগকে নিমন্ত্ৰণ করিয়া দিবসে ও রাত্রিতে উত্তম মত দুইবার খানা দিয়াছেন ও উৎকৃষ্টরূপ নাচ ও গান হইয়াছিল তাহাতে সাহেব লোকেরা যথোচিত আমোদ করিয়াছেন এবং গঙ্গাতে তাবৎ নৌক সমারোহ হইয় তাহার উপরে নানাপ্রকার নাচ গান ও নানাবিধ বাজী হইয়াছিল পরে ৯ ঘণ্টা রাত্রির সময়ে বেরী ভাসানের আরম্ভে উপরে এক তোপ হইল তৎকালে রোশনাইবাগে তাবৎ বাজীতে অগ্নি দিলেক এবং মসজিদের মত একটা আশ্চৰ্য্য বাজী হইয়াছিল এ সকল বাজী উত্তম মত পোড়ান গেল । সাহেব লোকেরা ও বিবি লোকেরা শ্ৰীশ্ৰীযুত নবাব সাহেবের সৌজন্য দেখিয়া তুষ্ট হইলেন ও অনেক রাত্ৰিপৰ্য্যন্ত তামাসা দেখিলেন
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।