ধৰ্ম্ম ২৯৩ গবর্ণমেণ্টে যে দুই আরজী ও ব্যবস্থা দেওয়া গিয়াছে তাহাতে ১১৪৬ জন স্বাক্ষর করিয়াছেন তদ্বিশেষ কলিকাতাস্থদিগের এক আরজীতে ৬৫২ জন বিষয়ি ভদ্রলোক স্বাক্ষর করেন এবং ঐ সঙ্গে এক ব্যবস্থাপত্র দেওয়া যায় তাহাতে ১২০ জন পণ্ডিত অধ্যাপক স্বাক্ষর করেন কলিকাতার নিকট বেলঘরিয়া আড়িয়াদহপ্রভৃতি গ্রামবাসিরদিগের এক আরজী তাহাতে ৩৪৬ জন বিশিষ্টলোকের স্বাক্ষর আছে এবং ঐ সঙ্গে এক ব্যবস্থাপত্র তাহাতে ২৮ জন অধ্যাপকের স্বাক্ষর হয় । অদ্য গবরনর জেনরলের নিকট র্যাহারা গিয়াছিলেন র্তাহারদিগের নাম । শ্ৰীযুত নিমাই চাদ শিরোমণি ও হরনাথ তর্কভূষণ ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ও বাবু গোপীমোহন দেব ও বাবু রাধাকান্ত দেব ও মহারাজা কালীকৃষ্ণ বাহাদুর ও বাৰু নীলমণি দে ও বাবু গোকুলনাথ মল্লিক ও বাবু ভবানীচরণ মিত্র ও বাবু রামগোপাল মল্লিক । ( ২৩ জানুয়ারি ১৮৩০ । ১১ মাঘ ১২৩৬ ) সতী —গত ১৪ তারিখে বাৰু গোপীমোহন দেব ও বাবু রাধাকান্ত দেব ও বাৰু নীলমণি দে ও বাবু ভবানীচরণ মিত্রপ্রভৃতি এতদ্দেশীয় কএক মহাশয়েরা গবৰ্ণমেণ্ট হোঁসে নিয়মিতকালানুসারে উপস্থিত হইয়া শ্ৰীশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুরের নিকট দরখাস্ত দাখিল করিলেন। শ্ৰীশ্ৰীযুতকতৃক তাহারা কৌন্সেলের গৃহেতে গৃহীত হইলেন ।... শ্ৰীশ্ৰীযুত এই উত্তর করিলেন যে আমার নিকটে যে দরখাস্ত উপস্থিত হইয়াছিল তাহ মনোযোগপূর্বক পাঠ করিয়াছি। হিন্দুরদের ধৰ্ম্মবিষয়ক শাস্ত্রে বিধবারদের আত্মঘাত বিষয়ে কোন এমত অনুশাসন প্রকাশ নাই কিন্তু স্বামিমরণানন্তর তাহারদের ব্রহ্মচৰ্যামৃষ্ঠানে কালযাপন করা সৰ্ব্বশাস্ত্রসিদ্ধ বটে এবং যে সকল শাস্ত্র সৰ্ব্বাপেক্ষ মান্ত তত্তদগ্রস্থে ব্রহ্মচৰ্য্যব্রত মুখ্যকল্পরূপে উক্ত হইয়াছে এবং আরো লিখিত আছে যে ঐ ব্রহ্মচৰ্য্যব্রত সত্যযুগে অনুষ্ঠিত ছিল--- শ্ৰীশ্ৰীযুত অতিসম্মানিত বহুসংখ্যক প্রার্থনাকারিরদের প্রার্থনা অতিশয় মনোযোগপূৰ্ব্বক অবধান করিয়াছেন এবং প্রার্থিত ব্যবহার ব্রিটিস গবর্ণমেণ্ট যে২ বিবেচনাপূৰ্ব্বক রহিতকরণের আবশুক দেখিয়াছেন তদতিরিক্তে শ্ৰীশ্ৰীযুত আপনার এই অভিপ্রায় জানাইয়াছেন কিন্তু যদি প্রার্থনাকারিরা তথাচ এমত বোধ করেন যে শেষ প্রকাশিত আইন পার্লিমেণ্টের ব্যবস্থার বিরুদ্ধ তবে তাহারা শ্ৰীশ্ৰীযুত ইংল্পগুরাজার কৌন্সেলে আপীল করুন এবং শ্ৰীশ্ৰীযুত তাহা তথায় প্রেরণ করিতে অতিশয় সন্তুষ্ট হইবেন । January 14th, 1830. (Signed) W. C. Bentinck. ( ২৩ জানুয়ারি ১৮৩০ । ১১ মাঘ ১২৩৬ ) গত ১৬ তারিখে সহমরণ রহিতকরণ বিষয়ক প্রশংসাস্বচকপত্র দেওনার্থে কএক জন
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।