ধৰ্ম্ম هسواج অগ্নিপ্রবেশ করে তাহার কিঞ্চিৎকাল পরে অর্থাৎ তাহার প্রাণবিয়োগ হইলে লোকের ঐ কুণ্ডের অগ্নি নিৰ্ব্বাণ করিয়া স্ত্রীপুরুষকে কুণ্ডহইতে বাহির করে এবং ঐ কুণ্ডের নিকট দুই চিতা করিয়া দুই শরীর পৃথক করিয়া দাহ করে। কুণ্ডহইতে উঠাইয়া পৃথক২ দাহ করিবার কারণ এই ষে অস্ত্যেষ্টিক্রিয়ার পরে পুত্রের অস্থি লইয়া গিয়া গঙ্গাতে সমর্পণ করে যদি কুণ্ডহইতে না উঠায় তবে অস্থি পাওয়া যায় না এইপ্রযুক্ত এরূপ করে । এই ব্যবহার কেবল পুরীর মধ্যে আছে অন্যত্র কোথাও নাই । ( ১৩ নবেম্বর ১৮২৪ ৷ ২৯ কাৰ্ত্তিক ১২৩১ ) সহগমন –লখিপুরনিবাসি আনন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায়নামক এক জন প্রধান লোক রোগবিশেষে আপন আয়ুঃশেষ জানিয়া কালীঘাটে আগমনপূৰ্ব্বক স্বরধুনী তীরে তিন দিবস বাস করিয়া সাময়িক বিহিত ক্রিয়ায় কালক্ষেপণানন্তর ১৭ কাৰ্ত্তিক সোমবার রাত্রিকালে প্রাণ ত্যাগ করিয়াছেন । এহার বয়ঃক্রম ৬৭ বৎসর হইয়াছিল তাহার সাধবী স্ত্রী স্বামির মরণে মৃত্যু শ্রেয়ো জানিয়া তৎসহগামিনী হইয়াছেন । সং কেীং ( ২৭ আগষ্ট ১৮২৫ । ১৩ ভাদ্র ১২৩২ ) সহগমন ॥—সিমল্যানিবাসি ফকিরচন্দ্র বস্থ ১ ভাদ্র সোমবার ওলাউঠারোগে পঞ্চস্বপ্রাপ্ত হইয়াছেন । ইহার বয়ঃক্রম প্রায় ৩৬ বৎসর হইয়াছিল তাহার সাধবী স্ত্রী শুামবাজারনিবাসি শ্ৰীমদনমোহন সেনের কন্য। তাহার বয়ঃক্রম মৃনাতিরেক ২২ বৎসর হইবেক এবং সস্তান হয় নাই । ঐ পতিব্ৰতা স্ত্রী রাজাজ্ঞাকুরোধে দুই দিবস অপেক্ষা করিয়া বুধবার প্রাতে মুরের বাজারের নিকট সুরধুনী তীরে স্বামিশবসহ জলচ্চিতারোহণপূর্বক ইহলোক পরিত্যাগ পুরঃসর পরলোক গমন করিয়াছে । ( ৫ মে ১৮২৭ । ২৩ বৈশাখ ১২৩৪ ) ঐযুত সমাচার দর্পণ প্রকাশক মহাশয়েষ্ণু —পূৰ্ব্বে সহমরণ ও অহমরণের বিষয়ে অনেক বিজ্ঞ বিচক্ষণ লোকদ্বারা বহুবিধ বিচার ও উত্তর প্রত্যুত্তর হইয়াছে এক্ষণে যদ্যপি ভাবতেই এককালে ক্ষাস্ত হইয়াছেন (পুনৰ্ব্বার তত্তদ্বিষয়ে কোন বাক্যব্যয় করণ ঐ পণ্ডিত বিচক্ষণগণকে স্বপ্তদশাহইতে জাগ্রৎ করণ) তথাপি অদ্ভুত সমাচার অপ্রকাশ রাখা এবং বৃহৎ আড়ম্বর দেখাইয়া এককালে নিরস্ত হওন উচিতবক্তার অনুচিত এ কারণ মহাশয়ের স্ববিবেচক পাঠকদিগের নিমিত্তে এই আশ্চৰ্য্য সমাচাররূপ ডালি পাঠাইতেছি--- । হালিশহর পরগণার গরিফা গ্রামে ২২ বৈশাখে এক ব্রাহ্মণের কন্যা ২২ বৎসরবয়স্ক নিজপতির শবের ক্রোড়ে সতী হইয়াছে তাহার পূর্ববৃত্তাস্ত আমি অজ্ঞাত কিন্তু তাহার তৎকালের দুরবস্থা অবলোকন করিয়া চিত্ত আৰ্দ্ৰ হইল। নরবলি গঙ্গাজলে মহুষ্যবালক জীবদান করণ
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।