পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RSS মংবাদ পত্রে চেনকালেনৰ কথা করিতে হইবেক এবং স্ত্রীলোক প্রতি নিষ্ঠুর ব্যবহার অতিশয় পাতক পুনৰ্ব্বার আর হইতে ন পায় এবং হিন্দুদের অতি প্রাচীন পরম পবিত্র ধৰ্ম্মকে তাহারা নিজে যেন তুচ্ছ না করেণ । সম্প্রতিক এ অধীনদের জ্ঞাতসার হইল যে ওই আজ্ঞানুসারে মেজেষ্ট্রেট সাহেবদের প্রতি বিশেষরূপে লিপি প্রস্থাপিত হইয়াছে যে সৰ্ব্বোপায়ের দ্বারা শ্ৰীলক্রযুতের আজ্ঞাকে প্রতিপালন করেণ। শ্ৰীলশ্ৰীযুতের মহোচ্চপদের নিয়মের বিবেচনা করিয়া এ শরণাগত প্রজারা আপনাদের অন্তকরণের ভাবকে কোন প্রকাশিত সম্মানের চিহ্ন যাহা এমত স্থানে ব্যবহার্ষ্য হয় তদ্বারা দশাইতে নিবারিত হইয়াছে কিন্তু এ অধীনদের অন্তঃকরণ ও ধৰ্ম্ম বারম্বার আজ্ঞা দিতেছেন ষে এ শরণাগতরা অস্তঃকরণের ভাব যাহা তাবত হিন্দুর প্রতি পরমান্থগ্রাহক শ্ৰীলশ্ৰীযুতের এই চিরস্থায়ি মহোপকার কর্তৃক উৎপন্ন হইয়াছে তাহা সৰ্ব্বসাধারণ বিজ্ঞপ্তি করা যায় ; যদি এ সময় এ শরণাগতরা তাচ্ছল্যপূর্বক মৌনাবলম্বন করে তবে সৰ্ব্বথা কৃতঘ্ন ও প্রবঞ্চক রূপে গণিত হইতে হইবেক এ নিমিত্ত এ অধীনেরা এ নিবেদন পত্রীকে এই প্রার্থনা দ্বারা সমাপ্তি করিতেছে যে এ অধীনদের সর্বাস্ত:করণ সহিত শ্ৰীলশ্ৰীযুতের মহোপকারের অঙ্গীকার রূপ উপহার, যাহা যদ্যপি ও শ্ৰীলশ্ৰীযুতের মহোচ্চপদের যোগ্য হয় না তাহা কৃপাপূর্বক গ্রাহ করেন। ও যাহারা শ্ৰীলশ্ৰীযুতের এই পরম অনুগ্রহকে এ অধীনদের সহিত তুল্য রূপে প্রাপ্ত হইয়াছেন অথচ এই সৰ্ব্বসাধারণ কৰ্ম্মে অজ্ঞতা অথবা অসংস্কার প্রযুক্ত অধীনদের সহিত ঐক্য হইলেন নাই তাহদের এই ঔদাস্তকে কৃপা পূর্বক ক্ষমা করেণ সবিনয় নিবেদন মিতি । কালীনাথ রায় চৌধুরী রামমোহন রায় দ্বারকানাথ ঠাকুর প্রসন্নকুমার ঠাকুর ইত্যাদি ( ২৩ জানুয়ারি ১৮৩০ । ১১ মাঘ ১২৩৬ ) সতীর পক্ষে আরজী বিষয়ক –সতীর বিষয়ে যে আরজী শ্ৰীশ্ৰীযুতকে দেওয়া গিয়াছিল তাহার উত্তর পাইবার প্রত্যাশায় অদ্য বৃহস্পতিবার ২ মাঘ ১৪ জামুআরি শ্ৰীশ্ৰীযুতের অভিপ্রায়ানুসারে কলিকাতাস্থ নীচের লিখিত কএক জন শ্ৰীশ্ৰীযুতের নিকট গমন করিয়াছিলেন গবরনর জেনরল বাহাদুর ঐ সকল ব্যক্তিকে সমাদরপূর্বক গ্রহণ করিলেন অনন্তর সতীর বিষয়ে বিস্তর বাদানুবাদানস্তর কহিলেন তোমারদিগের আরজী ও ব্যবস্থাপত্রে আমার যাহা বক্তব্য তাহ এই কাগজে লিথিয়াছি সেই কাগজ দিলেন। প্রার্থনাকারির কাগজ গ্রহণ করিয়া কহিলেন ইহার উত্তর আমরা অতিত্ত্বরায় হজুরে দরপেস করিব এ দিবস এইপৰ্য্যস্ত হইল । -